কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা, অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ
Published: 2nd, April 2025 GMT
প্রতিবারের মতো এ বছরও কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতার আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ রচনা প্রতিযোগিতা বিশ্বের অন্যতম পুরনো একটি রচনা প্রতিযোগিতা। প্রতিবছর হাজারেরও বেশি মানুষ এ প্রতিযোগিতায় আবেদন অংশ নেন। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
২০২৫ সালের কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ মিলবে। এই সৃজনশীল রচনা লেখা তরুণদের অর্জন ও কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার এবং তাঁদের কণ্ঠকে উন্নত করা ও দক্ষতা বিকাশের একটি উপায়।
আরও পড়ুনঅক্সফোর্ডের উইডেনফেল্ড হফম্যান স্কলারশিপ, সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আইইএলটিএসে ৭–এ আবেদন১৪ ডিসেম্বর ২০২৪৬৫টি দেশের স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক কমনওয়েলথ–এর এই রচনা প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে অংশ নেওয়ার সুযোগ আছে। প্রতিটি ক্যাটাগরি থেকে দুজন করে মোট চারজন অংশগ্রহণকারী পাবেন এক সপ্তাহের জন্য ইংল্যান্ড ভ্রমণ করার সুযোগ। লন্ডনের রয়্যাল প্যালেসে একটি বিশেষ পুরস্কার বিতরণীতে অংশ নিতে পারবেন জয়ীরা। এই বিশেষ পুরস্কার বিতরণীতে সার্টিফিকেট, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জপদক প্রদান করা হবে। এই রচনা লিখতে কোনো বিশেষ কিংবা শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই।
আরও পড়ুননেদারল্যান্ডসে পড়তে যাওয়ার ৫ কারণ০৭ অক্টোবর ২০২৩রচনা লিখতে হবে ইংরেজিতে। জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরির জন্য আলাদা আলাদা টপিকের ওপর রচনা লিখতে হবে। একজন সর্বোচ্চ একটি টপিকের ওপরই রচনা লিখতে পারবে। রচনার টাইটেল, বাচনভঙ্গি, শব্দচয়ন-নিজের মতো করে লিখতে পারবে। জুনিয়র ক্যাটাগরির জন্য রচনা সর্বোচ্চ ৭৫০ শব্দের হতে পারবে, সিনিয়র ক্যাটাগরির জন্য ১৫০০ শব্দের। রচনা অনলাইনে জমা দিতে হবে। নিজের লেখা রচনা অনলাইনে জমা দিতে হবে। এক জনের অথবা একাধিক জনের রচনা একসঙ্গে জমা দেওয়া যাবে।
*জুনিয়র ক্যাটাগরি
বয়স: ১৪ বছরের নিচে (২৩ মে ২০১১-এর পর জন্ম)
*সিনিয়র ক্যাটাগরি
বয়স: ১৪-১৮ বছর (২৩ মে ২০০৬ থেকে ২৩ মে ২০১১-এর মধ্যে জন্ম)
*রচনা জমার শেষ সময়
২৩ মে ২০২৫ সাল
*রচনা জমা দেওয়ার গাইডলাইন ও অনলাইনে রচনা জমা দিতে ভিজিট করুন।
আরও পড়ুনউচ্চশিক্ষার জন্য চীনে যেতে চান, জেনে রাখুন কিছু বিষয়২৪ অক্টোবর ২০২৩.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
বেসরকারি ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, করুন আবেদন, বেতন ৫২ হাজার
বেসরকারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ–৪.০০-এর মধ্যে কমপক্ষে সিজিপিএ–৩.০০ বা প্রথম শ্রেণি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫.০০-এর মধ্যে ৫.০০ অথবা ও লেভেলে ৩টি ‘এ’ ও ২টি ‘বি’ এবং এ লেভেলে একটি ‘এ’ ও একটি ‘বি’ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে দক্ষতাসহ এমএস অফিস, ই-মেইল ও ইন্টারনেটের কাজ জানতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। নিয়োগের পর থেকে অন্তত পাঁচ বছরের এই ব্যাংকে চাকরি করার মানসিকতা থাকতে হবে।
আরও পড়ুনবেসরকারি ব্যাংক নেবে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, বেতন ৩০,০০০ টাকা২৭ এপ্রিল ২০২৫বয়স: ৩০ এপ্রিল ২০২৫ সর্বোচ্চ ৩২ বছর।
বেতন-ভাতা: এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৫২,৪০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৬৭,৯০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এক্সিম ব্যাংকের ক্যারিয়ারসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৫।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫