‘আওয়ামী লীগ’ নামে নতুন একটি দলের জন্য নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে। আবেদনকারীর নাম উজ্জ্বল রায়। নতুন এই দলটির প্রতীক চাওয়া হয়েছে নৌকা অথবা ইলিশ। আর আবেদনে সংগঠনটির অফিসের ঠিকানা দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু এভিনিউ’।

মঙ্গলবার (২৫ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে এর বিধিমালা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করা উজ্জ্বল নিজেকে সংগঠনের সভাপতি দাবি করেন। আবেদনে বলা হয়, দলটি প্রতিষ্ঠা হয়েছে ২৪ মার্চ ২০২৫। এই দলের কমিটির মেয়াদ ২০ এপ্রিল শেষ হবে। তবে কোন বছরের ২০ এপ্রিল, তা উল্লেখ নেই। এমনকি কোনো দলীয় তহবিলের জন্য ব্যাংকের নাম ও ঠিকানাও বর্ণনা করা নেই। ব্যাংক হিসাব না দিলেও দলটি পরিচালনায় ‘ব্যক্তিগত তহবিল’ লেখা হয়। 

আবেদনপত্রে আরো বলা আছে, উজ্জ্বল রায় দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন। তবে, সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ থেকে বাংলাদেশ আ.

লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান ফিজার নির্বাচিত হয়েছিলেন বলে জানা যায়।

ঢাকা/সুকান্ত/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ