টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পদত্যাগ
Published: 21st, November 2025 GMT
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজর আলী (২৫)। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
ফজর আলী নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন শাখার সভাপতি। তিনি গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে।
আরো পড়ুন:
মুকসুদপুর আ.
মুকসুদপুর আ. লীগের আরো ৪ নেতার পদত্যাগ
লিখিত বক্তব্যে ফজর আলী বলেন, “ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে পাটগাতী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ থেকে আমি পদত্যাগ করেছি। ভবিষ্যতে আর কখনো এই সংগঠনের কোনো কার্যক্রমে আমি জড়াব না। এখন থেকে এই সংগঠনের আমি আর কেউ না।”
ঢাকা/বাদল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পদত য গ পদত য গ
এছাড়াও পড়ুন:
ফাইনালে যে দুই প্রশ্নের উত্তর দিয়ে মিস ইউনিভার্স নির্বাচিত হলেন মেক্সিকোর ফাতিমা বশ
৭৪তম মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ। ১৯ নভেম্বর ভোরে প্রথমে ১২০ প্রতিযোগী থেকে সেরা ৩০ বেছে নেওয়া হয়। যেখানে নির্বাচিত হন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা।
এরপর সুইমিং কস্টিউম রাউন্ড শেষে বাছাই করা হয় সেরা ১২। এই প্রতিযোগীরা অংশ নেন একটি ‘গাউন ওয়াক’ সেশনে, যেখান থেকে বাছাই করা হয় সেরা পাঁচ সুন্দরীকে। এই পাঁচজনের মধ্যে ছিলেন মেক্সিকো, থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা ও আইভরিকোস্টের প্রতিযোগীরা।
যাঁদের সবাইকে দুটি করে প্রশ্ন করা হয়। একটি প্রশ্ন স্বতন্ত্র, অর্থাৎ পাঁচজনকে পাঁচটি আলাদা প্রশ্ন করা হয়। আরেকটি প্রশ্ন ছিল কমন, অর্থাৎ সবার জন্য ছিল একই প্রশ্ন। কমন প্রশ্নটি করার সময় চারজনের কানে ছিল হেডফোন, যাতে তাঁরা কিছু শুনতে না পান। দেখে নিন মিস মেক্সিকো যে দুটি প্রশ্নের উত্তর দিয়ে সেরা হয়েছেন।
বিচারকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন ফাতিমা বশ