সিদ্ধিরগঞ্জে প্রোগ্রেস অ্যাপারেলস (বাংলাদেশ) লিমিটেড-এর আয়োজিত বহুল প্রতীক্ষিত দৌড় প্রতিযোগিতা PABL 5KM Run ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকাল ৬টায় ডিএনডি সংলগ্ন আইভি মঞ্চ এলাকায় Speed Warriors এ প্রতিযোগীতার আয়োজন করে।  

এ সময় অন্য রকম দৃশ্যের অবতারণা করে যখন শতাধিক কর্মকর্তা ও কর্মচারী একসাথে অংশ নেন এই ৫ কিলোমিটার দৌড়ে। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল- কর্মীদের শারীরিক সুস্থতা, মানসিক সতেজতা এবং টিম স্পিরিট বৃদ্ধি করা।

অনুষ্ঠানের আয়োজক আবুল খায়ের জানান - আজকের এই সুন্দর আয়োজন, এই দৌড় প্রতিযোগিতা এটা কেবল একটা দৌড় নয়, এটা আমাদের স্বাস্থ্য, মন, আর একতা তৈরির একটি চমৎকার সুযোগ।
আমরা প্রোগ্রেস অ্যাপারেলস-এর পক্ষ থেকে সবসময় চেষ্টা করি, যেন আমাদের কর্মীরা শুধু কাজের মধ্যেই সীমাবদ্ধ না থাকেন, তারা শারীরিক ও মানসিকভাবে চাঙা থাকেন।

এই আয়োজনটি আমাদের টিম স্পিরিটকে আরও দৃঢ় করবে, একে অন্যের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি বাড়াবে এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা আমাদের কর্মীদের মাধ্যমে সমাজে ছড়িয়ে পড়বে।

আসুন, একসাথে সুস্থতার পথে এগিয়ে যাই। আয়োজনে অংশ নেন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাসহ নানা স্তরের কর্মী। দৌড় শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও পুরস্কার। 

অংশগ্রহণকারীরা জানান, এমন একটি আয়োজন কর্মক্ষেত্রে তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও বন্ধুত্বের সেতুবন্ধ তৈরি করেছে। 

অংশগ্রহণকারী একজন বলেন,  সকাল সকাল দৌড়ানোটা শুধু শরীরের জন্য নয়, মনকেও চাঙা করে তোলে। আমরা চাই এই আয়োজন প্রতিবছর হোক।”উপস্থিত দর্শনার্থীরা প্রশংসা করেন এমন সচেতন ও প্রাণবন্ত উদ্যোগের। 

PABL 5KM Run ২০২৫” শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি একটি প্রেরণাদায়ক উদ্যোগ; কর্মীদের সুস্থ, চাঙ্গা এবং ঐক্যবদ্ধ রাখার এক দৃষ্টান্তমূলক প্রচেষ্টা।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ আম দ র

এছাড়াও পড়ুন:

‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত

ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫ পাওয়ার্ড বাই রেনাটা পিএলসি। ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র ক্যান্সার রোগীদের সহায়তার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সুবিধাবঞ্চিত রোগী এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দরিদ্র, অসহায় ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবায় দেওয়া হয়েছে। 

অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রাহমান, ঢাকা আহছানিয়া মিশনের ট্রেজারার মোহাম্মদ এম এ জলিল, বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডা. আবুল আহসান দিদার, ডা. ফারহানা ফেরদৌসি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু ক্যান্সার ও রক্তরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. বেলায়েত হোসাইন, ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ফাউন্ডার ডা. মোহাম্মদ মাসুমুল হক, ও রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং (অনকোলজি ও হেমাটোলজি) আমীর আবদুল্লাহসহ অন্যান্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।


 

সম্পর্কিত নিবন্ধ

  • মহান মে দিবস: শ্রমিকের অধিকার রক্ষায় সংস্কারে জোর সরকারের
  • ইউসেপ বাংলাদেশ নেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, বয়স ৩৫ হলেও আবেদন
  • সিলেট আর্মি আইবিএতে বিবিএ প্রোগ্রাম, আবেদন শেষ ৪ মে
  • কোহিনুর কেমিক্যালের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৮.৪২ শতাংশ
  • ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ব্যাংকে চাকরি, স্নাতকে জিপিএ–৩ হলে আবেদন
  • রোনালদোর আল নাসর কেন নেই ক্লাব বিশ্বকাপে
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ এপ্রিল ২০২৫)
  • ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত
  • চলতি বছর বিশ্বে মন্দার ঝুঁকি বেড়েছে, জরিপে অর্থনীতিবিদদের শঙ্কা
  • বুয়েটের নতুন রিকশার অনুমোদন দেবে সরকার, ‘মাস্টার ট্রেইনার’ হবেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা