গৃহবধূ হত্যা ঘটনায় শাশুড়িসহ দু’জন গ্রেপ্তার, স্বামী পলাতক
Published: 17th, April 2025 GMT
মাধবপুরে সানজিদা আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় শাশুড়ি ও স্বামীর বড় বোনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের সুন্দাদিল গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার রাতে অচেতন অবস্থায় সানজিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তাঁর স্বামী, শাশুড়িসহ স্বজনরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর পরপরই সানজিদার স্বামী, শাশুড়িসহ পরিবারের লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যান।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সানজিদা নামে গৃহবধূ হত্যার অভিযোগে বুধবার ভোররাতে যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ ও র্যাব। এ সময় সানজিদার শাশুড়ি জামেলা খাতুন এবং জামেলার মেয়ে রাশেদা বেগম রাসুকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহত সানজিদার বাবা মাথু মিয়া মাধবপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের বাসিন্দা মাথু মিয়া বলেন, তিন মাস আগে মাধবপুর উপজেলার সুন্ধাদিল গ্রামের মাসুক মিয়ার ছেলে মিজানুর রহমানের সঙ্গে সানজিদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তাঁর পরিবারের লোকজন সানজিদার ওপর মানসিক নির্যাতন শুরু করে। মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে সানজিদাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//