বব ডিলান হয়ে নিজেকে ছাড়িয়ে গেছেন শ্যালামে, পুরস্কার জিতবেন কি
Published: 26th, February 2025 GMT
অস্কারে আট মনোনয়ন পেয়েছে জেমস ম্যানগোল্ডের ‘আ কমপ্লিট আননোন’। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতার মতো গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। বছরের শুরুতে অবশ্য ছবিটি নিয়ে তেমন সাড়া ছিল না। এর অন্যতম কারণ গোল্ডেন গ্লোব থেকে খালি হাতে ফেরা। তবে এর পর থেকে ‘আ কমপ্লিট আননোন’ নিয়ে আলোচনা বেড়েছে, গত রোববার রাতে ৩১তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে সিনেমাটির জন্য সেরা অভিনেতার পুরস্কারও জিতেছেন টিমোথি শ্যালামে। প্রশ্ন হচ্ছে, আগামী সপ্তাহে অস্কারেও কি সাফল্য পাবে সিনেমাটি?
‘আ কমপ্লিট আননোন’ বব ডিলানের গল্প। আরও নির্দিষ্ট করে বললে তরুণ বয়সের ববের গল্প। সিনোমটি তৈরি হয়েছে ২০১৫ সালে লেখা এলিজাহ ওয়াল্ডের বই ‘ডিলান গোজ ইলেকট্রিক!’ অবলম্বনে। ক্যারিয়ারের শুরুর দিকে বব ডিলান মূলত ফোক গান গাইতেন। পরে নিজের গানে তিনি ইলেকট্রনিক যন্ত্রানুষঙ্গ ব্যবহার করেন। যা নিয়ে সেই সময়ে বিস্তর বিতর্ক হয়। ‘আ কমপ্লিট আননোন’ সিনেমায় সে গল্পই তুলে এনেছেন জেমস ম্যানগোল্ড।
‘আ কমপ্লিট আননোন’ –এর দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আ কমপ ল ট আনন ন
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।