মেয়েদের আইপিএল নিলামে বাংলাদেশের মারুফা, স্বর্ণা ও রাবেয়া
Published: 21st, November 2025 GMT
মেয়েদের আইপিএল নামে পরিচিত উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লুপিএল) ২০২৬ আসরের নিলামে আছেন তিন বাংলাদেশি। তাঁরা হচ্ছেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও লেগ স্পিনার রাবেয়া খান। ২৭ নভেম্বর দিল্লিতে এই নিলাম অনুষ্ঠিত হবে।
এবারের ডব্লুপিএল নিলামে আছে মোট ২৭৭ ক্রিকেটারের নাম। তাঁদের মধ্য থেকে ৭৩ জন দল পাবেন। এর মধ্যে ৮৩ বিদেশির জন্য জায়গা আছে ২৩টি।
আজ ডব্লুপিএল ওয়েবসাইটে প্রকাশিত নিলামের খেলোয়াড় তালিকায় দেখা গেছে, বাংলাদেশের তিন ক্রিকেটার মারুফা, স্বর্ণা ও রাবেয়ার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি করে। মোট তিনটি ক্যাটাগরিতে খেলোয়াড়দের নাম তালিকাভূক্ত করা হয়েছে।
এর মধ্যে সর্বোচ্চ ৫০ লাখ ভিত্তিমূল্যের খেলোয়াড় ১৯ জন, ৪০ লাভ ভিত্তিমূল্যের খেলোয়াড় ১১ জন। আর ৩০ লাখের ঘরে আছে ৮৮ খেলোয়াড়ের নাম।
পাঁচ দলের ডব্লুপিএল ৭ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে। ২০২৩ সালে শুরু হওয়া টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত বাংলাদেশের কেউ খেলেননি।
আরও পড়ুনমিরপুর টেস্ট: ৩৬৭ রানে এগিয়ে দিন শেষ করল বাংলাদেশ ১৯ নভেম্বর ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফাইনালে যে দুই প্রশ্নের উত্তর দিয়ে মিস ইউনিভার্স নির্বাচিত হলেন মেক্সিকোর ফাতিমা বশ
৭৪তম মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ। ১৯ নভেম্বর ভোরে প্রথমে ১২০ প্রতিযোগী থেকে সেরা ৩০ বেছে নেওয়া হয়। যেখানে নির্বাচিত হন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা।
এরপর সুইমিং কস্টিউম রাউন্ড শেষে বাছাই করা হয় সেরা ১২। এই প্রতিযোগীরা অংশ নেন একটি ‘গাউন ওয়াক’ সেশনে, যেখান থেকে বাছাই করা হয় সেরা পাঁচ সুন্দরীকে। এই পাঁচজনের মধ্যে ছিলেন মেক্সিকো, থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা ও আইভরিকোস্টের প্রতিযোগীরা।
যাঁদের সবাইকে দুটি করে প্রশ্ন করা হয়। একটি প্রশ্ন স্বতন্ত্র, অর্থাৎ পাঁচজনকে পাঁচটি আলাদা প্রশ্ন করা হয়। আরেকটি প্রশ্ন ছিল কমন, অর্থাৎ সবার জন্য ছিল একই প্রশ্ন। কমন প্রশ্নটি করার সময় চারজনের কানে ছিল হেডফোন, যাতে তাঁরা কিছু শুনতে না পান। দেখে নিন মিস মেক্সিকো যে দুটি প্রশ্নের উত্তর দিয়ে সেরা হয়েছেন।
বিচারকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন ফাতিমা বশ