জাবিতে আবাসিক হলের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত
Published: 4th, February 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মোশাররফ হোসেন হলে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় ছাদ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত শ্রমিকের নাম প্রীতম (১৮)। তিনি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান মাস্টারনেটের কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মীর মোশাররফ হোসেন হলের এ ব্লকের পশ্চিম পাশে নতুন স্থাপিত আনসার ক্যাম্পে ইন্টারনেট সংযোগ দেওয়ার কথা ছিল। রাত ১১টার দিকে আনসার সদস্য রবিউলকে ফোন করে সংযোগ দিতে এসেছিলেন প্রীতম। রবিউল তাকে নিচতলার কক্ষে রাউটার ও সংযোগের স্থান দেখিয়ে দিয়ে চলে যান। পরে ইন্টারনেটের তার টেনে নিয়ে আসার জন্য এ ব্লকের ছাদে উঠেন প্রীতম
ছাদের সর্বশেষ কোণায় রেলিংয়ের পাশ দিয়ে অতিক্রম করার সময় ইট খসে পড়ে। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে গুরুতর আহত ও অচেতন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রীতমের সহকর্মী লিংকন বলেন, “আমরা রাত ১০টা থেকে একসঙ্গে কাজ করছিলাম। রাত ১১টার দিকে আনসারের ক্যাম্প থেকে ফোন আসলে প্রীতম ওইদিকে কাজ করতে যায়। পরে দেখি দেড় -দুই ঘণ্টা হয়ে গেলে সে আসছে না এবং ফোন দিলেও ধরছে না।”
তিনি বলেন, “আমি সেখানে গিয়ে আশেপাশে আনসারদের জিজ্ঞেস করি- যে ক্যাম্প কোথায়। তাদের দেওয়া ঠিকানা অনুযায়ি আমি ছাদে গিয়ে দেখি দরজা বন্ধ। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে দেখি সে নিচে পড়ে আছে। প্রথমে আমি ভাবছিলাম হয়তো মারা গেছে। কিন্তু ছাত্র ভাইরা বলল, বেঁচে আছে। পরে ওনারাই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেছে।”
মীর মশাররফ হলের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী রাহাত বলেন, “সন্ধ্যা থেকে ওরা হলে ইন্টারনেটের কাজ করছে। হঠাৎ করে রাত ১টার দিকে মাস্টারনেটের মালিক আমাকে ফোন দিয়ে বলে যে, আপনাদের হলে কাজ করতে গিয়ে আমার একটা ছেলে মারা গেছে; একটু দেখেন। পরে আমি হলের পেছনে এসে দেখি ও পড়ে আছে। প্রথমে মৃত ভেবে কেউ সামনে যাইনি।”
তিনি বলেন, “আশেপাশে আরো কয়েকজনকে ডেকে তাকে ধরে দেখি পালস আছে। তার মুখ দিয়ে প্রচুর ফেনা বের হচ্ছিল। আমরা অ্যাম্বুলেন্স ডেকে তাকে এনাম মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করি।”
৪৮তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের শাবাব বলেন, “স্বাভাবিকভাবে ছাদ থেকে পিছলে পড়লে দেয়ালের খুব কাছে থাকার কথা ছিল। কিন্তু অন্তত ১০ ফিট দূরে সে চিৎ হয়ে পড়ে ছিল। কোনভাবে এত দূরে তো পড়ার কথা না। আমরা বিষয়টা নিয়ে সন্দিহান।”
তবে আনসার সদস্য রবিউল ইসলাম বলেন, “আমি রাত ১০টা থেকে প্রকৌশল অফিসে ডিউটি করছিলাম। ১১টার দিকে ইন্টারনেটের লোক আমাকে ফোন দিয়ে বলেন, আপনাদের এখানে কাজ করতে আসছি। আমি তাকে রাউটার ও অন্যান্য জিনিস দিয়ে আবার ডিউটিতে চলে যাই। পরে ছাত্র ভাই ও আনসারদের ফোন পেয়ে আবার আসছি।”
এ ব্যাপারে জাবি অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, “আমি রাত ১টার দিকে খবর পেয়ে কোয়ার্টার থেকে বের হই। ছাত্ররা তখন তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছিল। তখনই প্রক্টরিয়াল টীম ও নিরাপত্তা কর্মীরা আসেন। প্রাথমিকভাবে, ছাদের রেলিংয়ের খসে যাওয়া ইট দেখে ধারণা করছি, তার টানতে গিয়ে সে হয়তো পা পিছলে পড়ে মারা গেছে।”
সাভারের এনাম মেডিকেলের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বলেন, “আমাদের এখানে তাকে রাত দেড়টার দিকে নিয়ে আসে। আমরা জরুরি বিভাগে ইসিজি করে তাকে মৃত বলে নিশ্চিত হই। তিনি এখানে আসার অন্তত ৩০ মিনিট আগে মারা গেছেন।”
ঢাকা/আহসান/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক জ কর আনস র
এছাড়াও পড়ুন:
নিরাপত্তাসংক্রান্ত কিছু ত্রুটি সংশোধন করেছে মাইক্রোসফট
মাইক্রোসফট এ মাসে নিয়মিত হালনাগাদে ৬৩টি নিরাপত্তাত্রুটি সংশোধন করেছে বলে জানিয়েছে। প্যাচ টিউসডে নামের এই আপডেটে একটি জিরো ডে ত্রুটির সংশোধন রয়েছে। এ ছাড়া আরও চারটি ত্রুটিকে গুরুতর হিসেবে চিহ্নিত করে সংশোধন করা হয়েছে। দুটি ত্রুটি দূর থেকে কোড চালানো ও তথ্য ফাঁস সম্পর্কিত।
এই মাসে শনাক্ত হওয়া ত্রুটির মধ্যে ২৯টি প্রিভিলেজ এলেভেশনের নামের ত্রুটি রয়েছে। ১৬টি দূর থেকে কোড চালানোর, ১১টি তথ্য ফাঁসের, তিনটি ডিনায়েল অব সার্ভিস ভারনালিবিটিজ, দুটি নিরাপত্তা ফিচার বাইপাস ও দুটি স্পুফিং–সম্পর্কিত ত্রুটি। নভেম্বরের আপডেটের মধ্য দিয়ে উইন্ডোজ ১০ ভার্সনের জন্য প্রথমবারের মতো এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট (ইএসইউ) চালু করেছে মাইক্রোসফট। যাঁরা এখনো পুরোনো এই অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, তাঁদের দ্রুত উইন্ডোজ ১১ ভার্সনে আপগ্রেড করার কথা জানিয়েছে মাইক্রোসফট। বিকল্প হিসেবে ইএসইউ প্রোগ্রামে অংশ নেওয়ার কথা বলা হচ্ছে। যে সব ব্যবহারকারী নিবন্ধনসংক্রান্ত সমস্যায় পড়ছেন, তাঁদের জন্য মাইক্রোসফট একটি ‘আউট অফ ব্যান্ড’ আপডেট প্রকাশ করেছে।
নিরাপত্তা আপডেটের পাশাপাশি উইন্ডোজ ১১–এর কেবি ৫০৬৬৮৩৫ ও কেবি ৫০৬৬৭৯৩ এবং উইন্ডোজ ১০–এর (ইএসইউ) কেবি ৫০৬৮৭৮১ আপডেটও প্রকাশ করেছে। এই মাসে মাইক্রোসফট জিরো ডে ত্রুটি শনাক্ত করে সমাধান করেছে। এটি উইন্ডোজ কার্নেল বা মূল সফটওয়্যারে বিদ্যমান ছিল। মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ কার্নেলে শেয়ার করা রিসোর্সে ভুল ভাবে সংযোগের কারণে রেস কন্ডিশন তৈরি হলে অনুমোদিত ব্যবহারকারীরা ‘প্রিভিলেজ’ বাড়াতে পারতেন। এই ত্রুটি শনাক্ত করেছে মাইক্রোসফট থ্রেট ইন্টেলিজেন্স সেন্টার ওবং মাইক্রোসফট সিকিউরিটি রেসপন্স সেন্টার। ত্রুটির কারণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি মাইক্রোসফট।
মাইক্রোসফটের মতো এ মাসে আরও বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান সফটওয়্যার ও সেবার জন্য নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে। অ্যাডোবি ইনডিজাইন, ইনকপি, ফটোশপ, ইলাস্ট্রেটর, সাবস্ট্যান্স থ্রিডি, পাস এবং অ্যাডোবি ফরম্যাটের জন্য নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে। সিসকো তাদের এএসএ, ইউনিফায়েড কন্টাক্ট সেন্টার এবং আইডেন্টিটি সার্ভিসের জন্য প্যাচ প্রকাশ করেছে। পাশাপাশি পুরোনো কিছু ত্রুটি কাজে লাগিয়ে নতুন আক্রমণের আশঙ্কার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক্সপ্র ইভ্যাল নামের জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিতে একটি গুরুতর দূর থেকে কোড চালানোর ত্রুটি সংশোধন করা হয়েছে।
ফরটিনেট তাদের ফোর্টিওএস এ মাঝারি মাত্রার প্রিভিলেজ এলেভেশনের ত্রুটি ঠিক করেছে। গুগল অ্যান্ড্রয়েডের নভেম্বর নিরাপত্তা বুলেটিন প্রকাশ করেছে, যেখানে দুটি দুর্বলতা সংশোধন করা হয়েছে। এসএপি এসকিউএল এনিহোয়ার মনিটরসহ একাধিক পণ্যের জন্য নভেম্বর নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে। স্যামসাং তাদের নভেম্বর নিরাপত্তা আপডেটে ২৫টি ত্রুটি ঠিক করেছে।
এই মাসে চিহ্নিত উল্লেখযোগ্য ত্রুটির মধ্যে রয়েছে আজুর মনিটর এজেন্টে দূর থেকে কোড চালানোর ত্রুটি, কাস্টমার এক্সপেরিয়েন্স ইমপ্রুভমেন্ট প্রোগ্রামে প্রিভিলেজ এলেভেশনের ত্রুটি, ডাইনামিক্স থ্রিসিক্সটি ফাইভ ফিল্ড সার্ভিসে স্পুফিং সমস্যা, গিটহাব কোপাইলট ও ভিজ্যুয়াল স্টুডিও কোডে নিরাপত্তা ফিচার বাইপাসের ত্রুটি। এ ছাড়া মাইক্রোসফট শেয়ার পয়েন্টে দূর থেকে কোড চালানোর ত্রুটি ও উইন্ডোজ হাইপার ভিতে তথ্য ফাঁসের সমস্যা ছিল।
সূত্র: ব্লিপিং কম্পিউটার