গৃহকর্মী সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি
Published: 23rd, April 2025 GMT
দিনরাত খেটেও সপ্তাহে একদিনের ছুটি পান না গৃহকর্মীরা। তাদের কাজের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, নেই সুনির্দিষ্ট মজুরিও। এমনকি শ্রমিকের পরিচয় থেকেও বঞ্চিত তারা। বাসাবাড়িতে কাজ করতে গিয়ে নিজের নামও হারিয়ে ফেলেন গৃহকর্মীরা। তাই অধিকার আদায়ে গৃহকর্মী সুরক্ষা আইন-২০২৫ বাস্তবায়নের দাবি উঠেছে বরিশালে।
আজ বুধবার উন্নয়ন সংগঠন আভাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান গৃহকর্মীরা। সেখানে উপস্থিত গৃহকর্মী মনিরা আক্তার ও পুতুল বলেন, তারা গৃহকর্মী হিসেবে কাজ করেও সাপ্তাহিক ছুটি পান না। অসুস্থাতার জন্য কাজে যেতে না পারলে নানা কৈফিয়ত দিতে হয়। একজন গৃহকর্মী মাসে সর্বোচ্চ আয় করতে পারেন ৮ হাজার টাকার মতো। এই আয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার চলে না। তাদের মাসিক মজুরি অন্ততপক্ষে ১৫-২০ হাজার টাকা নির্ধারণের দাবি করেন।
গৃহকর্মীদের সংগঠন অপরাজিতা গৃহকর্মী উন্নয়ন সংঘের সভাপতি শিউলী জামানের লিখিত বক্তব্যে তুলে ধরা হয় ৬ দফা দাবি। গৃহকর্মীদের শ্রম আইন অনুযায়ী শ্রমিকের স্বীকৃতিসহ অন্য দাবির মধ্যে রয়েছে তাদের ন্যূততম বেতন নির্ধারন, কাজের পরিবেশে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সাপ্তাহিক ছুটি প্রদান, শোষণ-নির্যাতন বন্ধ ও আইনি সহায়তা নিশ্চিত করা এবং লিখিত চুক্তিপত্রের মাধ্যমে গৃহকর্মী নিয়োগ।
আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল সেখানে বলেন, গৃহকর্মীদের শ্রম আইনে অন্তর্ভুক্তি করে তাদের অধিকার সুরক্ষিত করা জরুরি। গৃহকর্মী সুরক্ষা আইন-২০২৫ বাস্তবায়ন হলে তাদের জীবনমান উন্নয়ন হবে, শ্রমবাজারকে আরও ন্যায্য ও নিরাপদ করে তুলবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫