যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য আলাস্কার উদ্দেশে উড্ডয়নের আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ান–আমেরিকান সহযোগিতা স্মরণে নির্মিত স্মৃতিসৌধে ফুল দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিমানের ডানার সামনে করমর্দনরত সোভিয়েত ও মার্কিন বৈমানিকদের প্রতিকৃতি–সংবলিত এই ভাস্কর্য ১৯৪২ থেকে ১৯৪৫ সালের মধ্যে প্রায় আট হাজার মার্কিন লেন্ড-লিজ যুদ্ধবিমান সোভিয়েত ফ্রন্টে পৌঁছে দেওয়া আলাস্কা–সাইবেরিয়া আকাশপথকে স্মরণ করিয়ে দেয়।

আলাস্কার ফেয়ারব্যাঙ্কসেও এমন একটি স্মৃতিসৌধ রয়েছে, যেটি একসময় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকায় সজ্জিত ছিল। ২০২২ সালের পর থেকে সেখানে শুধু আমেরিকার পতাকা রয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিকেরা বলেছেন, সেখানে আবার রাশিয়ার পতাকা ফিরিয়ে আনা হলে এর খুবই প্রতীকী তাৎপর্য থাকবে। রাশিয়া মূলত এটাই ট্রাম্প ও পুতিনের এ বৈঠক থেকে চায়। আন্তর্জাতিক অঙ্গনে আবারও একটি বড় শক্তি হিসেবে রাশিয়ার স্বীকৃতিই মস্কোর চাওয়া।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি স্মৃতিসৌধ পরিদর্শনের মাধ্যমে পুতিন যে বার্তা দিতে চেয়েছেন, তা খুবই স্পষ্ট। এর মধ্য দিয়ে কার্যত মস্কো ও ওয়াশিংটনের মধ্যে বৈরিতা নয়, মিত্র হিসেবে ভূমিকা রাখার দিনগুলো স্মরণ করিয়ে দিতে চেয়েছেন তিনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আল স ক

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ