Prothomalo:
2025-12-04@14:01:37 GMT

ডিএমপির ১৩ উপকমিশনার বদলি

Published: 4th, December 2025 GMT

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লটারি করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৩ উপকমিশনারকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে ডিএমপির ৫০ থানার ওসিদের রদবদলের কথা জানানো হয়।

আজ ডিএমপির উপকমিশনার ও ওসিদের বদলির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লটারি হয়। সেখানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো.

সাজ্জাত আলী। সেই লটারিতে নির্বাচিত হওয়া ডিএমপির কর্মকর্তাদের বিষয়ে পদায়নের আদেশ জারি করা হয়।

ডিএমপি সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল চলছে। গত সোমবার একযোগে বিভিন্ন জেলার আওতাধীন ৫২৭টি থানার ওসি চূড়ান্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লটারি করে ওসিদের নির্বাচন করা হয়। এর আগে গত ২৪ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করা হয়েছিল। পরে ২৬ নভেম্বর নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড এমপ র

এছাড়াও পড়ুন:

লটারির মাধ্যমে ৫২৭ থানার ওসি পদে রদবদল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগেই সারা দেশে পুলিশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি পদে পদায়ন করা হয়েছে।

লটারিতে নির্বাচিত ৫২৭ জন কর্মকর্তার তালিকায় ‘প্রস্তাবিত’ উল্লেখ করা হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার কোনো থানায় লটারি প্রক্রিয়া প্রযোজ্য হয়নি।

আরো পড়ুন:

সিলেট বিভাগের ৩৯ থানায় নতুন ওসি 

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলার চার্জশিট

পদায়নের মধ্যে, ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসিকে, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসিকে, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ থানার ওসিকে, ময়মনসিংহ রেঞ্জের ৪ থানায় ৩৬ ওসিকে, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ ওসিকে পদায়ন করা হয়েছে।

এছাড়া সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ থানার ওসিকে, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানার ওসিকে এবং রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সারা দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি থানা রয়েছে।

মেট্রোপলিটন এলাকার থানাগুলোতে লটারি নয়, বরং সংশ্লিষ্ট কমিশনাররা অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এর আগেই বলেছিলেন, “পুলিশ সুপার এবং ওসি বদলি নির্বাচনের আগেই লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে।”

এর আগে গত ২৫ নভেম্বর সব জেলার পুলিশ সুপার লটারির মাধ্যমে বদলি করা হয়।

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • নির্বাচন সামনে রেখে ঢাকার ৫০ থানার ওসি বদলি
  • ডিএমপির ৫০ থানার ওসি বদল
  • নারায়ণগঞ্জের ৭ থানায় রদবদল হচ্ছে ওসি
  • নারায়ণগঞ্জের ৭ থানায় নতুন ওসি রদবদল হচ্ছে
  • লটারির মাধ্যমে ৫২৭ থানার ওসি পদে রদবদল