Risingbd:
2025-11-02@09:55:52 GMT

কদর বেড়েছে কাপড়ের গয়নার

Published: 12th, April 2025 GMT

কদর বেড়েছে কাপড়ের গয়নার

বাংলা বর্ষের প্রথম মাস বৈশাখ। এই মাসটি বাংলার ঐতিহ্য, মোটিফ, সংস্কৃতিকে ধারণ ও বহন করার বার্তা দিয়ে যায়। বৈশাখে দেশীয় পণ্য প্রস্তুতে ব্যস্ত সময় পাড় করছেন উদ্যোক্তা, ডিজাইনাররা। বৈশাখে দেশীয় গয়না নিয়ে কাজ করছেন অনলাইন ভিত্তিক উদ্যোগ ‘কাহার’ এর উদ্যোক্তা সংহিতা বহ্নি। বৈশাখ কালেকশনে সবচেয়ে বেশি রেখেছেন কাপড়ের গয়না। 

রাইজিংবিডিকে তিনি বলেন, ‘‘আমি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এবার ফেব্রিকসকে বেশি প্রাধান্য দিচ্ছি। ফেব্রিক্সে রং তুলির ছোঁয়া, পাটের সুতার বল, কড়ি এসব থাকছে। রঙের ক্ষেত্রে লাল, সাদা, হলুদ, সবুজের একটা কম্বিনেশন থাকছে। আমি চেষ্টা করছি পুরোনো ডিজাইনগুলোকে নতুন মোটিফে আনতে। 

হাতের তৈরি গয়না গুলোর দাম এবার অন্যান্য গয়নার থেকে একটু বেশি ধরা হয়েছে বলে জানান সংহিতা। তিনি বলেন, ‘‘ কাঁচামালের দাম বেশ চড়া। বিশেষ করে পাটের সুতা, পাটের বল, সুতার বল বেড়েছে। তবে ক্রেতারা ক্রয় করতে পারে তেমন দামই রাখছি এবারো।’’

আরো পড়ুন:

শিশুর গলায় কিছু আটকে গেলে দ্রুত দুইটি কাজ করতে পারেন

ব্যায়াম করার আগে কী খাবেন

নববর্ষের প্রথম দিনে নিজ হাতে তৈরি গয়না পরবেন বলে জানান। 
 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায়  সড়ক দুর্ঘটনায় জুয়েল মিয়া (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরিফ (২০) নামের আরও একজন। 

শনিবার (১ নভেম্বর ) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার পঞ্চবটি মেথর খোলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের  জুয়েল মিয়া (৪০) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। 

তিনি পেশায় একজন দর্জি ছিলেন। নিহত জুয়েল বর্তমানে ফতুল্লার মুসলিম নগরে সালাম আহমেদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাস্তা পারাপারের সময় ময়দা ও আটা বোঝাই দুটি ট্রাকের মাঝখানে পড়ে দুজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শহরের  খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে আহত আরিফুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

 সংবাদ পেয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক আবু রায়হান নুর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুটি ট্রাক থানায় নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত)আনোয়ার হোসেন জানান,দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুটি ট্রাক থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

সম্পর্কিত নিবন্ধ