অভিনব কৌশলেও কাজ হলো না। স্বর্ণসহ ধরা পড়লেন আলীম উদ্দিন (৪০) নামের সিলেটের গোয়াইনঘাটের বাসিন্দা এক বিমান যাত্রী। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে আটক করে। 

বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী আলীম উদ্দিন ঢাকায় অবতরণের টিকিট করেছিলেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস ও এনএসআই সদস্যরা বিমানের ভেতর থেকে তাঁকে বের করে আনেন। স্ক্যানারে তারা নিশ্চিত হন, যাত্রীর পরনের অন্তর্বাস থেকে শুরু করে গেঞ্জিসহ পরিহিত পোশাকে ছিল স্বর্ণের প্রলেপ। কাস্টমস কর্তৃপক্ষ পরিধেয় কাপড় পুড়িয়ে স্বর্ণের অস্তিত্ব পান। জিজ্ঞাসাবাদে যাত্রীটিও বিষয়টি স্বীকার করেন। এ সময় আলীমের পরা চারটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি শার্ট, প্যান্টসহ আটটি কাপড় জব্দ করা হয়। ওই ব্যক্তির পরিধেয় একাধিক কাপড়ে মেলে স্বর্ণের অস্তিত্ব। পরে এগুলো জব্দ করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, সাধারণ চোখে বিষয়টি বোঝার উপায় ছিল না। স্বর্ণ গলিয়ে কাপড়ে লেপে দেওয়া হয়েছিল। স্ক্যানারে পরীক্ষার পর বিষয়টি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করা হয়। গোয়েন্দা সংস্থার আরেক কর্মকর্তা জানান, আলীমের সঙ্গে একই বিমানে আরেকজন স্বর্ণ চোরাচালানকারী ছিলেন। তাঁকে ঢাকা বিমানবন্দরে আটক করা হয়েছে।

সিলেট কাস্টমসের সহকারী কমিশনার (অতিরিক্ত দায়িত্ব বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ) ইনজামাম উল হক বলেন, আলীম উদ্দিনের পরা কাপড়গুলো পুড়িয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হবে। কাপড় না পোড়ানো পর্যন্ত স্বর্ণের পরিমাণ জানা যাবে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিধেয় কাপড়ে প্রায় এক কেজি স্বর্ণ তিনি এনেছেন। পরবর্তী কার্যক্রম শেষে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক স বর ণ র ক স টমস

এছাড়াও পড়ুন:

সমতায় শেষ বার্সেলোনা-ইন্টারের ৬ গোলের রোমাঞ্চকর থ্রিলার

স্পোর্টস ডেস্ক
ছয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ফিরেছে বার্সেলোনা। প্রতিপক্ষ এমন একটি দল, যারা শেষ তিন ম্যাচে হেরে কিছুটা কোণঠাসা। কিন্তু তারপরও ম্যাচটি হলো ড্র, জয় আসেনি। দারুণ দৃঢ়তা দেখিয়ে বার্সেলোনার মাঠ থেকে সমতা নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিলান। বুধবার রাতে মন্তুজুইকে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা।

বিস্তারিত আসছে..

সম্পর্কিত নিবন্ধ