এক্সে বিক্রি হবে অব্যবহৃত ইউজার নেম, দাম কত জানেন?
Published: 8th, April 2025 GMT
অব্যবহৃত ও নিষ্ক্রিয় অ্যাকাউন্টের ইউজার নেম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্স (সাবেক টুইটার)। নতুন এ উদ্যোগের আওতায় প্ল্যাটফর্মটিতে দীর্ঘদিন অব্যবহৃত বা নিষ্ক্রিয় ইউজার নেম (হ্যান্ডল) অর্থের বিনিময়ে বিক্রি করা হবে। তবে চাইলেই অব্যবহৃত ইউজার নেম কেনা যাবে না, শুধু এক্সের ‘ভেরিফায়েড অর্গানাইজেশন’ হিসেবে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো আবেদন করে পছন্দের ইউজার নেম কিনতে পারবে। এসব ইউজার নেমের দাম সর্বনিম্ন ১০ হাজার মার্কিন ডলার থেকে পাঁচ লাখ ডলার পর্যন্ত হতে পারে।
প্রযুক্তিবিশ্লেষক নিমা ওউজি জানিয়েছেন, সম্প্রতি এক্সের ওয়েব অ্যাপে ‘হ্যান্ডল ইনকোয়ারি’ নামে একটি নতুন সুবিধা চালু হয়েছে। সুবিধাটি কাজে লাগিয়ে ভেরিফায়েড অর্গানাইজেশনগুলো চ্যাটবটের মাধ্যমে এক্সের যেকোনো অব্যবহৃত ইউজার নেম কেনার জন্য অনুরোধ পাঠাতে পারবে। হ্যান্ডল বা ইউজার নেমটি যদি বিক্রির উপযোগী হয়, তবে এক্স তিন দিনের মধ্যে তা জানিয়ে দেবে। এরপর অর্থ পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হলে এক থেকে দুই দিনের মধ্যে ইউজার নেমটি নতুন মালিকের কাছে হস্তান্তর করা হবে। চাইলে নামটি প্রতিষ্ঠানের অন্য কোনো অ্যাকাউন্টেও স্থানান্তর করা যাবে।
আরও পড়ুনএক্স সত্যিই কি বিক্রি করে দিয়েছেন ইলন মাস্ক৩০ মার্চ ২০২৫ইউজার নেম বিক্রির উদ্যোগ এক্সের জন্য নতুন নয়। ইলন মাস্কের মালিকানায় যাওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ব্যবহারকারীদের নাম মুছে তা নতুনদের মধ্যে বিতরণের পরিকল্পনা করছিল। শুধু তা–ই নয়, ২০২৩ সালের মে মাসে বিপুলসংখ্যক অব্যবহৃত অ্যাকাউন্ট মুছে ফেলেছে এক্স।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই উদ্যোগ এক্সের আয়ের একটি বিকল্প উৎস হতে পারে। বর্তমানে বিজ্ঞাপন, গ্রাহকসেবা ও ডেভেলপার সুবিধার মাধ্যমে প্রতিষ্ঠানটি আয় করে থাকে। অব্যবহৃত ইউজার নেম বিক্রির মাধ্যমে আয় বাড়ানোর পাশাপাশি এক্স বর্তমান ব্যবহারকারীদের নিয়মিত সক্রিয় থাকার বিষয়েও উদ্বুদ্ধ করতে পারে। তবে নতুন এ উদ্যোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি এক্স।
সূত্র: টেক ক্র্যাঞ্চ
উৎস: Prothomalo
কীওয়ার্ড: এক স র
এছাড়াও পড়ুন:
কার্টুন, মিমে অভ্যুত্থানের ভিন্ন ধারার দৃশ্যায়ন
টাকার বস্তার ভেতর থেকে মাথা উঁচিয়ে আছেন শুভ্র কেশ, সফেদ দাড়ি, চশমা পরিহিত এক লোক। তাঁর ছবি দেখে তো বটেই, এই বর্ণনা থেকেও তাঁকে চিনবেন দেশবাসী। বর্তমানে কারাগারের বাসিন্দা পতিত স্বৈরশাসকের এই উপদেষ্টা বলছেন, ‘টাকার ওপর আমার বিশ্বাস উঠে গেছে।’ এই ছবির পাশেই এক কাটআউট। সেখানে ‘শেখ হাসিনা পালায় না’ বলতে বলতে দৌড়ে পালাচ্ছেন ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতার মসনদ থেকে উৎপাটিত শেখ হাসিনা।
এমন মজার মজার কার্টুন, মিম, গ্রাফিতি, ভিডিও স্থাপনাকর্মসহ বৈচিত্র্যময় সৃজনসম্ভার নিয়ে শুরু হয়েছে ‘বিদ্রূপে বিদ্রোহ’ নামের ব্যতিক্রমী এক প্রদর্শনী। আয়োজন করেছে অনলাইনভিত্তিক স্যাটায়ার সাময়িকী ‘ইয়ারকি’। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ছয় দিনের এ প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। সবার জন্য প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা।
গত বছর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল জুলাই। একটি বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য পথে নেমেছিলেন অগণিত মানুষ। শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করতে জীবন উৎসর্গ করেছেন তাঁদের অনেকে। আহত হয়েছেন বেশুমার। রক্তরঞ্জিত রাজপথ বেয়ে এসেছে জনতার বিজয়।
প্রদর্শনীতে প্রবেশপথটির দুই পাশে লাল রঙের পটভূমিতে বড় বড় ডিজিটাল পোস্টার। সেখানে ২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিনের বিভিন্ন ঘটনার আলোকচিত্র, সংবাদপত্র, অনলাইন পোর্টাল, টেলিভিশনের রিপোর্ট, ছবি, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের পোস্ট—এসব তুলে আনা হয়েছে এ পোস্টারগুলোতে। প্রবেশপথটিও লাল রঙের। ‘জুলাই করিডর’ নামে এই রক্তিম পথটি বেয়ে দর্শনার্থীরা প্রদর্শনীতে প্রবেশের সময় অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর উত্তাপ ফিরে পাবেন।