নতুনদের উদ্দেশে কী বললেন রেখা, অজয়
Published: 15th, March 2025 GMT
খুব শিগগিরই মুক্তি পাবে তিন নবাগত অভিনেতার নিয়ে নির্মিত ‘পিন্টু কি পাপ্পি’। গত সোমবার এই ছবির এক মিউজিক্যাল সাফল্যের পার্টির আয়োজন করা হয়েছিল। গানে গানে মুখর এই আয়োজনে ছিল নানা প্রজন্মের তারকাদের উজ্জ্বল উপস্থিতি। রেখা থেকে অজয়, অনেকে এসেছিলেন এ আসরে।
বলিউডের নামী কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার ছবি ‘পিন্টু কি পাপ্পি’র জোর প্রচারণা চলছে। এই ছবির প্রচারণায় অংশ নিয়েছেন অজয় দেবগন ও রেখার মতো তারকারা। অনুষ্ঠানে অজয় বলেন, ‘আমি এখানে আমার বন্ধু গণেশের (আচারিয়া) কারণে এসেছি। তবে ও শুধু আমার বন্ধু নয়, এর বাইরে দুর্দান্ত এক কোরিওগ্রাফার। আর আমার মতো মানুষকেও ও নাচ করাতে পারে। আর আমি এই ছবির তিন নতুন প্রতিভাকে শুভকামনা জানাতে এখানে এসেছি। আমি আশা করি যে তারা দারুণ কাজ করবে।’
জীবনের উত্থান–পতনের নানা সময়ে কীভাবে চলতে হবে, এ ব্যাপারে নবাগতদের পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয় অজয়কে। এই বলিউড সুপারস্টার নবীন অভিনেতাদের উদ্দেশে বলেন, ‘জীবনের ভালো বা খারাপ সময় বলে কিছু নেই। জীবনে সব সময় তুমি তোমার সঙ্গে থাকবে। নিজের কাজের প্রতি আস্থা রাখো। পরিশ্রম করতে থাকো। সারা দুনিয়া তখন তোমাদের চাইবে। তোমরা তোমাদের কাজ করে যাবে।’
১৯৯১ সালে ‘ফুল অউর কাঁটে’ ছবির মধ্য দিয়ে অজয়ের বলিউডে অভিষেক হয়েছিল। অভিষেক ছবি মুক্তির আগে তাঁর মানসিক অবস্থার কথা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি মনে করতে পারছি না। ৩২-৩৩ বছর পার হয়ে গেছে। তখনকার দিনকাল অন্য রকম ছিল। তখন এত মিডিয়া ছিল না। ওই সময়ে আমরা আমাদের ছবি মুক্তির এক সপ্তাহ পর জানতে পারতাম যে ছবিটা হিট না ফ্লপ হয়েছে। তাই তখন আমাদের ওপর অতটা চাপ ছিল না। এখনকার অভিনেতারা অনেক বেশি চাপের মধ্যে থাকে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতাদের হরহামেশাই ট্রল হতে হয়। অজয় কীভাবে এসব সামলান, অভিনেতার জবাব, ‘এসব দেখার আমার সময় নেই৷ আর যাঁরা বিশেষ মানুষ, তাঁদের নিয়ে তো সবাই কথা বলবেই।’
অজয় দেবগন’। এএফপি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।
অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।
আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগেএ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।
সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।
এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।
আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে