টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে আকিজ টেবিলওয়্যার আয়োজিত ‘আর্ট অব প্লেটিং: সিজন ২’। প্রতি শুক্র ও শনিবার বাংলাভিশন (রাত ৮টা ১৫ মিনিটে), আরটিভি (সন্ধ্যা ৭টা ১০ মিনিটে), দীপ্ত টেলিভিশন (রাত ৯টা ৩০ মিনিটে) এবং চরকিতে প্রচার হবে এই রিয়েলিটি শোর নতুন পর্ব।

আকিজ বশির গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘২০২২ সালে সফলভাবে আমরা “আর্ট অব প্লেটিং’’–এর প্রথম সিজন আয়োজন করি। এবারের সিজন–২ হতে যাচ্ছে আরও বড় পরিসরে এবং আরও কঠিন কিছু চ্যালেঞ্জ নিয়ে। প্রতিযোগীরা তাদের সৃজনশীলতায় ঐতিহ্য ও উদ্ভাবনের গল্প ফুটিয়ে তুলবেন নিজ নিজ প্লেটের ক্যানভাসে। এই আয়োজনের মাধ্যমে আমরা নতুন প্রজন্মের প্লেটিং–শিল্পীদের অনুপ্রাণিত করতে চাই।’

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা ‘প্লেটিং মায়েস্ট্রো’ খেতাব, চ্যাম্পিয়নের ১০ লাখ টাকার পুরস্কার, প্লেটিং কোর্স এবং আকিজ টেবিলওয়্যারের ডিনার সেট জিততে লড়াই করবেন। এ ছাড়া প্রথম রানারআপ ৫ লাখ, দ্বিতীয় রানারআপ ৩ লাখ এবং চতুর্থ ও পঞ্চম স্থান বিজয়ী ১ লাখ টাকা করে পুরস্কারের পাশাপাশি প্রত্যেকে পাবেন সনদ ও স্বীকৃতি।

প্রতিযোগীরা অনলাইনে নিজেদের প্লেটিংয়ের ছবি জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণরা রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অডিশনে অংশ নেন, যেখানে নান্দনিকতা, কৌশল ও রন্ধনশৈলীর বিচারে তাঁরা নিজেদের প্লেটে শিল্পকর্ম তৈরি করেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ 

ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।

বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা। 

রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান। 

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

তথ্যসূত্র: বাসস

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ