নারায়ণগঞ্জে বিএনপির নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা সেল গঠন
Published: 14th, March 2025 GMT
বিএনপির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা সেল গঠন করা হয়েছে। জেলা সেলে রয়েছেন- নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এইচ.এম আনোয়ার প্রধান ও এড. আছমা হোসেন বিথি এবং মহানগর সেলে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হুমায়ন কবির ও এড. সামসুন নূর বাঁধন।
জানাগেছে, নিপীড়িত নারী ও শিশুদের আইনী ও স্বাস্থ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে নিপীড়িত নারী ও শিশুদের আইনী ও স্বাস্থ্য সহায়তা এই সেল গঠন করেছে বিএনপি। দেশের ৮৪টি সাংগঠনিক জেলা ভিত্তিক এই সহায়তা সেল গঠন করা হয়েছে।
সেই মোতাবেক নারায়ণগঞ্জে জেলা ও মহানগর এলাকার জন্য পৃথক দুটি নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা সেল গঠন করা হয়েছে।
আর এই সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এইচ.এম আনোয়ার প্রধান সেলের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা ও মহানগর জুড়ে পৃথক পৃথক ভাবে দুটি নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা সেল গঠন করা হয়েছে।
যেসকল নারী ও শিশু নির্যাতনের মত ঘটনা ঘটতেছে সেই সকল ভোক্তভোগী সকলের উদ্দেশ্য আমার অনুরোধ রইলো আমাদের ব্যক্তিগত মোবাইল নাম্বার, হোয়াটসআপ, ম্যাসেঞ্জার সকল কিছু উন্মুক রয়েছে, সকল ঘটনার তথ্য আমাদের জানাবেন। আমাদের তথ্য গুলো জানালে আমরা প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো।
সকল নাগরিকদের প্রতিও বিএনপির পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে আপনারা যেখানেই নারী ও শিশু নির্যাতনের তথ্য পাবেন আমাদের জানাবেন আমরা প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করবো।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ও শ শ দ র আইন ন র য়ণগঞ জ ব এনপ র আম দ র
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সভাপতি অ্যাড.মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সহ-সভাপতি জাহিদুল হক দিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মো: তারিক বাবু,সহ-সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সহ-সভাপতি মজিবুর রহমান,যুগ্ম সম্পাদক সুলতানা আক্তার সহ সকল সদস্যবৃন্দ।সভায় বক্তারা (বাপা) নারায়ণগঞ্জের ভবিষ্যৎ কার্য পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পরিবেশ বান্ধব সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসক,নাসিক প্রশাসক ও সিভিল সার্জনের সাথে প্রাথমিক আলোচনার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া সভায় স্কুল-কলেজ, উপজেলা ও ওয়ার্ডগুলোতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র কমিটি সম্প্রসারন, ডেঙ্গু সচেতনতা,পরিবেশ রক্ষায় সচেতনতা,সংগঠনে তরুণ ও শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি সহ জেলার নানা সমস্যার বিষয়ে সদস্যদের মতামত গ্রহন করা হয়।