হার্ট অ্যাটাক করে হাসপাতলে ভর্তি তারকা ক্রিকেটার তামিম ইকবাল। হঠাৎ করে এই ক্রিকেটারের অসুস্থতায় চারদিকে সাড়া পড়ে গেছে। খোঁজ-খবর নিচ্ছেন ভক্ত সমর্থক থেকে শুরু করে সতীর্থরা। বাদ যাননি দীর্ঘদিনের বন্ধু সাকিব আল হাসানও।

দীর্ঘদিন ধরেই সাকিব-তামিমের মাঝে শীতল সম্পর্ক। তামিমের অসুস্থতার খবরে অবশেষে বরফ গললো সে সম্পর্কের। তামিমের স্ত্রীকে ফোন করে খোঁজ-খবর নিয়েছেন সাকিব। সে সঙ্গে তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছেন সাকিবের মা-বাবা।

আরো পড়ুন:

তিন মাস পর ‘খেলায়’ ফিরতে পারবেন তামিম

জন্মদিনে তামিমকে ভাই-বন্ধু ডেকে যে দোয়া চাইলেন সাকিব

সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তামিমের সুস্থতা প্রার্থনা করে সাকিব লিখেন, ‘‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।’’

সাকিব শেষে যা লিখলেন, সেটা স্পর্শ করে গেছে হৃদয়ের গভীরতা। তামিমকে ভাই সম্বোধন করে সাকিব আরো যোগ করেন, ‘‘তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!’’

তার আগেই তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকাকে ফোন করেন সাকিব। তামিমের শারীরিক অবস্থা জানতে চান এই সময়ে। এ ছাড়া তামিম যখনই কথা বলার অবস্থায় থাকবেন, তখনই কথা বলায়া দেয়ার অনুরোধও করেন তিনি। তামিম ইকবালের পরিবারের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

এদিকে আজ মঙ্গলবার (২৫ মার্চ) তামিমকে দেখতে সাভারের কেপিজে হাসপাতালে হাজির হয়েছিলেন সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুর রেজা ও মা শিরিন আক্তার। দুজন গিয়ে তামিমের সাথে দেখা করেন। এ সময় তামিমকে নিজের ছেলের মতোই মনে করেন বলে জানিয়েছেন সাকিবের বাবা। তামিমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত ম ম ইকব ল

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ