পাকিস্তানের জন্য দুঃসংবাদ, চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন ফখর
Published: 20th, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কায় পাকিস্তান। এর মধ্যেই দলটি খেল বড়সড় ধাক্কা। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ওপেনার ফখর জামান।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির ক্রীড়াভিত্তিক রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল পিটিভি স্পোর্টসের খবরেও এ কথা বলা হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে কাল বাউন্ডারি বাঁচাতে গিয়ে পিঠে চোট পান ফখর জামান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪
বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r
একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)।