আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মধ্যে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় একের পর এক চুরি-ছিনতাইসহ নানা অপরাধ ঘটছে। গতকাল বৃহস্পতিবার ছিনতাইকারীর ছুরিকাঘাতে হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে সুমন শেখের (২৬)। বিকেল পৌনে ৩টার দিকে আদাবর বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া কবজি কাটা আনোয়ার গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আহত সুমন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তিনি পিরোজপুর সদরের মৃত বীর মুক্তিযোদ্ধা শাহাদাত শেখের ছেলে।
ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী লিটন শেখ জানান, আদাবর বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীরা কোপ দিয়ে সুমনের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে
নেওয়া হয়।

কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার

ঢাকা উদ্যান এলাকা থেকে কবজি কাটা আনোয়ারের সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে–প্রধান সহযোগী রবিন, সাগর, রায়হান ও মুন্না। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কবজি কাটা আনোয়ার তার সহযোগীদের সঙ্গে ঢাকা উদ্যান এলাকায় বৈঠক করে। এ তথ্যের ভিত্তিতে বছিলা আর্মি ক্যাম্প থেকে একটি দল অভিযান চালায়। ছিনতাই, মাদকদ্রব্য সেবন, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছে রবিন। তারা কবজি কাটা আনোয়ারের ছত্রছায়ায় থেকে ঢাকা উদ্যান, মোহাম্মদপুর ও আদাবরে সন্ত্রাসী কার্যক্রম চালায়। দেশীয় অস্ত্র নিয়ে ভিডিও তৈরি করে টিকটক ও ফেসবুকে আপলোড করে।

এদিকে আধিপত্য বিস্তার ও টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে মিরপুর পল্লবীতে মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু খুন হয়। ওই ঘটনায় এজাহারনামীয় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তাররা হলো– রাজন ওরফে পিচ্চি রাজন ও তার ভাই রনি। গত বুধবার রাতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে স্বপ্ননগর নতুন রোডের একটি চায়ের দোকানের পাশ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

এ বিষয়ে গতকাল মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগের উপকমিশনার মিজানুর রহমান জানান, গত ২০ জানুয়ারি বিকেলে পল্লবীর বঙ্গবন্ধু কলেজের সামনে আধিপত্য এবং চুরি ও ছিনতাইয়ের টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে সন্ত্রাসী রাজন গ্রুপের সদস্যরা ব্লেড বাবুকে খুন করে। নিহতের স্ত্রী পল্লবী থানায় হত্যা মামলা করেছে।

মতিঝিলে আওয়ামী লীগ নেতা টিপু হত্যায় জড়িত সুমন শিকদার ওরফে মুসাকে ওমান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। বাবু হত্যায়ও তার নাম শোনা যাচ্ছে। মুসার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, মুসা এই হত্যাকাণ্ডের ১ নম্বর আসামি।

কিশোর গ্যাং গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, যেসব গ্যাংয়ের মাধ্যমে যে অপরাধ হচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান চলছে।

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম হ ম মদপ র গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

বাম দলগুলোর প্রতিক্রিয়া: ‘তফসিল হয়েছে, তবে সামনে বড় চ্যালেঞ্জ’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও অবাধ-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে দেশের বাম দলগুলো। 

তারা দাবি করছেন, তারিখ ঘোষণার পরও মাঠে এখনো কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়নি,বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি জনমনে উদ্বেগ বাড়াচ্ছে। তাই ভোটাধিকার সুনিশ্চিত করতে সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা এখন জরুরি।

আরো পড়ুন:

অসত্য তথ্য ছড়ানোও শাস্তিযোগ্য অপরাধ: সিইসি

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “১৭ বছর পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষার অবসান ঘটাতে পারে এই তফসিল। জনগণও নিজেদের দল ও প্রতীকে ভোট দেওয়ার সুযোগের অপেক্ষায় ছিল। ১২ ফেব্রুয়ারি সেই সুযোগ সৃষ্টি হয়েছে।”

তিনি মনে করেন, “একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট-বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে নতুন অভিযাত্রার ইঙ্গিত হলেও সামনে বেশ কিছু ঝুঁকি রয়েছে।”

‍“একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য যে পরিবেশ প্রয়োজন, তা এখনো প্রতিষ্ঠিত হয়নি। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো নির্বাচন কমিশনের অধীনে এনে কঠোর নিয়ন্ত্রণ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের আস্থা ফেরানো জরুরি। ভোটে টাকার খেলা রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে”, বলেন সাইফুল হক।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এখন থেকে প্রতিটি মুহূর্তে ইসি ও সরকারকে এমন সব পদক্ষেপ নিতে হবে, যা দেখলে সাধারণ মানুষ বিশ্বাস করবে, এবার সত্যিকার অর্থে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”

তিনি অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দিয়ে বলেন, “প্রার্থী হওয়া ও ভোট দেওয়ার সমান সুযোগ সবার জন্য নিশ্চিত করতে ইসিকে আরো সক্রিয় হতে হবে। প্রয়োজনে উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করে নির্বাচনকালীন নিরপেক্ষতার বার্তা আরো দৃশ্যমান করতে হবে।”

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, “বহুল প্রত্যাশিত তফসিল ঘোষণায় স্বস্তি এসেছে, তবে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পথ এখনো মসৃণ নয়।”

“নির্বাচনকে টাকার প্রভাব, পেশিশক্তি, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা এবং প্রশাসনিক কারসাজিমুক্ত করতে হবে। সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে”, যোগ করেন তিনি।

সরকার, ইসি ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং জরুরি উদ্যোগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন বজলুর রশীদ ফিরোজ।

ঢাকা/এএএম/রাসেল

সম্পর্কিত নিবন্ধ

  • ওসমান হাদির ওপর আঘাত মানে জুলাইয়ের ওপর আঘাত: নুরুল হক
  • ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রধান উপদেষ্টা বলেছেন ঐক্যবদ্ধ থাকতে: সালাহউদ্দিন
  • আওয়ামী লীগ যাঁদের টার্গেট করেছে, গুলিবিদ্ধ ওসমান হাদি তাঁদের অন্যতম: রাশেদ খান
  • প্রাইম সাসপেক্টকে খুঁজছি, হোপফুলি হিট করতে পারব: ডিএমপি কমিশনার
  • তপসিল ঘোষণা, গুলিবিদ্ধ ওসমান হাদি ও নির্বাচন নিয়ে উদ্বেগ
  • হাদিকে গুলির নিন্দা–প্রতিবাদ বিভিন্ন দল ও সংগঠনের, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
  • নির্বাচন নিয়ে সন্দেহ অনেকটাই দূর হয়েছে
  • দিনাজপুরে যক্ষ্মা না থাকলেও রোগী, কফের নমুনায় জালিয়াতি
  • বাম দলগুলোর প্রতিক্রিয়া: ‘তফসিল হয়েছে, তবে সামনে বড় চ্যালেঞ্জ’