সাত বছর পর মেলায় এসেছে প্রতিশ্রুত গল্পকার অলাত এহ্সানের দ্বিতীয় গল্প সংকলন। ‘বৃদ্ধাশ্রম হয়ে ওঠা কফি হাউসটি’ বইটি প্রকাশ করছে জ্ঞানকোষ প্রকাশনী। এ ছাড়া ‘দশ কথা: বিশিষ্টজনের মুখোমুখি’ শীর্ষক সাক্ষাৎকার সংকলন প্রকাশ করেছে বেঙ্গলবুকস। বই দুটি মনোযোগী পাঠকের আনন্দ ও চিন্তার খোরাক হবে।

অলাত এহ্সানের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘বৃদ্ধাশ্রম হয়ে ওঠা কফি হাউসটি’। প্রথম বইয়ের চরিত্র যেন সময়ের অভিঘাতে বিবর্তিত হয়ে দ্বিতীয় গ্রন্থে উপস্থিত হয়েছে। যারা স্থান-কালের বাইরে চরিত্রের বদলের ভেতর পাঠকে উপভোগ করেন, এসব গল্পের ধারাবাহিকতা হয়তো তাদের উপন্যাসের স্বাদও পেতে পারেন। আলাদা গল্প, আলাদা চরিত্র, আলাদা প্লট; কিন্তু সময়ের ধারাবাহিক সমীক্ষা যেন! 

বইটিতে গল্পের সংখ্যা দশ। এর মধ্যে প্রেম, ফ্যান্টাসি, মানুষের দূরত্ব, রাজনৈতিক বাস্তবতা, পরিবেশে-প্রকৃতি, পেশাজীবনের ধকল, ব্যক্তিজীবনের রাজনীতির প্রভাব, সময়ে বদলে সঙ্গে জীবনের উন্নতি বা অনুপোযোগী হয়ে পড়া, দাম্পত্য জীবনে পরস্পরের দূরত্বের গল্প রয়েছে।

বইটি নিয়ে অলাত এহ্সান বলেন, ‘প্রথম বইয়ের গল্পগুলোর ভেতর অবস্থাকে মেনে না নেওয়ার একটা প্রবণতা ছিল, চরিত্রগুলো বিদ্যামান অবস্থার সঙ্গে অনভ্যস্ত হতে পারছিল না, প্রতিক্রিয়া দেখিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছে। এবারের বইয়ের অনেক চরিত্র সেই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে, নিজের ভেতর একটা অবগুণ্ঠন তৈরি করেছে। এটা মানুষের জীবন ও চিন্তার ধারাবাবিক বদলেরও ইঙ্গিত দেয়। মানসিক সমৃদ্ধিকেও তুলে ধরে।’

বইটা উৎসর্গ করা হয়েছে দু’জন বিশিষ্ট ব্যক্তিকে। তারা হলেন– প্রখ্যাত অর্থনীতিবিদ ও জনবুদ্ধিজীবী আনু মুহাম্মদ এবং জাপানি ভাষার প্রখ্যাত অনুবাদক ও অধ্যাপক অভিজিৎ মুখার্জি। 

বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন পরাগ ওয়াহিদ। ১৬৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা। অমর একুশে বইমেলার ২৪ নম্বর প্যাভিলিয়ন এবং চট্টগ্রামে বইমেলায় ১১৮ নম্বর স্টলে পাওয়া যাবে।

‘দশ কথা: বিশিষ্টজনের মুখোমুখি’ বইয়ে হাসান আজিজুল হকের দুটি সাক্ষাৎকার আছে। এছাড়া উর্দু ভাষার প্রয়াত প্রখ্যাত অনুবাদক জাফর আলমের একমাত্র সাক্ষাৎকারই এটি এখন পর্যন্ত। প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীরের দীর্ঘ সাক্ষাৎকার আছে এতে। এ ছাড়া অনুবাদক, প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন, কথাসাহিত্যিক শাহাদুজ্জামান এবং চিত্রশিল্পী ও কবি রনি আহম্মেদের সাক্ষাৎকার সংকলিত হয়েছে।

বইটি প্রকাশ করেছে বেঙ্গলবুকস। প্রচ্ছদ এঁকেছেন আজহার ফরহাদ। ২৯৬ পৃষ্ঠার বইটির মূদ্রিত মূল্য ৪৯০ টাকা। ঢাকায় একুশে বইমেলায় বেঙ্গলবুকসের স্টল ১১৮-১১৯ নম্বরে বইটি পাওয়া যাচ্ছে।

অলাত এহ্সানের পূর্ব প্রকাশিত বইয়ের মধ্যে প্রথম গল্পগ্রন্থ ‘অনভ্যাসের দিনে’র দ্বিতীয় মুদ্রণ প্রকাশ করেছে অর্জন প্রকাশন। বইমেলায় তাদের স্টল নম্বর ৫২।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বইম ল বইয় র বইম ল

এছাড়াও পড়ুন:

নীল সমুদ্রে দক্ষিণ আফ্রিকার নীল বেদনা, ভারত বিশ্ব চ‌্যাম্পিয়ন

অনুমিত চিত্রনাট্যই যেন অনুসরণ করল মুম্বাইয়ের ফাইনাল ম্যাচ। ভারতের জার্সি গায়ে দর্শকে ঠাসা গ্যালারি রূপ নিল নীল সমুদ্রে। ২২ গজে আরও একবার ভারতের আধিপত‌্য, শাসন। যেন শিরোপার পায়চারি অনেক আগের থেকেই। 

ব‌্যাটিংয়ে পর্বত ছুঁই-ছুঁই রান। এরপর স্পিনে ফুল ফোটালেন স্পিনাররা। দক্ষিণ আফ্রিকা লড়াই করল সাধ‌্যের সবটুকু দিয়ে। ব্যাটে-বলে সহজে হাল ছাড়ল না তারাও। হৃদয় জিতলেন। কিন্তু শেষ পর্যন্ত পাত্তাই পেল না। ভারতের শক্তি-সামর্থ‌্যের গভীরতার কাছে হার মানতেই হলো প্রোটিয়া নারীদের।

আরো পড়ুন:

৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে

কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস

মুম্বাইয়ের নাভি স্টেডিয়ামের নীল সমুদ্রে সব আতশবাজি আজ রাতে ফুটল ভারতের বিশ্বকাপ  উদ্‌যাপনে। প্রথমবার ভারতের নারী ক্রিকেট দল ওয়ানডেতে বিশ্ব চ‌্যাম্পিয়ন। ৫২ রানের বিশাল জয় বুঝিয়ে দেয় হারমানপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা কিংবা শেফালি বার্মা, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা ২২ গজকে কতটা আপন করে নিয়েছেন। শিরোপা জয়ের মঞ্চে ছাড় দেননি একটুও। ২০০৫ ও ২০১৭ বিশ্বকাপে যে ভুলগুলো হয়েছিল...সেগুলো আজ ফুল হয়ে ঝরল। 

বৃষ্টি বাঁধায় বিঘ্ন ম‌্যাচে আগে ব‌্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৮ রানের স্কোর পায় ভারত। ৪৫.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রান করতে পারে প্রোটিয়া নারীরা। নাডিন ডি ক্লার্ক শেষ ব‌্যাটসম‌্যান হিসেবে যখন আউট হলেন, স্টেডিয়ামের প্রায় ষাট হাজার ভারতীয় সমর্থকদের মুখে একটাই স্লোগান, চাক দে ইন্ডিয়া।

ওই জনসমুদ্রের স্লোগান, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’। 

বিস্তারিত আসছে …

 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ