ইসিতে ‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে নতুন দলের আবেদন
Published: 25th, March 2025 GMT
‘আওয়ামী লীগ’ নামে নতুন একটি দলের জন্য নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে। আবেদনকারীর নাম উজ্জ্বল রায়। নতুন এই দলটির প্রতীক চাওয়া হয়েছে নৌকা অথবা ইলিশ। আর আবেদনে সংগঠনটির অফিসের ঠিকানা দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু এভিনিউ’।
মঙ্গলবার (২৫ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে এর বিধিমালা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করা উজ্জ্বল নিজেকে সংগঠনের সভাপতি দাবি করেন। আবেদনে বলা হয়, দলটি প্রতিষ্ঠা হয়েছে ২৪ মার্চ ২০২৫। এই দলের কমিটির মেয়াদ ২০ এপ্রিল শেষ হবে। তবে কোন বছরের ২০ এপ্রিল, তা উল্লেখ নেই। এমনকি কোনো দলীয় তহবিলের জন্য ব্যাংকের নাম ও ঠিকানাও বর্ণনা করা নেই। ব্যাংক হিসাব না দিলেও দলটি পরিচালনায় ‘ব্যক্তিগত তহবিল’ লেখা হয়।
আবেদনপত্রে আরো বলা আছে, উজ্জ্বল রায় দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন। তবে, সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ থেকে বাংলাদেশ আ.
ঢাকা/সুকান্ত/এনএইচ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত