‘আর্ট অব প্লেটিং: সিজন ২’-এর প্রচার শুরু আজ
Published: 25th, April 2025 GMT
টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে আকিজ টেবিলওয়্যার আয়োজিত ‘আর্ট অব প্লেটিং: সিজন ২’। প্রতি শুক্র ও শনিবার বাংলাভিশন (রাত ৮টা ১৫ মিনিটে), আরটিভি (সন্ধ্যা ৭টা ১০ মিনিটে), দীপ্ত টেলিভিশন (রাত ৯টা ৩০ মিনিটে) এবং চরকিতে প্রচার হবে এই রিয়েলিটি শোর নতুন পর্ব।
আকিজ বশির গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘২০২২ সালে সফলভাবে আমরা “আর্ট অব প্লেটিং’’–এর প্রথম সিজন আয়োজন করি। এবারের সিজন–২ হতে যাচ্ছে আরও বড় পরিসরে এবং আরও কঠিন কিছু চ্যালেঞ্জ নিয়ে। প্রতিযোগীরা তাদের সৃজনশীলতায় ঐতিহ্য ও উদ্ভাবনের গল্প ফুটিয়ে তুলবেন নিজ নিজ প্লেটের ক্যানভাসে। এই আয়োজনের মাধ্যমে আমরা নতুন প্রজন্মের প্লেটিং–শিল্পীদের অনুপ্রাণিত করতে চাই।’
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা ‘প্লেটিং মায়েস্ট্রো’ খেতাব, চ্যাম্পিয়নের ১০ লাখ টাকার পুরস্কার, প্লেটিং কোর্স এবং আকিজ টেবিলওয়্যারের ডিনার সেট জিততে লড়াই করবেন। এ ছাড়া প্রথম রানারআপ ৫ লাখ, দ্বিতীয় রানারআপ ৩ লাখ এবং চতুর্থ ও পঞ্চম স্থান বিজয়ী ১ লাখ টাকা করে পুরস্কারের পাশাপাশি প্রত্যেকে পাবেন সনদ ও স্বীকৃতি।
প্রতিযোগীরা অনলাইনে নিজেদের প্লেটিংয়ের ছবি জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণরা রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অডিশনে অংশ নেন, যেখানে নান্দনিকতা, কৌশল ও রন্ধনশৈলীর বিচারে তাঁরা নিজেদের প্লেটে শিল্পকর্ম তৈরি করেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।