আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির (ছায়াপথে) চেয়ে ১৩ হাজার গুণ বড় এক কাঠামোর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। ‘কুইপু’ নামের এই কাঠামোকে বলা হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে বড় কাঠামো। কুইপুর পাশে আরও চারটি দৈত্যকার কাঠামো রয়েছে বলেও জানা গেছে।

মহাবিশ্বের বৃহত্তম এই কাঠামোকে মধ্য আমেরিকার ইনকা সভ্যতার পরিমাপ পদ্ধতির নামানুসারে কুইপু নামকরণ করা হয়েছে। বিজ্ঞানীদের তথ্যমতে, সুপারস্ট্রাকচারটি আশ্চর্যজনকভাবে ১৩০ কোটি আলোকবর্ষজুড়ে বিস্তৃত, যা আমাদের মিল্কিওয়ের দৈর্ঘ্যের ১৩ হাজার গুণ বেশি। ফলে এই কাঠামোর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে ১৩০ কোটি আলোকবর্ষ সময় লাগবে।

আরও পড়ুনমহাবিশ্বের শুরু কখন২৩ নভেম্বর ২০২৪

এত দিন মহাবিশ্বের বৃহত্তম কাঠামোর হিসেবে হারকিউলিস-করোনা বোরিয়ালিস গ্রেট ওয়াল নামের একটি কাঠামোকে বিবেচনা করা হতো। এই কাঠামো পৃথিবী থেকে এক হাজার কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। তবে কাঠামোটির অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। আর তাই নতুন সন্ধান পাওয়া পাঁচটি সুপার ক্লাস্টার কাঠামো গভীরভাবে বিশ্লেষণ করছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুনছায়াপথে রহস্যময় বস্তুর সন্ধান, চিন্তায় বিজ্ঞানীরা২০ জুন ২০২৪

বিজ্ঞানীদের তথ্যমতে, কুইপু আসলে একটি বিশাল কাঠামো। কোনো শনাক্তকরণ পদ্ধতির সাহায্য ছাড়াই কাঠামোটি পর্যবেক্ষণ করা যাচ্ছে। কুইপুর কারণে মহাকর্ষীয় টানও তৈরি হয়। বর্তমানে সুপারস্ট্রাকচারটি আকারে বিশাল হলেও শিগগিরই ভেঙে যাবে আর তখন স্বাধীনভাবে বিভিন্ন গ্যালাক্সি দেখা যাবে।

সুপার ক্লাস্টার বলতে বিজ্ঞানীরা গ্যালাক্সির সংযুক্তি, গ্যালাক্সি গোষ্ঠী ও পৃথক পৃথক গ্যালাক্সির বিশাল সংগ্রহশালাকে বোঝান। সাধারণত এরা একে অপরের সঙ্গে মহাকর্ষীয়ভাবে আবদ্ধ হয় না। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি ল্যানিয়াকিয়া সুপারক্লাস্টারের বাইরের প্রান্তে অবস্থিত।

সূত্র: এনডিটিভি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই ক ঠ ম

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ