দেশের বাজারে ১৬০ সিসির নতুন মোটরসাইকেল, দাম কত
Published: 12th, February 2025 GMT
দেশের বাজারে ১৬০ সিসির নতুন মোটরসাইকেল এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ‘এক্সব্লেড পিজিএম-এফআই’ মডেলের মোটরসাইকেলটি এক লিটার তেলে ৬০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। আজ মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড সিটিতে অবস্থিত গ্রিনভিল আউটডোরস রিসোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে মোটরসাইকেলটি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শিগেরু মাৎসুজাকি বলেন, ‘হোন্ডার গ্লোবাল ভিশন হলো মানুষের জীবনের সম্ভাবনা আরও বাড়িয়ে তোলা, যা সাশ্রয়ী এবং মানসম্মত গতিশীল সমাধানের মাধ্যমে সম্ভব।’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক্সব্লেড পিজিএম-এফআই মডেলের মোটরসাইকেলটিতে ইউরো ৩ পিজিএম-এফআই ইঞ্জিন রয়েছে। ফলে দ্রুতগতিতে আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা পাওয়া যায়। শার্প স্কাল্পটেড ফুয়েল ট্যাংক, স্টাইলিশ গ্রাফিকস এবং সিগনেচার রোবো-ফেস এলইডি হেডলাইট থাকায় দেখতেও বেশ আকর্ষণীয় মোটরসাইকেলটি।
আরও পড়ুনরয়্যাল এনফিল্ড বাইক নিয়ে কেন এত উন্মাদনা ২৩ অক্টোবর ২০২৪নিরাপত্তার জন্য মোটরসাইকেলটিতে রয়েছে এবিএস (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম), পেটাল ডিস্ক ব্রেক, ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর এবং সাইড স্ট্যান্ড কাট-অফ সুইচ সুবিধা। শুধু তা–ই নয়, হ্যাজার্ড সুইচও রয়েছে মোটরসাইকেলটিতে। সুইচটি সামনের দৃশ্য দেখতে সমস্যা হলে পেছনে থাকা চালকদের সতর্ক করবে। চালক ও যাত্রীর বসার জন্য চওড়া ও আরামদায়ক আসনের পাশাপাশি মোটরসাইকেলটিতে সিল্ড চেইনও রয়েছে।
আরও পড়ুন৪ মডেলের মোটরবাইক নিয়ে দেশের বাজারে রয়্যাল এনফিল্ড, দাম কত২১ অক্টোবর ২০২৪রেডিয়েন্ট রেড মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, পার্ল ইগনিয়াস ব্ল্যাক এবং পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে রঙে বাজারে আসা মোটরসাইকেলটির দাম ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। নতুন মোটরসাইকেলটির বিষয়ে হোন্ডা প্রাইভেট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, ‘অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি আকর্ষণীয় নকশা থাকায় মোটরসাইকেলটি বাংলাদেশের গ্রাহকদের মন জিতে নেবে বলে আমরা আশাবাদী।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।