কত টাকা বেতন পান ভারতের কোচ গম্ভীর, সঙ্গে আর কী সুযোগ-সুবিধা
Published: 13th, March 2025 GMT
গত বছরের ৯ জুলাই গৌতম গম্ভীরকে প্রধান কোচের দায়িত্ব দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের সঙ্গে তাঁর চুক্তি ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। রোহিত–কোহলিদের কোচ হিসেবে গম্ভীরের অর্জনের খাতায় যেমন সাফল্য আছে, আছে ব্যর্থতাও।
তবে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের শিরোপা জয় গম্ভীরের ব্যর্থতাকে প্রায় আড়াল করে দিয়েছে। দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মধ্যে দেশকে বৈশ্বিক শিরোপা এনে দেওয়া তো আর চাট্টিখানি কথা নয়!
৪৩ বছর বয়সী গম্ভীর ভারতের খেলোয়াড় হিসেবে জিতেছেন ২০০৭ টি–টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ। এবার কোচ হিসেবে জিতলেন চ্যাম্পিয়নস ট্রফি।
খেলোয়াড়–কোচ উভয় ভূমিকায় বৈশ্বিক ট্রফি জেতার কীর্তি খুব কম মানুষেরই আছে।
ভারতকে নতুন সাফল্য এনে দেওয়ার পর ক্রিকেট মহলে আবারও আলোচনায় গৌতম গম্ভীর, বিশেষ করে তাঁর বেতন এবং বিসিসিআইয়ের পক্ষ থেকে পাওয়া অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গম ভ র
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।