সাত বছর পর মেলায় এসেছে প্রতিশ্রুত গল্পকার অলাত এহ্সানের দ্বিতীয় গল্প সংকলন। ‘বৃদ্ধাশ্রম হয়ে ওঠা কফি হাউসটি’ বইটি প্রকাশ করছে জ্ঞানকোষ প্রকাশনী। এ ছাড়া ‘দশ কথা: বিশিষ্টজনের মুখোমুখি’ শীর্ষক সাক্ষাৎকার সংকলন প্রকাশ করেছে বেঙ্গলবুকস। বই দুটি মনোযোগী পাঠকের আনন্দ ও চিন্তার খোরাক হবে।

অলাত এহ্সানের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘বৃদ্ধাশ্রম হয়ে ওঠা কফি হাউসটি’। প্রথম বইয়ের চরিত্র যেন সময়ের অভিঘাতে বিবর্তিত হয়ে দ্বিতীয় গ্রন্থে উপস্থিত হয়েছে। যারা স্থান-কালের বাইরে চরিত্রের বদলের ভেতর পাঠকে উপভোগ করেন, এসব গল্পের ধারাবাহিকতা হয়তো তাদের উপন্যাসের স্বাদও পেতে পারেন। আলাদা গল্প, আলাদা চরিত্র, আলাদা প্লট; কিন্তু সময়ের ধারাবাহিক সমীক্ষা যেন! 

বইটিতে গল্পের সংখ্যা দশ। এর মধ্যে প্রেম, ফ্যান্টাসি, মানুষের দূরত্ব, রাজনৈতিক বাস্তবতা, পরিবেশে-প্রকৃতি, পেশাজীবনের ধকল, ব্যক্তিজীবনের রাজনীতির প্রভাব, সময়ে বদলে সঙ্গে জীবনের উন্নতি বা অনুপোযোগী হয়ে পড়া, দাম্পত্য জীবনে পরস্পরের দূরত্বের গল্প রয়েছে।

বইটি নিয়ে অলাত এহ্সান বলেন, ‘প্রথম বইয়ের গল্পগুলোর ভেতর অবস্থাকে মেনে না নেওয়ার একটা প্রবণতা ছিল, চরিত্রগুলো বিদ্যামান অবস্থার সঙ্গে অনভ্যস্ত হতে পারছিল না, প্রতিক্রিয়া দেখিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছে। এবারের বইয়ের অনেক চরিত্র সেই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে, নিজের ভেতর একটা অবগুণ্ঠন তৈরি করেছে। এটা মানুষের জীবন ও চিন্তার ধারাবাবিক বদলেরও ইঙ্গিত দেয়। মানসিক সমৃদ্ধিকেও তুলে ধরে।’

বইটা উৎসর্গ করা হয়েছে দু’জন বিশিষ্ট ব্যক্তিকে। তারা হলেন– প্রখ্যাত অর্থনীতিবিদ ও জনবুদ্ধিজীবী আনু মুহাম্মদ এবং জাপানি ভাষার প্রখ্যাত অনুবাদক ও অধ্যাপক অভিজিৎ মুখার্জি। 

বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন পরাগ ওয়াহিদ। ১৬৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা। অমর একুশে বইমেলার ২৪ নম্বর প্যাভিলিয়ন এবং চট্টগ্রামে বইমেলায় ১১৮ নম্বর স্টলে পাওয়া যাবে।

‘দশ কথা: বিশিষ্টজনের মুখোমুখি’ বইয়ে হাসান আজিজুল হকের দুটি সাক্ষাৎকার আছে। এছাড়া উর্দু ভাষার প্রয়াত প্রখ্যাত অনুবাদক জাফর আলমের একমাত্র সাক্ষাৎকারই এটি এখন পর্যন্ত। প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীরের দীর্ঘ সাক্ষাৎকার আছে এতে। এ ছাড়া অনুবাদক, প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন, কথাসাহিত্যিক শাহাদুজ্জামান এবং চিত্রশিল্পী ও কবি রনি আহম্মেদের সাক্ষাৎকার সংকলিত হয়েছে।

বইটি প্রকাশ করেছে বেঙ্গলবুকস। প্রচ্ছদ এঁকেছেন আজহার ফরহাদ। ২৯৬ পৃষ্ঠার বইটির মূদ্রিত মূল্য ৪৯০ টাকা। ঢাকায় একুশে বইমেলায় বেঙ্গলবুকসের স্টল ১১৮-১১৯ নম্বরে বইটি পাওয়া যাচ্ছে।

অলাত এহ্সানের পূর্ব প্রকাশিত বইয়ের মধ্যে প্রথম গল্পগ্রন্থ ‘অনভ্যাসের দিনে’র দ্বিতীয় মুদ্রণ প্রকাশ করেছে অর্জন প্রকাশন। বইমেলায় তাদের স্টল নম্বর ৫২।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বইম ল বইয় র বইম ল

এছাড়াও পড়ুন:

জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।

অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।

আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগে

এ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।

সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।

এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।

আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ