Prothomalo:
2025-11-02@13:16:59 GMT

দৌড়াও! কোহলি দৌড়াও!

Published: 5th, March 2025 GMT

‘রান! ফরেস্ট রান!’ অস্কারজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’–এর বিখ্যাত সংলাপ। সমবয়সী কিংবা বয়সে একটু বড়দের কাছে ফরেস্ট মাস্তানির শিকার হলে তাঁকে এ কথাটি বলত জেনি। ফরেস্টের শৈশবের বন্ধু পরবর্তী সময় ফরেস্ট যাঁকে খুব ভালোও বেসেছে। ক্রিকেটে কোহলির ওপর মাস্তানি করার মতো বোলার কোথায়! আনুশকা শর্মাকে তাই গ্যালারি থেকে জেনির মতো বলতে হয় না, রান! কোহলি রান!

আরও পড়ুনআপনারা দেখেন গড়, আমরা ইমপ্যাক্ট—রোহিতের ফর্ম নিয়ে গম্ভীর৫৭ মিনিট আগে

তবে কখনোই যে বলতে হয়নি, সেটিও বলা যাচ্ছে না। রানআউটের শঙ্কা থাকলে আনুশকা নিশ্চয়ই মনে মনে এমন কোনো কথাই জপ করেন। কোহলিও তাঁকে খুব একটা হতাশ করেননি। ৬১৬ ইনিংসের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫২৭ ডিসমিসালের মধ্যে রানআউট হয়েছেন মাত্র ২২ বার। ৩৬ বছর বয়সী কোহলির ফিটনেস আগাগোড়াই খুব ভালো। শরীরটা এখনো একহারা, ছুটতে পারার দম অসামান্য। কাল দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফি সেমিফাইনালের কথাই ধরুন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে ৬ উইকেটে জেতানোর পথে নিজে খেলেন ম্যাচ জেতানো ৯৮ বলে ৮৪ রানের ইনিংস। তার মধ্যে বাউন্ডারি থেকে এসেছে মাত্র ২০ রান—৫টি চার। বাকিটা সিঙ্গেলস ও ডাবলসে। ৫৬টি সিঙ্গেলস ও ডাবলস ৪টি। কোহলির ফিটনেস এখনো কত ভালো এবং দৌড়ে রান নেওয়ার প্রতি এ বয়সেও তাঁর কতটা ব্যগ্রতা, তা এই পরিসংখ্যানেই পরিষ্কার। তবে দৌড়াতে দৌড়াতে কোহলি কোথায় পৌঁছে গেছেন, তা নিজেও হয়তো টের পাননি।

৩৬ বছর বয়সেও অসামান্য ফিটনেস কোহলির.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক হল র ফর স ট

এছাড়াও পড়ুন:

নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই ইংল্যান্ড, গড়ল বিব্রতকর রেকর্ডও

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে শেষ ওয়ানডেতেও হারল ইংল্যান্ড। ওয়েলিংটনে আজ আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে ২২৩ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল ইংল্যান্ড।

শেষ পর্যন্ত দুই কিউই পেসার জাকারি ফোকস ও ব্লেয়ার টিকনারের ব্যাটে ২ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এই জয়ে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই (৩–০) করল নিউজিল্যান্ড। ওয়ানডেতে এ নিয়ে ইংল্যান্ডকে দ্বিতীয়বার ধবলধোলাই করল কিউইরা। প্রথম ধবলধোলাই করেছিল ১৯৮৪ সালে।

হারের এই ম্যাচে বিব্রতকর এক রেকর্ডও গড়েছে ইংল্যান্ড। এই সিরিজে তিন ম্যাচ মিলিয়ে ইংল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যান মিলে মাত্র ৮৪ রান করেছেন। পুরুষদের ওয়ানডে সিরিজে বা টুর্নামেন্টে (যেখানে অন্তত তিনটি ইনিংসে ব্যাটিং করেছে) কোনো দলের প্রথম চার ব্যাটসম্যানের এটাই সর্বনিম্ন রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৯৮৮ এশিয়া কাপে, বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যান মিলে করেছিলেন ৮৯ রান।

তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ভালো শুরু পেয়েছিল। ১২.৫ ওভারে ৭৮ রানের জুটি গড়েন দুই ওপেনার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। দুর্ভাগ্যজনকভাবে কনওয়ে ৩৪ রানে রানআউট হলে জুটিটি ভাঙে। রবীন্দ্রর শট বোলার জেমি ওভারটনের হাতে লেগে নন স্ট্রাইকের স্টাম্পে লাগে। তখন কনওয়ে ছিলেন ক্রিজের বাইরে। একইভাবে আউট হয়েছেন টম ল্যাথামও। দুটি রানআউট এবং ওভারটন ও স্যাম কারেনের দারুণ বোলিংয়ে একটা সময়ে ম্যাচে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড।

আরও পড়ুনরেকর্ড গড়া বাবরের রান পাকিস্তানের জয়ে কাজে লাগে না—কথাটি কতটুকু সত্য৩ ঘণ্টা আগে

নিউজিল্যান্ডের ১৯৬ রানে ৮ উইকেট তুলে নিয়েছিল ইংল্যান্ড। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ড্যারিল মিচেল আউট হলে ম্যাচ ইংল্যান্ডের দিকেই হেলে পড়ে। তবে নবম উইকেটে দুই পেসার ফোকস ও টিকনারের ৩৭ বলে অবিচ্ছিন্ন ৩০ রানের জুটিতে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডই জয় পায়। ২টি করে উইকেট নেন ওভারটন ও কারেন।

শেষ ম্যাচে নিউজিল্যান্ড জিতল ২ উইকেটে

সম্পর্কিত নিবন্ধ

  • নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই ইংল্যান্ড, গড়ল বিব্রতকর রেকর্ডও