বার্জার পেইন্টস আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) সনদ পেয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের ক্ষণ।

আমি সব সময় বলি, কমপ্লায়েন্স অর্জনের জন্য কিছু ব্যয় করতে হয়। এই ব্যয়ের পুনর্ভরণ করা যায় দক্ষতা অর্জনের মাধ্যমে। কারণ হলো, কমপ্লায়েন্স অর্জনের সঙ্গে উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি পায়।

বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে আমাদের ৮০ শতাংশ পণ্যের জন্য আমদানির ওপর নির্ভর করতে হয়। আমাদের প্রাকৃতিক সম্পদ সীমিত। ফলে আমদানি করা বেশির ভাগ পণ্যের ক্ষেত্রে আমাদের মূল্য সংযোজন করতে হয়। এই প্রক্রিয়ায় আমাদের (ব্যবসায়ীদের) লিড টাইম (উৎপাদন শুরু ও শেষের অন্তর্বর্তী সময়) গুরুত্বপূর্ণ বিষয়। এইওর সুবিধা আমাদের লিড টাইম কমানো, ইনভেনটরি হ্রাস ও মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) দ্রুত কাজে লাগানোর সুযোগ দেয়। ফলে সব খাতের ব্যবসায়ীদের জন্য এটি বিশেষ সুবিধা বয়ে আনবে।

আস্থা, স্বচ্ছতা ও দক্ষতা একসঙ্গে কাজ করে। শুধু এনবিআর নয়, ব্যবসায়ীদেরও প্রমাণ করতে হবে, তাঁরা বিশ্বাসযোগ্য। অন্যদিকে এনবিআরকেও ব্যবসায়ীদের ওপর আস্থা রাখতে হবে। শক্তিশালী কাঠামো গড়ে তুলতে উভয়কে একসঙ্গে কাজ করতে হবে, যেখানে বিশ্বাস হবে মূল ভিত্তি। এই বিশ্বাসযোগ্যতা কাজের মাধ্যমে অর্জন করতে হবে।

এ পর্যন্ত হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান এইও সনদ পেয়েছে। সূচনা হিসেবে তা ভালো হলেও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা এখনো খুবই কম বা পর্যাপ্ত নয়। আমাদের আরও অনেক দূর যেতে হবে। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদেরও অনুরূপ পরিবেশ তৈরি করতে হবে।

আজ যারা এইও সনদ পেয়েছে, তারা বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য দূত হিসেবে কাজ করবে। এইও অর্জনে উৎসাহিত করতে আমি চেম্বার ও ব্যবসায়ীদের এ বিষয়ে অবহিত করব।

এইও অর্জনের তিনটি ধাপ—পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে সাধারণত দুই থেকে তিন বছর সময় লাগে। এই সময়সীমা কমানো প্রয়োজন। এ ছাড়া আমদানি-রপ্তানির সব সমস্যার মূলে হচ্ছে এইচএস কোড। আমরা সরকারের কাছ থেকে কিছুই গোপন করতে চাই না। তাই এইচএস কোড–সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীদের মতামত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্যবসায়ীরাই সঠিক পণ্যটি চিনি এবং তার প্রয়োজনীয়তা বুঝি।

এইও সনদ শুধু সার্টিফিকেট নয়, এটি আমাদের ব্যবসায়িক পরিবেশের উন্নতি ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠার মাধ্যম। আমরা আশা করি, এই উদ্যোগ বাংলাদেশের ব্যবসায়িক খাতকে আরও গতিশীল ও প্রতিযোগিতামূলক করে তুলবে।

বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ব যবস য আম দ র র জন য ন করত

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ