২ / ৮সড়কে রাখা হয়েছে সদ্য তুলে আনা ভুট্টা
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রোহিঙ্গাদের ব্যঙ্গ করলেন ভারতের প্রধান বিচারপতি
রোহিঙ্গাদের নিয়ে ব্যঙ্গ করলেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। পাঁচজন নিখোঁজ রোহিঙ্গার সন্ধান চাওয়ার দাবিতে করা একটি আবেদনের ব্যঙ্গ করে তিনি বলেছেন, অবৈধ অভিবাসীদের জন্য কি দেশের লাল গালিচা বিছিয়ে দেওয়া উচিত?
মঙ্গলবার ভারতের সর্বোচ্চ আদালতে পেশ করা একটি আবেদনে হেফাজত থেকে পাঁচজন রোহিঙ্গার নিখোঁজ হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছিল। এতে বলা হয়েছিল, আইনি প্রক্রিয়া অনুসরণ করে রোহিঙ্গাদের দেশ থেকে বহিষ্কার করা উচিত।
ওই আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, “প্রথমে, আপনি প্রবেশ করেন, আপনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেন। আপনি একটি সুড়ঙ্গ খনন করেন অথবা বেড়া অতিক্রম করেন...তারপর আপনি বলেন, এখন আমি প্রবেশ করেছি, আপনার আইন আমার উপর প্রযোজ্য হবে। আপনি বলেন, আমার খাবারের অধিকার আছে, আমার আশ্রয়ের অধিকার আছে, আমার সন্তানদের শিক্ষার অধিকার আছে। আমরা কি এইভাবে আইনকে প্রসারিত করতে চাই?”
তিনি বলেন, “আমাদের দেশেও দরিদ্র মানুষ আছে। তারা নাগরিক। তারা কি কিছু সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী নয়? তাদের উপর কেন মনোযোগ দেওয়া হবে না?”
রোহিঙ্গাদের ভারত শরণার্থী হিসাবে ঘোষণা করেনি উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, সরকার “যদি কোনো শরণার্থীর আইনি মর্যাদা না দেয় এবং কেউ অনুপ্রবেশকারী হয় ও সে অবৈধভাবে প্রবেশ করে, তাহলে কি আমাদের সেই ব্যক্তিকে এখানে রাখার বাধ্যবাধকতা আছে? উত্তর ভারতে আমাদের একটি অত্যন্ত স্পর্শকাতর সীমান্ত রয়েছে। যদি কোনো অনুপ্রবেশকারী আসে, তাহলে কি আমরা তাদের লাল গালিচা বিছিয়ে স্বাগত জানাই?”
ঢাকা/শাহেদ