সিদ্ধিরগঞ্জে মিশুকসহ চালক অপহরণের পর মুক্তিপণ দাবি : ৪ দিনেও মিলেনি সন্ধান
Published: 27th, April 2025 GMT
সিদ্ধিরগঞ্জে একটি মিশুকসহ এর চালক আবুল কাশেম (৩৫) কে অপহরণ করা হয়েছে। অপহরণের পর ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এ ঘটনায় গত বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন অপহৃতের ভাই সালাউদ্দিন (২৮)।
অভিযোগ দায়েরের পর ৪ দিন অতিবাহিত হলেও কোনো সন্ধান মিলেনি চালক আবুল কাশেমের। এদিকে এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন তার স্বজনরা। অপহৃত আবুল কাশেম সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিনপাড়া এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মিজমিজি দক্ষিনপাড়ার মাসুদ মিয়ার অটোর গ্যারেজ থেকে আবুল কাশেম তাহার মিশুক রিক্সা নিয়ে বাহির হয়। এরপর বাসায় ফেরার নির্ধারিত সময় অতিবাহিত হলেও আবুল কাশেম বাসায় ফিরেনি। পরে আশেপাশের সকল জায়গাসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মিলেনি।
এরই মধ্যে অভিযোগকারী সালাউদ্দিনের ইমু নাম্বারে সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাত নামা এক ব্যাক্তি ফোন করে করে বলে ১ লাখ টাকা মুক্তিপন নিয়া কাঁচপুর ব্রিজ এর নিচে যাওয়ার জন্য। এবং আরও বলে এ বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ী করলে, কিংবা কোন আইনী ব্যবস্থা নিলে তারা আবুল কাশেম খুন করে লাশ গুম করে ফেলবে।
এবিষয়ে জানতে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহর মোবাইলে (নং- ০১৭১৭৩৮--৫৬) এ রবিবার রাত সোয়া ৯ টার দিকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ অপহরণ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
পটিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রামের পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার একটি দোকান থেকে নুরুল আবছার (২৭) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় একদল মুখোশধারী ব্যক্তি। আজ বুধবার সকাল সাতটায় তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের তৎপরতায় সকাল সাড়ে ৯টায় তিনি ছাড়া পান।
উদ্ধারের পর পটিয়া থানা প্রাঙ্গণে অপহরণের শিকার নুরুল আবছার প্রথম আলোকে বলেন, তিনি ব্যাংকে চাকরি করতেন। সম্প্রতি তাঁর চাকরি চলে যায়। এরপর পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার সাহিত্য বিশারদ সড়কে মুরগির দোকান দেন। প্রতিদিনের মতো আজ সকালে দোকান খোলেন তিনি। এ সময় তিন থেকে চারজন মুখোশধারী লোক ধারালো অস্ত্রের মুখে তাঁকে ধরে অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। তারা তাঁর পকেটে থাকা ৪০ হাজার টাকা নিয়ে নেয়। পরে আরও ৪ লাখ টাকা দাবি করে, পরে ১৭ লাখ এনে দিতে বলেন। তাঁকে চন্দ্র কালারপোল নামের নির্জন এলাকায় নিয়ে অপহরণকারীরা তাঁকে মারধরের পাশাপাশি ছুরিকাঘাতও করেন।
পটিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দে প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত তাঁকে উদ্ধারের তৎপরতায় নামে। পরে চন্দ্র কালারপোল এলাকায় পুলিশ গেলে উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, ব্যবসায়ীকে অপহরণ করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তাঁকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।