সিদ্ধিরগঞ্জে প্রোগ্রেস অ্যাপারেলস (বাংলাদেশ) লিমিটেড-এর আয়োজিত বহুল প্রতীক্ষিত দৌড় প্রতিযোগিতা PABL 5KM Run ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকাল ৬টায় ডিএনডি সংলগ্ন আইভি মঞ্চ এলাকায় Speed Warriors এ প্রতিযোগীতার আয়োজন করে।  

এ সময় অন্য রকম দৃশ্যের অবতারণা করে যখন শতাধিক কর্মকর্তা ও কর্মচারী একসাথে অংশ নেন এই ৫ কিলোমিটার দৌড়ে। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল- কর্মীদের শারীরিক সুস্থতা, মানসিক সতেজতা এবং টিম স্পিরিট বৃদ্ধি করা।

অনুষ্ঠানের আয়োজক আবুল খায়ের জানান - আজকের এই সুন্দর আয়োজন, এই দৌড় প্রতিযোগিতা এটা কেবল একটা দৌড় নয়, এটা আমাদের স্বাস্থ্য, মন, আর একতা তৈরির একটি চমৎকার সুযোগ।
আমরা প্রোগ্রেস অ্যাপারেলস-এর পক্ষ থেকে সবসময় চেষ্টা করি, যেন আমাদের কর্মীরা শুধু কাজের মধ্যেই সীমাবদ্ধ না থাকেন, তারা শারীরিক ও মানসিকভাবে চাঙা থাকেন।

এই আয়োজনটি আমাদের টিম স্পিরিটকে আরও দৃঢ় করবে, একে অন্যের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি বাড়াবে এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা আমাদের কর্মীদের মাধ্যমে সমাজে ছড়িয়ে পড়বে।

আসুন, একসাথে সুস্থতার পথে এগিয়ে যাই। আয়োজনে অংশ নেন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাসহ নানা স্তরের কর্মী। দৌড় শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও পুরস্কার। 

অংশগ্রহণকারীরা জানান, এমন একটি আয়োজন কর্মক্ষেত্রে তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও বন্ধুত্বের সেতুবন্ধ তৈরি করেছে। 

অংশগ্রহণকারী একজন বলেন,  সকাল সকাল দৌড়ানোটা শুধু শরীরের জন্য নয়, মনকেও চাঙা করে তোলে। আমরা চাই এই আয়োজন প্রতিবছর হোক।”উপস্থিত দর্শনার্থীরা প্রশংসা করেন এমন সচেতন ও প্রাণবন্ত উদ্যোগের। 

PABL 5KM Run ২০২৫” শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি একটি প্রেরণাদায়ক উদ্যোগ; কর্মীদের সুস্থ, চাঙ্গা এবং ঐক্যবদ্ধ রাখার এক দৃষ্টান্তমূলক প্রচেষ্টা।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ আম দ র

এছাড়াও পড়ুন:

ধ্রুব’র লেখক সম্মাননা পাচ্ছেন পান্না,কাশেম ও ইউসূফী 

সাহিত্যের ছোট কাগজ ধ্রুব’র অক্টোবর ২০২৫ সংখ্যায় সেরা লেখক নির্বাচিত হয়েছেন বাংলাদশের তিন গুণী লেখক। সম্প্রতি জুড়িবোর্ডের বিবেচনায় তিন এই গুণী লেখক স্ব স্ব লেখায় কৃতিত্বের সাক্ষর রেখে উক্ত পুরস্কারে ভূষিত হন।

এরা হচ্ছেন দেশখ্যাতিমান ছড়া সাহিত্যিক ও গীতিকার গোলাম নবী পান্না,ছড়া সাহিত্যিক ও গবেষক চঞ্চল মেহমুদ কাশেম এবং কবি ও পূঁথিসম্রাট জালাল খান ইউসূফী। আগামী নভেম্বরের শেষের দিকে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেয়া হবে।

প্রসঙ্গতঃ ১৯ অক্টোবর ধ্রুব’র সম্পাদক বরেণ্য ছড়া সাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন উপলক্ষ্যে ধ্রুব’র অক্টোবর ২০২৫ সংখ্যাটি তাকে নিবেদিত করা হলে লেখকদের জন্য পুরস্কার ঘোষণা দেয়া হয়।

সেই সুবাদে বাংলাদেশ ও দেশের বাইয়ের লেখকরা তাকে নিয়ে লেখা জমা দেন। তাদের প্রেরিত লেখা বিচার বিশ্লেষনের মাধ্যমে গোলাম নবী পান্না,চঞ্চল মেহমুদ কাশেম ও জালাল খান ইউসূফীর লেখা যথাক্রমে প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করে। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • মার্কস অলরাউন্ডার: ময়মনসিংহ ও দিনাজপুরসহ ৯ জেলায় কবে কোথায় প্রতিযোগিতা
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১
  • আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৫)
  • ধ্রুব’র লেখক সম্মাননা পাচ্ছেন পান্না,কাশেম ও ইউসূফী 
  • ব্র্যাকে ইন্টার্নশিপ, স্নাতক পাসে করুন আবেদন