নারায়ণগঞ্জের সেই গডফাদার কোথায়: জামায়াত আমির
Published: 7th, February 2025 GMT
নারায়ণগঞ্জের আলোচিত-সমালোচিত আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য শামীম ওসমানকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারায়ণগঞ্জের গডফাদার কোথায়? যিনি আমাদের একজন আমিরকে বলেছিলেন তার প্রবেশ নিষেধ। সাইনবোর্ডও টানিয়ে রেখেছিলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন পালিয়ে গেলেও তারা দেশকে ‘অস্থির’ করতে উস্কানিমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। বাংলাদেশের মুক্তিপাগল মানুষ এইসব সহ্য করবে না। উস্কানির কারণে যে পরিবশে সৃষ্টি হবে তার দায় নিতে হবে উস্কানিদাতাদের।
আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ নগরীর ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ও মহানগর জামায়াতে ইসলামী এ সমাবেশ আয়োজন করে।
হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জনসভা শুরু হয় সকাল ৯টায়। বেলা সোয়া ১১টার দিকে প্রধান অতিথি বক্তব্য শুরু করেন।
এ সময় ডা.
তিনি বলেন, অহংকার ভালো জিনিস নয়। দম্ভ, অহংকার, ক্ষমতার জোরে ছড়ি ঘোরানো, মানুষকে খুন, সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই। এই কাজগুলো যারা করেন, তারা দুনিয়াতেই করুণ পরিণতির একটি অংশ ভোগ করেন এবং আখিরাতেও বিচারের দিন তাদেরকে আল্লাহ তায়ালা শূলে চড়াবেন। সুতরাং দাম্ভিকতা অহংকার পরিহার করুন। তওবা করুন, আগে মানুষ হন, তারপর মুমিন হন।
আওয়ামী লীগ ‘সুকৌশলে’ ৫৪ বছর এই জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করে রেখেছিল বলেও মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি স্বাধীনতার পর পার্বত্য চট্টগ্রামে ‘অস্থিরতা’ তৈরির পেছনেও আওয়ামী লীগকে অভিযুক্ত করেন ডা. শফিকুর।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ জ ম য় ত আম র শ ম ম ওসম ন আওয় ম ল গ জ ম য় ত ইসল ম ন র য়ণগঞ জ র গডফ দ র আওয় ম
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাইজপাড়া এলাকায় ইজিবাইকের ধাক্কায় ফারজিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টা নাগাদ মুমূর্ষ অবস্থায় শিশুটিকে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন।
নিহত ফারজিয়া শেরপুর জেলা সদরের চান্দিনগর মাইজপারা গ্রামের মামুন ইসলামের মেয়ে ।
নিহত শিশুর মা লিজা আক্তার জানান, আমার শিশু মেয়ে ফারজিয়া আজ সকালের দিকে কয়েকজন বাচ্চার সাথে খেলা করছিল। সে সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বুধবার দুপুরে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম বলেন, মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।