মোহাম্মদপুরে অভিযানের মধ্যেই ঘটছে অপরাধ
Published: 31st, January 2025 GMT
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মধ্যে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় একের পর এক চুরি-ছিনতাইসহ নানা অপরাধ ঘটছে। গতকাল বৃহস্পতিবার ছিনতাইকারীর ছুরিকাঘাতে হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে সুমন শেখের (২৬)। বিকেল পৌনে ৩টার দিকে আদাবর বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া কবজি কাটা আনোয়ার গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আহত সুমন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তিনি পিরোজপুর সদরের মৃত বীর মুক্তিযোদ্ধা শাহাদাত শেখের ছেলে।
ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী লিটন শেখ জানান, আদাবর বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীরা কোপ দিয়ে সুমনের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে
নেওয়া হয়।
কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার
ঢাকা উদ্যান এলাকা থেকে কবজি কাটা আনোয়ারের সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে–প্রধান সহযোগী রবিন, সাগর, রায়হান ও মুন্না। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কবজি কাটা আনোয়ার তার সহযোগীদের সঙ্গে ঢাকা উদ্যান এলাকায় বৈঠক করে। এ তথ্যের ভিত্তিতে বছিলা আর্মি ক্যাম্প থেকে একটি দল অভিযান চালায়। ছিনতাই, মাদকদ্রব্য সেবন, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছে রবিন। তারা কবজি কাটা আনোয়ারের ছত্রছায়ায় থেকে ঢাকা উদ্যান, মোহাম্মদপুর ও আদাবরে সন্ত্রাসী কার্যক্রম চালায়। দেশীয় অস্ত্র নিয়ে ভিডিও তৈরি করে টিকটক ও ফেসবুকে আপলোড করে।
এদিকে আধিপত্য বিস্তার ও টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে মিরপুর পল্লবীতে মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু খুন হয়। ওই ঘটনায় এজাহারনামীয় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তাররা হলো– রাজন ওরফে পিচ্চি রাজন ও তার ভাই রনি। গত বুধবার রাতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে স্বপ্ননগর নতুন রোডের একটি চায়ের দোকানের পাশ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
এ বিষয়ে গতকাল মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগের উপকমিশনার মিজানুর রহমান জানান, গত ২০ জানুয়ারি বিকেলে পল্লবীর বঙ্গবন্ধু কলেজের সামনে আধিপত্য এবং চুরি ও ছিনতাইয়ের টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে সন্ত্রাসী রাজন গ্রুপের সদস্যরা ব্লেড বাবুকে খুন করে। নিহতের স্ত্রী পল্লবী থানায় হত্যা মামলা করেছে।
মতিঝিলে আওয়ামী লীগ নেতা টিপু হত্যায় জড়িত সুমন শিকদার ওরফে মুসাকে ওমান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। বাবু হত্যায়ও তার নাম শোনা যাচ্ছে। মুসার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, মুসা এই হত্যাকাণ্ডের ১ নম্বর আসামি।
কিশোর গ্যাং গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, যেসব গ্যাংয়ের মাধ্যমে যে অপরাধ হচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান চলছে।
.
উৎস: Samakal
কীওয়ার্ড: ম হ ম মদপ র গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
পূজাকে ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনসৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল সম্প্রদায় তারা একত্রিত হয়েছে।
সকলেই সার্বিক সহয়তা করছে যাতে করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুন্দর ভাবে পজলন করতে পারে। পূজাকে ঘিরে একটি গোষ্ঠি চাইবে পূজা উৎসব নষ্ট করে দেয়ার জন্য।
সে জন্য আমাদের তৎপরতা রয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশবাহিহনী সবাই কাজ করছে যাতে করে সুন্দর ভাবে পূজা উৎসব শেষ করতে পারি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।
এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।
তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।
এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।