Samakal:
2025-11-02@23:02:01 GMT

ময়মনসিংহে অটোরিকশা চলাচল বন্ধ

Published: 26th, January 2025 GMT

ময়মনসিংহে অটোরিকশা চলাচল বন্ধ

আজ সোমবার থেকে ময়মনসিংহ নগরীতে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করেছেন চালকরা। গতকাল রোববার সন্ধ্যায় নগরীতে বিক্ষোভ মিছিল করে ময়মনসিংহ রেলওয়ে চত্বরে এক সমাবেশে এ ঘোষণা দেন তারা।
১৮ জানুয়ারি নগরীর যানজট নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরীর জিলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনারপাড়, সি কে ঘোষ রোড, দুর্গাবাড়ী রোড এবং স্বদেশি বাজার সড়কে অটোরিকশা ও রিকশা চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে অটোরিকশাচালক ও মালিকরা ক্ষুব্ধ হয়ে ১৯ জানুয়ারি কর্মবিরতির পালন করে জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় কর্মবিরতি শেষে চালকরা অবিলম্বে নির্দিষ্ট ছয়টি সড়কে অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। কিন্তু জেলা প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল থাকায় ফের অটোরিকশা বন্ধ রেখে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন চালকরা।
ময়মনসিংহ জেলা অটোরিকশা মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ সুজন জানান, নগরীর সব সড়কে আগের মতো অটোরিকশা চলাচলের সুযোগ চান চালকরা। কিন্তু প্রশাসন ছয়টি সড়কে অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করায় প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা ও রিকশা চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদ বলেন, নগরের মানুষের সুবিধার কথা চিন্তা করে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল। কিন্তু ইজিবাইক চালকরা তা মানতে না চাইলে তাদের নিয়ে বসতে হবে। 
তিনি বলেন, ‘আমাদের বৈধ প্রায় ছয় হাজার ইজিবাইকের মধ্যে পাঁচ হাজারের বেশি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। কিন্তু অনেকে নিবন্ধনবিহীন ইজিবাইক চালান। মনে হচ্ছে, বিশৃঙ্খলা তারাই করছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চ লকর নগর র

এছাড়াও পড়ুন:

দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।

আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল
  • মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
  • দেশজুড়ে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
  • দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক
  • এনসিএল: তিন সেঞ্চুরি ও মিরপুরে উইকেটের মিছিল
  • রংপুরকে পেয়েই আবার নাঈমের সেঞ্চুরি, সেঞ্চুরি মাহফিজুল ও সাদিকুরেরও
  • রাতে বাড়িতে পুলিশের অভিযান, ভোরে ধানখেতে পাওয়া গেল রক্তাক্ত মরদেহ
  • সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • পূর্বধলায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২