এক্সে বিক্রি হবে অব্যবহৃত ইউজার নেম, দাম কত জানেন?
Published: 8th, April 2025 GMT
অব্যবহৃত ও নিষ্ক্রিয় অ্যাকাউন্টের ইউজার নেম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্স (সাবেক টুইটার)। নতুন এ উদ্যোগের আওতায় প্ল্যাটফর্মটিতে দীর্ঘদিন অব্যবহৃত বা নিষ্ক্রিয় ইউজার নেম (হ্যান্ডল) অর্থের বিনিময়ে বিক্রি করা হবে। তবে চাইলেই অব্যবহৃত ইউজার নেম কেনা যাবে না, শুধু এক্সের ‘ভেরিফায়েড অর্গানাইজেশন’ হিসেবে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো আবেদন করে পছন্দের ইউজার নেম কিনতে পারবে। এসব ইউজার নেমের দাম সর্বনিম্ন ১০ হাজার মার্কিন ডলার থেকে পাঁচ লাখ ডলার পর্যন্ত হতে পারে।
প্রযুক্তিবিশ্লেষক নিমা ওউজি জানিয়েছেন, সম্প্রতি এক্সের ওয়েব অ্যাপে ‘হ্যান্ডল ইনকোয়ারি’ নামে একটি নতুন সুবিধা চালু হয়েছে। সুবিধাটি কাজে লাগিয়ে ভেরিফায়েড অর্গানাইজেশনগুলো চ্যাটবটের মাধ্যমে এক্সের যেকোনো অব্যবহৃত ইউজার নেম কেনার জন্য অনুরোধ পাঠাতে পারবে। হ্যান্ডল বা ইউজার নেমটি যদি বিক্রির উপযোগী হয়, তবে এক্স তিন দিনের মধ্যে তা জানিয়ে দেবে। এরপর অর্থ পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হলে এক থেকে দুই দিনের মধ্যে ইউজার নেমটি নতুন মালিকের কাছে হস্তান্তর করা হবে। চাইলে নামটি প্রতিষ্ঠানের অন্য কোনো অ্যাকাউন্টেও স্থানান্তর করা যাবে।
আরও পড়ুনএক্স সত্যিই কি বিক্রি করে দিয়েছেন ইলন মাস্ক৩০ মার্চ ২০২৫ইউজার নেম বিক্রির উদ্যোগ এক্সের জন্য নতুন নয়। ইলন মাস্কের মালিকানায় যাওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ব্যবহারকারীদের নাম মুছে তা নতুনদের মধ্যে বিতরণের পরিকল্পনা করছিল। শুধু তা–ই নয়, ২০২৩ সালের মে মাসে বিপুলসংখ্যক অব্যবহৃত অ্যাকাউন্ট মুছে ফেলেছে এক্স।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই উদ্যোগ এক্সের আয়ের একটি বিকল্প উৎস হতে পারে। বর্তমানে বিজ্ঞাপন, গ্রাহকসেবা ও ডেভেলপার সুবিধার মাধ্যমে প্রতিষ্ঠানটি আয় করে থাকে। অব্যবহৃত ইউজার নেম বিক্রির মাধ্যমে আয় বাড়ানোর পাশাপাশি এক্স বর্তমান ব্যবহারকারীদের নিয়মিত সক্রিয় থাকার বিষয়েও উদ্বুদ্ধ করতে পারে। তবে নতুন এ উদ্যোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি এক্স।
সূত্র: টেক ক্র্যাঞ্চ
উৎস: Prothomalo
কীওয়ার্ড: এক স র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।
জাতীয় ক্রিকেট লিগসিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২
ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫
ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ
হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন
এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন