ঘন কুয়াশায় কুমিল্লায় মহাসড়কে যানজট, যাত্রী-চালকদের দুর্ভোগ
Published: 12th, February 2025 GMT
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রাজারহাট এলাকা থেকে গৌরীপুর পর্যন্ত পাঁচ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার ভোর চারটা থেকে যানজটের সৃষ্টি হয়েছে। সকাল ১০টায় এ খবর লেখা পর্যন্ত যানজট ছিল।
দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ ও যানবাহনের চালকেরা জানান, ঘন কুয়াশার কারণে মহাসড়কে রাতে যানবাহন ধীরগতিতে চলাচল করায় এ যানজটের সৃষ্টি। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঢাকা থেকে চট্টগ্রামগামী কাভার্ড ভ্যানের চালক মহসীন মিয়া বলেন, তিনি সকাল সাতটায় দাউদকান্দির রাজারহাট এলাকায় পৌঁছে যানজটে আটকা পড়েন। ধীরে ধীরে সাড়ে তিন কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে দুই ঘণ্টা সময় লেগেছে।
সকাল ১০টায় পেন্নাই মোড়ে কথা হয় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের ফুল ব্যবসায়ী আল আমিন ও কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের ফুল ব্যবসায়ী পঙ্কজ সাহার সঙ্গে। তাঁরা বলেন, ঢাকা থেকে ফুল নিয়ে রওনা দিয়ে দাউদকান্দির রাজারহাটে পৌঁছে যানজটে আটকা পড়েন। পাঁচ কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে তাঁদের পৌনে তিন ঘণ্টা বেশি সময় লেগেছে। এতে ব্যবসার ক্ষতি হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: য নজট র স ষ ট
এছাড়াও পড়ুন:
নেত্রকোনায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
নেত্রকোনার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া ঘাটুয়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি কখনো বাড়িতে থাকতেন, কখনো বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন।
গতকাল সন্ধ্যার পর সাজ্জাদ বাড়িতে ফেরেন। রাতের খাবার শেষে মোস্তফা মিয়া নিজ ঘরে শুয়ে পড়লে হঠাৎ সাজ্জাদ ঘরে ঢুকে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মোস্তফা মিয়া।
খবর পেয়ে স্থানীয় লোকজন সাজ্জাদকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মোস্তফা মিয়ার লাশ উদ্ধার করে এবং সাজ্জাদকে থানায় নিয়ে যায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, সাজ্জাদ মানসিক ভারসাম্যহীন বলে পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন। তাঁকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ আজ রোববার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।