নির্ধারিত সময়েই নির্বাচন: শারমীন এস মুরশিদ
Published: 25th, November 2025 GMT
সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনকে সরকারের চেয়ে বেশি প্রস্তুতি নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকেও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‘নারী-শিশুর সুরক্ষায়, জনতার কাতারে সরকার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা আরও জানান, দেশের প্রতিটি অঞ্চলে জুলাই যোদ্ধাসহ অন্যান্য কমিটিকে সঙ্গে নিয়ে একযোগে নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করা হবে।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/আমিরুল//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মন খারাপের কথা বললেন জেফার
এই সময়ের আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। প্লেব্যাক থেকে নিজের মৌলিক গানে তরুণদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। তাঁকে দেখা গেছে অভিনয়েও। নিজের কাজের প্রচারের বাইরে খুব একটা কথা বলতে শোনা যায় না জেফারকে। তবে গতকাল সোমবার রাতে ফেসবুকে ভক্তদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি, যেখানে বলেছেন তাঁর হতাশার কথা।
৩ মিনিট ৩৩ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও বার্তায় নিজের কাজের স্বীকৃতি না পাওয়া নিয়ে কথা বলেন।
জেফার বলেন, ‘অনেকেরই ধারণা আমি শুধু গান করি, কণ্ঠশিল্পী, যেটা ঠিক আছে। কারণ, আমরা পেছনে কতটা কাজ করি, সেটা দেখাই না। আপনারা জানবেন না, সেটাও স্বাভাবিক।’
জেফার জানান, কিছু বিষয় তাঁর অনেক দিন পরে মনে হয়েছে; সে জন্যই এই ভিডিও বার্তা দিয়েছেন তিনি।