আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির (ছায়াপথে) চেয়ে ১৩ হাজার গুণ বড় এক কাঠামোর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। ‘কুইপু’ নামের এই কাঠামোকে বলা হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে বড় কাঠামো। কুইপুর পাশে আরও চারটি দৈত্যকার কাঠামো রয়েছে বলেও জানা গেছে।

মহাবিশ্বের বৃহত্তম এই কাঠামোকে মধ্য আমেরিকার ইনকা সভ্যতার পরিমাপ পদ্ধতির নামানুসারে কুইপু নামকরণ করা হয়েছে। বিজ্ঞানীদের তথ্যমতে, সুপারস্ট্রাকচারটি আশ্চর্যজনকভাবে ১৩০ কোটি আলোকবর্ষজুড়ে বিস্তৃত, যা আমাদের মিল্কিওয়ের দৈর্ঘ্যের ১৩ হাজার গুণ বেশি। ফলে এই কাঠামোর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে ১৩০ কোটি আলোকবর্ষ সময় লাগবে।

আরও পড়ুনমহাবিশ্বের শুরু কখন২৩ নভেম্বর ২০২৪

এত দিন মহাবিশ্বের বৃহত্তম কাঠামোর হিসেবে হারকিউলিস-করোনা বোরিয়ালিস গ্রেট ওয়াল নামের একটি কাঠামোকে বিবেচনা করা হতো। এই কাঠামো পৃথিবী থেকে এক হাজার কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। তবে কাঠামোটির অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। আর তাই নতুন সন্ধান পাওয়া পাঁচটি সুপার ক্লাস্টার কাঠামো গভীরভাবে বিশ্লেষণ করছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুনছায়াপথে রহস্যময় বস্তুর সন্ধান, চিন্তায় বিজ্ঞানীরা২০ জুন ২০২৪

বিজ্ঞানীদের তথ্যমতে, কুইপু আসলে একটি বিশাল কাঠামো। কোনো শনাক্তকরণ পদ্ধতির সাহায্য ছাড়াই কাঠামোটি পর্যবেক্ষণ করা যাচ্ছে। কুইপুর কারণে মহাকর্ষীয় টানও তৈরি হয়। বর্তমানে সুপারস্ট্রাকচারটি আকারে বিশাল হলেও শিগগিরই ভেঙে যাবে আর তখন স্বাধীনভাবে বিভিন্ন গ্যালাক্সি দেখা যাবে।

সুপার ক্লাস্টার বলতে বিজ্ঞানীরা গ্যালাক্সির সংযুক্তি, গ্যালাক্সি গোষ্ঠী ও পৃথক পৃথক গ্যালাক্সির বিশাল সংগ্রহশালাকে বোঝান। সাধারণত এরা একে অপরের সঙ্গে মহাকর্ষীয়ভাবে আবদ্ধ হয় না। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি ল্যানিয়াকিয়া সুপারক্লাস্টারের বাইরের প্রান্তে অবস্থিত।

সূত্র: এনডিটিভি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই ক ঠ ম

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ