২ / ৮সড়কে রাখা হয়েছে সদ্য তুলে আনা ভুট্টা
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বন্দরে সাংবাদিকের মোটর সাইকেল চুরি মামলায় আরিফ গ্রেপ্তার
বন্দরে সাংবাদিকের মোটর সাইকেল চুরি মামলায় আরিফ (১৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আরিফ বন্দর থানার আমিন আবাসিক এলাকার ইসরাফিল মিয়ার ছেলে।
ধৃতকে সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার ২(১০)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
গত রোববার (৩০ নভেম্বর) রাতে বন্দর থানার আমিন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৫ আগস্ট বিকেলে বন্দর খানাবাড়ি এলাকা থেকে ওই মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোরের দল।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকী পেশাগত কাজ শেষে করে বন্দর খানাবাড়ি মোড়স্থ তার নিজ বাড়ির গেটের সামনে মোটরসাইকেলটি রেখে তার ফ্লাটে যায়।
ওই সময় উৎপেতে থাকা চোরের দল কৌশলে উল্লেখিত বিল্ডিংএ অনাধিকার প্রবেশ করে সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকী ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত মোটরসাইকেল চুরি ঘটনার ৩ মাস অতিবাহিত হলেও চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।