সাম্প্রদায়িকতা প্রশ্নে বেগম সুফিয়া কামালের দৃষ্টিভঙ্গি ছিল স্বচ্ছ। তিনি চাইতেন নেতৃত্ব তৈরি হোক সামগ্রিকভাবে। আইয়ুব খানের মুখের ওপরও প্রতিবাদ করার সাহস ছিল তাঁর। তাই ‘জননী সাহসিকা’ সুফিয়া কামালের আদর্শ সব সময়ই গুরুত্বপূর্ণ।

নারীমুক্তি, গণতন্ত্র, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা কবি সুফিয়া কামালের ২৬তম প্রয়াণদিবস উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে সবার স্মৃতিকথায় উঠে এল এসব কথা। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এবং সাঁঝের মায়া ট্রাস্টের পক্ষ থেকে আয়োজন করা হয় এই স্মরণসভার। ধানমন্ডির ৩২ নম্বরে সুফিয়া কামালের বাড়ি সাঁঝের মায়ায় আজ বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল গান, কবিতা ও নাচ।

মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, সাম্প্রদায়িকতা প্রশ্নে সুফিয়া কামালের দৃষ্টিভঙ্গি ছিল স্বচ্ছ। আশির দিকে নারায়ণগঞ্জে কান্দুপট্টি উচ্ছেদের সময় কেউ কথা বলেনি, তখন সুফিয়া কামাল নিজে গিয়ে উদ্ধার করেছিলেন অনেককে। সুফিয়া কামালের জীবনব্যাপী যে সাহস, এর তুলনা হয় না। তাঁকে উপলব্ধি করাটাই বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ফওজিয়া মোসলেম।

এই সাঁঝের মায়া বাড়িতে সুফিয়া কামালকে নানারূপে অনেক মায়ায় দেখার স্মৃতিচারণা করেন মানবাধিকারকর্মী আরমা দত্ত। তিনি বলেন, ‘সুফিয়া কামাল শুধু মানুষ নয়, পশুপাখিকেও ধারণ করতেন।’ সুফিয়া কামাল কেন অক্ষরে অক্ষরে জননী সাহসিকা, সেই ইতিহাস উল্লেখ করতে গিয়ে আইয়ুব খানের মুখের ওপর তাঁর (সুফিয়া কামাল) জবাব দেওয়ার ইতিহাস তুলে ধরেন আরমা।

‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির বলেন, আজকের প্রেক্ষাপটে সুফিয়া কামালের সব লেখা গভীরভাবে পাঠ করা দরকার। সেসব লেখা অনুভব করা প্রয়োজন।

'এটা উচ্ছেদ, পুনর্বাসন নয়' সুফিয়া কামালের ২৬তম প্রয়াণদিবস উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে শিল্পপতি বাবুলের দিনব্যাপী কর্মসূচী

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান’র ৬১তম জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল দশটায় শহরের মিশনপাড়াস্থ নিজ কার্যালয়ে আয়োজিত হয় রক্তদান কর্মসূচী। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগৃহীত রক্ত দান করা হয় রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ এর ব্লাড ব্যাংকে।

এরপর নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিজ কর্মী দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করান এবং তার অর্থায়নে হাসপাতালের জন্য দুটি হুইলচেয়ার, হাসপাতালের সামনের যানজট নিরসনে একটি হ্যান্ড মাইক এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ১০ টি ময়লার বিন প্রদান করে। তাছাড়া নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুটি হুইল চেয়ার এবং বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি হুইলচেয়ার প্রদান করা হয়।

এছাড়া সকাল থেকে তার উদ্যোগে বন্দর উপজেলার পুরানবন্দর চৌধুরীবাড়ি এলাকার ছালা পাগলার দরবার প্রাঙ্গণে আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন। আবু জাফর বাবুলের অর্থায়নে এবং মেডিভিশন আই হাসপাতালের সহায়তায় ডাক্তার লোকমান হোসেনের মাধ্যমে করা হয় এই আয়োজন।

দুপুরে মাদ্রাসার এতিম ও তলবে এলেম শিক্ষার্থীদের নিয়ে করা হয় দোয়া ও মেহমানদারীর আয়োজন । বন্দর উত্তর লক্ষণখোলা, কড়ইতলা, মদীনাতুল উলূম মাহমুদিয়া মাদ্রাসার ৭ শতাধিক এতিম ও তলবে এলেম শিক্ষার্থী এবং ৩ শতাধিক বিএনপির নেতাকর্মী সহ স্থানীয় ব্যাক্তিবর্গ নিয়ে করা হয় এই আয়োজন।

সেখানে তারেক রহমান ও বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহতামিম মুফতি মো. আবুল কাশেম।

এ সময় উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাংগঠনিক সম্পাদক নাসিরুল্লাহ টিপু, মহানগর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুস সাত্তার, ২৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. বাবুল মিয়া, মো. আজিম সাউদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান চুন্নু সাউদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল কাশেম, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. নুর মিয়া, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফিউদ্দিন সোহেল প্রদান, সহ-সভাপতি মো. সেলিম, মো. আমানত প্রধান, সহ-সাধারণ সম্পাদক মো. ফারুক প্রধান, সাংগঠনিক সম্পাদক ইসলাম নাড়ু, সহ সাংগঠনিক সম্পাদক মো. ইমদাদুল হক, ২৭ নং ওয়ার্ড সভাপতি মো. ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মো. রমজান মিয়া, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান বাদল, ধামগড় ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সভাপতি হাজী হাসান, ৯ নং ওয়ার্ড সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহআলম সাউদ, সাংগঠনিক সম্পাদক মো. খালেক মিয়া ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এছাড়াও নারায়ণগঞ্জ আদর্শ স্কুল এবং নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা লাইব্রেরীতে জিয়াউর রহমানের জীবনী এবং বাংলাদেশ গড়ার পেছনে তার অবদান সম্পর্কিত বিভিন্ন বই প্রদান করা হয় ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে শিল্পপতি বাবুলের দিনব্যাপী কর্মসূচী
  • নিজেকে বোরিং পারসন মনে করেন মুশফিক
  • তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মহানগর বিএনপির দোয়া মাহফিল
  • তারেক রহমান-এর ৬১তম জন্মদিন উপলক্ষ্যে প্রাইম বাবুলের দোয়া 
  • মুশফিকুরের ‘সেঞ্চুরির’ রঙে রাঙানো ক্যানভাস
  • প্রথম আলোর কাছে মানুষ সঠিক তথ্য জানতে চায়
  • তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা
  • নবান্নের যে মেলায় এক দিনে কোটি টাকার মাছ বিক্রি হয়