টাঙ্গাইলের সখীপুরে চালককে মারধর ও কুপিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে সখীপুর-ঢাকা সড়কের নলুয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ওই চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

ভুক্তভোগী চালকের নাম আবু হানিফ খান (৪৫)। তিনি সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খানপাড়া এলাকার বাসিন্দা শামসুল হক খানের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে উপজেলার নলুয়া বাজারে যাওয়ার কথা বলে তিনজন ছিনতাইকারী যাত্রী বেশে আবু হানিফের অটোরিকশায় ওঠে। নলুয়া বাজারের আগেই ওই চক্রের সদস্যরা একটি পিকআপ নিয়ে প্রস্তুত ছিলেন। পিকআপের কাছে গিয়ে পৌঁছালে অটোরিকশার যাত্রীদের একজন চাপাতি দিয়ে চালক হানিফের মাথায় কোপ দেন। অন্য দুজন লাঠি দিয়ে তাঁকে পিটিয়ে আহত করে পিকআপে তুলে এক কিলোমিটার দূরে দেওদীঘি বাজারের পাশে ফেলে দেন। এর মধ্যে ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আবু হানিফের মাথায় ধারলো অস্ত্রের কোপ ও সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।’

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। পুলিশ তদন্ত করছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ