ঠান্ডা চা অথবা কফি শরীরের জন্য কতটা ক্ষতিকর
Published: 21st, April 2025 GMT
ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রথম আলো কোনো সংবাদ প্রকাশ করলে ধরে নিই সংবাদটি ঠিক আছে: মানজুর-আল-মতিন
প্রথম আলো দায়িত্বশীলতার সঙ্গে দ্রুত সংবাদ প্রকাশ করছে উল্লেখ করে মানজুর-আল-মতিন বলেন, প্রথম আলো কোনো সংবাদ প্রকাশ করলে ধরে নিই সংবাদটি ঠিক আছে।
আজ মঙ্গলবার প্রথম আলোর ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন। এ বছর ‘সত্যই সাহস’ স্লোগান সামনে রেখে নানা আয়োজনে দিনটি পালন করছে প্রতিষ্ঠানটি।
মানজুর-আল-মতিন বলেন, 'যখন একটা নতুন খবর আসে, কেউ ব্রেকিং চালিয়ে দিয়েছে, আমরা কিন্তু প্রথমে অনলাইন খুলে দেখি যে আপনারা দিলেন কিনা, যদি আপনারা দেন, আমরা মোটামুটি ধরে নেই যে আচ্ছা ঠিক আছে, খবরটা ঠিক আছে।'
তিনি বলেন, প্রথম আলোকে এই মানদন্ডটা ধরে রাখতে হবে। তিনি মনে করেন, সংবাদ মাধ্যম যদি ভরসার জায়গা না থেকে দ্রুত হওয়ার তাগিদে ভুল করে, তখন সেটা বিপদজনক হয়ে যায়।
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সারা দেশের কর্মীদের অংশগ্রহণে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সকাল দশটায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। সহযোগী সম্পাদক সুমনা শারমীনের সঞ্চালনায় দিনব্যাপী এ আয়োজনে আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও সেরা কর্মীদের পুরস্কারসহ থাকছে নানা অনুষ্ঠান।
মানজুর-আল-মতিন বলেন, 'এখন বাস্তব থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত নারীরা ভীষণভাবে নিপীড়নের শিকার হচ্ছে। প্রতিদিন সেটা ডান শিবির হোক, বাম শিবির হোক দিনের শেষে লক্ষ্যবস্তু একজন নারী।'
নিপীড়নের শিকার নারীদের পাশে থেকে জোরােলো অবস্থান নিতে তিনি প্রথম আলোর প্রতি আহ্বান জানান।