রাজধানীর খিলগাঁওয়ে বাসায় স্ট্রোক করে অবশ হয়ে পড়ে ছিলেন এক বৃদ্ধ। তাঁর কোনো সাড়া না পেয়ে সোমবার বিকেলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল করে বিষয়টি জানান প্রতিবেশী। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অসুস্থ ব্যক্তি বিআইডব্লিউটিএর অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী বলে জানা গেছে।

৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, সোমবার বিকেলে খিলগাঁওয়ের গোড়ান সিদ্দিকবাজার এলাকার হাড়ভাঙ্গা মোড় থেকে একজন ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, তাদের প্রতিবেশী এক অসুস্থ ব্যক্তি একা থাকেন। রোববার থেকে তার কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না। গতকালও তারা বৃদ্ধের বাসার দরজায় অনেকক্ষণ নক করেছেন কিন্তু সাড়া পাননি। কলার জরুরি পুলিশি সহায়তার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জিয়াউর রহমান। পরবর্তীতে কলার ও উদ্ধার সংশ্লিষ্ট পুলিশ দলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডেসপাচার এসআই মহিউদ্দীন মুন্না।

জনসংযোগ কর্মকর্তা জানান, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে খিলগাঁও থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রাথমিকভাবে জানা যায়, স্ট্রোক করার কারণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং নড়াচড়া করতে পারছিলেন না। পুলিশ দল যাওয়ার পর তিনি উঠে বসেন কিন্তু নড়াচড়া করতে পারছিলেন না।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ৯৯৯ ৯৯৯ স ব

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ