যাকে বলা হয় বাংলা চলচ্চিত্রের মেগাস্টার, তিনি শাকিব খান। প্রায় ২৫ বছর ধরে ঢালিউডে কাজ করছেন তিনি। এই নায়ক নাকি তিন মাসের জন্য এসেছিলেন চলচ্চিত্রে। কিন্তু ঢালিউডেই গড়েছেন দীর্ঘস্থায়ী আসন। এখানেই খুঁজে পেয়েছেন বন্ধু, পেয়েছেন শত্রুও। তিনি নিজেকে কত নম্বর নায়ক মনে করেন?

সম্প্রতি সাংবাদিকদের করা এই প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, ‘‘চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলাম, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। এসেছিলাম তিন মাসের জন্য হয়ে গেছে ২৫ বছর। বড় হয়েছি এখানে, বেড়েছি এখানে বন্ধু হয়েছে এখানে; শত্রুও হয়েছে এখানে। চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সবচেয়ে কাছের অবস্থানে অবস্থান করে। চলচ্চিত্র আমি ভালোবাসি। আমি কত নম্বর নায়ক সেটা কখনোই বিবেচনা করিনি। আমার জীবনের শুরু থেকেই আমি নাম্বার নিযে চিন্তিত না। আমি কাজ করে যাই দেশের মানুষের জন্য, যারা আমাকে ভালোবাসে তাদের জন্য। একটা শ্রেণিকেতো মানুষ শাকিবিয়ান বলে ডাকে। ’’

ঈদে শাকিব খান অভিনীত ‘বরবাদ’প্রেক্ষাগৃহে দাপট দেখিয়েছে। রিয়েল এনার্জি প্রডাকশন ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘বরবাদ’ সিনেমা মুক্তির প্রথম ২০ দিনে ৫০ কোটি ৮২ লাখ টাকার টিকিট বিক্রি করেছে। সিনেমার প্রযোজকের ভাষ্য, ‘বরবাদ’ ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে সক্ষম। এখন পর্যন্ত সিনেমাটির আয় ওই ইঙ্গিত দিচ্ছে। কারণ, ওটিটি প্ল্যাটফরমেও মুক্তি পাবে সিনেমাটি। 

আরো পড়ুন:

হুমকি দিয়ে কোনো লাভ নেই, ‘বরবাদ’ প্রসঙ্গে ওমর সানি

‘বরবাদ’ সাফল্যের কারণ জানালেন পরিচালক

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র র জন য বরব দ

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ