জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে যা যা থাকা উচিত
Published: 19th, April 2025 GMT
৫ আগস্ট ২০২৪-এ ফ্যাসিবাদী শাসনের পতনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের মাত্র আট মাস পর বিভিন্ন রাজনৈতিক অংশীদার ও নাগরিকদের একটি অংশ বিপ্লব-পরবর্তী করণীয় নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছে।
নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য কী পদক্ষেপ গ্রহণ করা উচিত, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এর মূল কারণ হলো, জনগণের বিশাল প্রতিরোধ আন্দোলন ও তাদের উচ্চাকাঙ্ক্ষা বারবার, বিভিন্নভাবে প্রকাশ পেলেও বিপ্লবের জন্য পূর্বনির্ধারিত কোনো সাংগঠনিক লক্ষ্য বা সুস্পষ্ট রাজনৈতিক দর্শন ছিল না।
ঐতিহাসিক দৃষ্টান্তগুলোতে সাধারণত বিপ্লবে নেতৃত্বদানকারী দল বা শীর্ষ নেতা বিপ্লবের আনুষ্ঠানিক ঘোষণাপত্র প্রস্তুত ও প্রকাশ করে থাকে। তবে আমাদের এখানে বিপ্লবের কোনো আনুষ্ঠানিক ঘোষণাপত্র (প্রক্লেমেশন অব রেভল্যুশন) প্রকাশ করা হয়নি।
বাংলাদেশের ক্ষেত্রে জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব হঠাৎ করেই সংঘটিত হয়। এটি কোনো একক রাজনৈতিক দলের নেতৃত্বে পরিচালিত হয়নি।
তবে এটি গণতান্ত্রিক অধিকার বছরের পর বছর অস্বীকার করার প্রতিক্রিয়ায় সংঘটিত হয়েছিল।
আরও পড়ুনজুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র কি ঐক্যের পথ প্রশস্ত করবে০৯ জানুয়ারি ২০২৫শেখ হাসিনা সরকারের দমনমূলক ও দুর্নীতিপরায়ণ শাসন, ক্ষমতার অপব্যবহার এবং দীর্ঘকাল ধরে জমে থাকা জনরোষের ফলে এই বিপ্লবের পটভূমিতে ধাপে ধাপে গড়ে উঠেছিল।
মাত্র তিন সপ্তাহে ১ হাজারের বেশি নিরীহ মানুষ হত্যা এবং ২০ হাজারের বেশি মানুষ আহত হওয়ার ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতি বিস্ফোরণোন্মুখ হয়।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামের যে সংগঠনটি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিল এবং পরে বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় করে রাজনৈতিক পরিবর্তনের আন্দোলনকে এগিয়ে নিয়েছিল, সেই সংগঠনটি এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সমর্থন দেওয়া প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ইসলামি রাজনৈতিক শক্তিগুলো এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিপ্লবী ঘোষণাপত্র বা রূপরেখা প্রকাশ করেনি, যা জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার দিকনির্দেশনা দিতে পারে।
নানা রাজনৈতিক ও সামাজিক শক্তি এবং শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে সফল বিপ্লবের তোপে হাসিনার আওয়ামী লীগের পচা শাসনব্যবস্থা তাসের ঘরের মতো ধসে পড়ে।
স্পষ্টতই বিপ্লবী ম্যান্ডেট নিয়ে আসা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার শান্তি ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, সরকারি কার্যক্রম সচল রাখা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অর্থনীতি পুনর্গঠন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তবে বিপ্লবের মূল লক্ষ্যগুলো সুস্পষ্টভাবে লিপিবদ্ধ না থাকায় বর্তমান ও ভবিষ্যতের সরকারগুলোর জন্য সুনির্দিষ্ট করণীয় নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুন‘মার্চ ফর ইউনিটি’ কী বার্তা দিল৩১ ডিসেম্বর ২০২৪এ পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে একটি ঘোষণাপত্র প্রস্তাব করেছি, যা আলোচনা ও পর্যালোচনার জন্য উপস্থাপন করা হলো। এটি আমার নিজস্ব মতামত। তাই যে কেউ এতে দ্বিমত পোষণ করতে পারেন, সমালোচনা করতে পারেন বা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানও করতে পারেন।
এর মূল উদ্দেশ্য হলো—সমাজ ও রাজনীতির পরিসরে ইতিবাচক বিতর্ক সৃষ্টি করা, যা ভবিষ্যতে কার্যকর সামাজিক আন্দোলন ও রাজনৈতিক অগ্রগতির ভিত্তি তৈরি করতে পারে।
প্রশাসন ও বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করা হবে। যেখানে রাষ্ট্র নাগরিকদের স্বাধীনতার নিশ্চয়তা দেবে এবং তাদের সফলতার জন্য সমর্থন জোগাবে, নাগরিকেরাও রাষ্ট্রের মালিকানা গ্রহণ করে তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। নতুন নাগরিকদের রাষ্ট্রে জনগণের সম্পত্তি, সেবা ও বিচারপ্রাপ্তি এবং সম্পদের সুষ্ঠু বণ্টন সামাজিক, রাজনৈতিক ও আইনগতভাবে নিশ্চিত করা হবে।জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লবের ঘোষণাপত্র এমনটা হতে পারে:‘আমরা আমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকারসূত্রে পাওয়া এই দেশে একটি উন্নত জীবন, শান্তিপূর্ণ ও গতিশীল সমাজ, ন্যায়ের ভিত্তিতে পরিচালিত অর্থনৈতিক ও বিচারব্যবস্থা এবং কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছি।
প্রজন্মের পর প্রজন্ম শোষণ ও অন্যায় শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য সংগ্রাম করেছে এবং প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল শোষণ ও দাসত্বের শৃঙ্খল থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য।
কিন্তু দুর্ভাগ্যবশত, দেশটি আবারও একদলীয় স্বৈরতন্ত্রের কবলে পড়ে (প্রথমবার ১৯৭২-১৯৭৫ সালে এবং পুনরায় ২০০৯-২০২৪ মেয়াদকালে), যখন বাংলাদেশ আওয়ামী লীগ একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করে।
শেষ পর্যন্ত জনগণ স্বৈরাচারী, রাষ্ট্রবিরোধী ও জনবিরোধী সরকারকে উৎখাত করতে বিদ্রোহ করেছে ও আত্মাহুতি দিয়েছে, যাতে তাদের শাসকদের দাসে পরিণত হতে না হয় এবং নিজেদের দেশে পরবাসী হয়ে না থাকতে হয়।
এই বিপ্লব জনগণের শাসনব্যবস্থা ও রাষ্ট্রকাঠামো পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করে। জনগণ একটি সহনশীল নেতৃত্ব ও সম্প্রীতিপূর্ণ সমাজের প্রত্যাশা করে, যা নিম্নলিখিত মৌলিক নীতিগুলোর মাধ্যমে প্রতিফলিত হয়—
বাংলাদেশের জনগণ দীর্ঘ সময় ধরে বিদেশি আশীর্বাদপুষ্ট দেশীয় অপশক্তি দ্বারা নিপীড়িত হয়েছে। তাই আমরা আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ব্যক্তিগত ও সামষ্টিক কল্যাণের নীতি পুনর্ব্যক্ত করছি।
বিপ্লবের মাধ্যমে একটি নতুন গণপ্রজাতন্ত্রী (রিপাবলিক) বাংলাদেশ গঠনের ডাক দেওয়া হচ্ছে। ঘোষণা করছি, দেশটি জনগণের এবং জনগণ দেশ পরিচালনায় সততা ও মর্যাদার সঙ্গে নিজেদের নিয়োজিত করবে।
জনগণের ওপর সংঘটিত গণহত্যা, পরিকল্পিত হত্যাকাণ্ড, রাজনৈতিক প্রতিহিংসা, বিচারবহির্ভূত হত্যা, গুম এবং অন্যায়ভাবে আটক রাখার সংস্কৃতি বন্ধ করা হবে এবং জাতীয় নিরাপত্তার ধারণায় জনগণকে প্রাধান্য দেওয়া হবে।
যেহেতু এই বদ্বীপের মানুষেরা ঔপনিবেশিক যুগ এবং পরে বিশেষ করে গত দেড় দশকে শাসনব্যবস্থা থেকে ন্যায়নিষ্ঠ আচরণ পাননি, সে জন্য গণতন্ত্র ও ন্যায়বিচারের নীতিকে শক্তিশালী করতে সংবিধান, আইন ও বিধিবিধান সংশোধন ও পুনর্লিখন করা হবে, যাতে মানবিক রাষ্ট্রের সব কর্মকাণ্ড জনগণের শান্তি ও কল্যাণে নিবেদিত হয়।
দুর্নীতিপরায়ণ ও অগণতান্ত্রিক শাসকগোষ্ঠী যে ক্ষমতার দম্ভ, অর্থ ও সম্পদের দাসত্ব এবং অসমতার সংস্কৃতি গড়ে গেছে, তা নির্মূল করতে কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, বিশেষ করে সাধারণ জনগণকে এই দুষ্টচক্র থেকে মুক্ত করা হবে।
যেহেতু বাংলাদেশের জন্ম হয়েছে গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষা নিয়ে, তাই জনগণের ভোটাধিকার ও প্রতিদিনের গণতন্ত্রচর্চা নিশ্চিত করা হবে।
প্রশাসন ও বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করা হবে।
যেখানে রাষ্ট্র নাগরিকদের স্বাধীনতার নিশ্চয়তা দেবে এবং তাদের সফলতার জন্য সমর্থন জোগাবে, নাগরিকেরাও রাষ্ট্রের মালিকানা গ্রহণ করে তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
নতুন নাগরিকদের রাষ্ট্রে জনগণের সম্পত্তি, সেবা ও বিচারপ্রাপ্তি এবং সম্পদের সুষ্ঠু বণ্টন সামাজিক, রাজনৈতিক ও আইনগতভাবে নিশ্চিত করা হবে।
যেহেতু ক্ষমতা দুর্নীতিপ্রবণ, যেমন সমসাময়িককালে দেখছি, দুর্নীতি এবং এর উৎস বন্ধ করতে কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে; ক্ষমতাসীন ও রাজনীতিকদের সুস্পষ্ট অবস্থান হবে দুর্নীতিবিরোধী এবং জনগণও সেখানে সচেতন ভূমিকা রাখবে।
ফ্যাসিবাদী সরকার জনগণকে স্তব্ধ রাখতে ভোটাধিকার হরণ, প্রশাসন ও বিচার বিভাগকে দলীয়করণ এবং গণমাধ্যমের মুখে ঠুসি পরিয়ে দিয়েছিল, যাতে এই শাসন দীর্ঘায়িত এবং জাতীয় সম্পদ লুট অব্যাহত রাখা যায়।
তাই বিপ্লবের সপক্ষের শক্তি মনে করে কোনো বাধাবিপত্তি ও দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই রাষ্ট্র ও সমাজে সত্য বলার নিশ্চয়তা থাকা অপরিহার্য।
নতুন শতাব্দীর দাবি ও চিন্তাধারার সঙ্গে সামঞ্জস্য রেখে নাগরিকদের সৃজনশীলতা ও সম্ভাবনা বিকাশের জন্য রাষ্ট্রব্যবস্থা গ্রহণ করবে, বিশেষত তরুণদের জন্য শিক্ষাগত ও পেশাগত সুযোগ বৃদ্ধি করা হবে।
বাংলাদেশ একটি সত্যিকারের স্বাধীন ও মর্যাদাপূর্ণ জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে এবং আন্তর্জাতিক সম্পর্কগুলো সার্বভৌমত্ব, আইন-বিধিবিধান, ন্যায়বিচার ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরিচালিত হবে।
একটি সার্বিক বিচারে উন্নত ও সুখী জাতি গঠনে, রাষ্ট্র জনগণের মৌলিক অধিকার রক্ষা করবে এবং সবার জন্য উন্নত চিকিৎসা, শিক্ষা ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করবে।
নির্বাহী, আইন ও বিচার বিভাগের ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ—গণমাধ্যম, শিক্ষা–সংস্কৃতিতে আলোকিত জনগোষ্ঠী ও সুশীল সমাজকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে, যাতে রাষ্ট্রের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয়।
বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের অধিকারকে সম্মান করবে এবং রাষ্ট্রীয় কাঠামো ও নীতিতে প্রয়োজনীয় পরিবর্তনের সুযোগ রাখবে, আজকের অর্জনগুলোকে ভবিষ্যতের জন্য উত্তরাধিকার হিসেবে রেখে যাবে।
খাজা মঈন উদ্দিন সাংবাদিক।
[email protected]
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গণত ন ত র ক র জন ত ক প র স ব ধ নত ন শ চ ত কর গণতন ত র র জন য স পর চ ল ত প রজন ম ন শ চয়ত ক র যকর ব যবস থ জনগণ র ন র জন ক ষমত সরক র
এছাড়াও পড়ুন:
বিএনপি ক্ষমতার একচ্ছত্র দখলদারি বহাল রাখতে চায়: ডাকসু
সাংবিধানিক প্রতিষ্ঠানে স্বচ্ছ ও দলীয় প্রভাবমুক্ত নিরপেক্ষ নিয়োগের সংস্কার প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি ক্ষমতার একচ্ছত্র দখলদারি বহাল রাখতে চায় বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
রবিবার (২ নভেম্বর) ডাকসুর ভিপি মো. আবু সাদিক, জিএস এসএম ফরহাদ ও এজিএস মুহা: মহিউদ্দিন খান স্বাক্ষরিত ‘রাষ্ট্রের মৌলিক সংস্কাৃরের বিরোধিতা এবং ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো অক্ষুণ্ন রাখার অপচেষ্টার বিরুদ্ধে ডাকসুর প্রতিবাদ' শীর্ষক এক প্রতিবাদলিপিতে এ কথা বলা হয়েছে।
আরো পড়ুন:
ঢাবি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে ২ কমিটি
ঢাবিতে সপ্তাহব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু
প্রতিবাদলিপিতে বলা হয়েছে, জুলাই বিপ্লব ছিল বৈষম্য, অবিচার ও ফ্যাসিবাদী শাসনকাঠামোর বিরুদ্ধে এ দেশের সর্বস্তরের ছাত্র-জনতার এক সম্মিলিত বিপ্লব। কেবল সরকার পরিবর্তন নয় বরং রাষ্ট্রের মৌলিক সংস্কার, ক্ষমতার অপব্যবহার রোধ, স্বাধীন ও শক্তিশালী সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং একটি বৈষম্যহীন-ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা ছিল এই বিপ্লবের মূল ভিত্তি। নতুন প্রজন্ম চেয়েছিল এমন একটি বাংলাদেশ, যেখানে কোন প্রকার বৈষম্য ও রাজনৈতিক একচেটিয়া কর্তৃত্বের জায়গা থাকবে না।
কিন্তু দুঃখজনকভাবে জুলাই সনদে স্বাক্ষর করলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধারাবাহিকভাবে সংস্কার কার্যকর করার বিরোধিতা করে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বিশেষত বিএনপি এমন সব মৌলিক সংস্কারের বিরোধিতা করেছে যা সরাসরি ছাত্র–জনতার স্বপ্নের সঙ্গে জড়িত। পিএসসি, দুদক, ন্যায়পাল ও মহা-হিসাব নিরীক্ষকের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে স্বচ্ছ ও দলীয় প্রভাবমুক্ত নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করার সংস্কার প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে তারা ক্ষমতার একচ্ছত্র দখলদারি বহাল রাখতে চায়।
যে বৈষম্যমূলক চাকরি ব্যবস্থাকে কেন্দ্র করেই জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল সেই কাঠামো পরিবর্তনের বিরুদ্ধাচরণ করে বিএনপি নতুন প্রজন্মের ন্যায্য দাবি অস্বীকার করছে। পাশাপাশি জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশনের বিরোধিতা, অনুচ্ছেদ–৭০ সংস্কারে আপত্তি, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান আলাদা দুজন ব্যক্তির মতো আধুনিক গণতান্ত্রিক প্রস্তাবে বিরোধিতা, আইন পেশায় রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচনের প্রতিবন্ধকতা, স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠনে তাদের আপত্তি রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণের পথে বড় বাঁধার সৃষ্টি করছে। এভাবে বিএনপি মূলত জুলাই বিপ্লবের চেতনাকে অস্বীকার করে নতুন বাংলাদেশ নির্মাণের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।
প্রতিবাদলিপিতে নেতৃবৃন্দ বলেন, এই সংস্কারগুলো ব্যক্তি বা দলীয় স্বার্থ নয় বরং রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং আধুনিক, গণতান্ত্রিক ও শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তৈরির লক্ষ্যেই প্রস্তাবিত হয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ গঠনের নৈতিক দায়িত্ব ছাত্র ও সর্বস্তরের জনগণের। তাই সংস্কারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণ থেকে নিতে হবে। আর গণভোটই জনগণের ম্যান্ডেট নিশ্চিতের উপযুক্ত মাধ্যম। গণভোটের মাধ্যমেই জনগণ ঠিক করবে দেশের স্বার্থে কোন কোন সংস্কার প্রস্তাবনাগুলোকে তারা সমর্থন দিবে।
কোনো রাজনৈতিক দলের বিরোধিতা বা প্রাতিষ্ঠানিক প্রভাব যদি রাষ্ট্রগঠনমূলক সংস্কারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে ছাত্র-জনতা সেই বাধা অতিক্রমে দৃঢ়ভাবে অবস্থান নেবে জানিয়ে প্রতিবাদলিপিতে আরো বলা হয়, জুলাই বিপ্লব শুধু শাসক বা সরকার পরিবর্তনের আন্দোলন নয় বরং জুলাই বিপ্লব হলো ফ্যাসিবাদী কাঠামো বিলোপ করে ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নতুন রাষ্ট্র বিনির্মাণ।
ঢাকা/সৌরভ/মেহেদী