বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের জন্য বিদেশি মুদ্রার বদলে স্থানীয় মোবাইল ব্যালান্স দিয়ে রোমিং পরিষেবা গ্রহণের সুবিধা ঘোষণা করেছে স্থানীয় অপারেটর গ্রামীণফোন। উদ্যোক্তারা জানান, বহুল প্রতীক্ষিত এ রেগুলেটরি সিদ্ধান্ত ২০২৫ সালে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী ৮৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রীর যোগাযোগকে করবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়।
বাংলাদেশের টেলিকম খাতে যথাযথ প্রচেষ্টার ফলেই এমন জরুরি সুবিধা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সরকার-সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে এমন পদক্ষেপ। স্থানীয় টেলিকম অপারেটরদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ২০২৫ সালের হজ কার্যক্রমকে কেন্দ্র করে দুই মাসের জন্য উল্লিখিত পরিষেবার অনুমোদন দেয়। কিছুদিন আগে এ-সংক্রান্ত বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আগে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিদেশি সিমকার্ড কিনতে হতো। ফলে পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগে বিলম্ব ছাড়াও নানা জটিলতায় পড়তে হতো। তবে নতুন এই ব্যবস্থার ফলে হজযাত্রীরা এখন থেকে নিজের মোবাইল ব্যালান্স ব্যবহার করে গ্রামীণফোনের হজ রোমিং প্যাক অ্যাকটিভ করতে পারবেন। ফলে সৌদি আরবে পৌঁছানোর পরই নিরবচ্ছিন্নভাবে ও সহজে মোবাইলে যোগাযোগ করতে পারবেন হাজিরা। গ্রাহকরা যে কোনো সময়, যে কোনো স্থান থেকে মোবাইল ব্যালান্স বা সহজ রিচার্জের মাধ্যমে প্রয়োজনে প্যাক কিনতে পারবেন।
গ্রামীণফোনের হজ রোমিং করার সব প্যাকে সাশ্রয়ী মূল্যে পরিষেবা গ্রহণ করতে পারবেন গ্রাহক। যাত্রীদের হজকালীন সময়জুড়ে সর্বোচ্চ সুবিধা, বিস্তৃত কাভারেজ ও মানোন্নত সেবা নিশ্চিত করতে এমন প্যাকেজ ডিজাইন করা হয়েছে। প্যাকেজবিষয়ক বিস্তারিত তথ্য পাওয়া যাবে অপারেটরের দাপ্তরিক এবং মাইজিপি অ্যাপে।
পরিষেবা প্রসঙ্গে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, বাংলাদেশি হজযাত্রীদের জন্য রূপান্তরমূলক পদক্ষেপ গ্রহণে নেতৃত্ব দিতে পারা গর্বের। সময়োপযোগী এমন উদ্যোগ বাস্তবায়নে টেলিযোগাযোগ খাত, সরকার ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি, যেন দেশি গ্রাহক পবিত্র ধর্মীয় সফরে তাদের প্রিয়জনের সঙ্গে সব সময় যুক্ত থাকতে পারবেন।
এমন উদ্যোগ বাংলাদেশের হজযাত্রীদের সামগ্রিক হজ অভিজ্ঞতাকে আরও সহজ ও সমৃদ্ধ করবে। ফলে তারা জীবনের অন্যতম ধর্মীয় সফরে সহজেই যুক্ত থাকতে, প্রয়োজনীয় তথ্য জানতে ও জানাতে উদ্বেগমুক্ত থাকতে পারবেন বলে জানানো হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: হজ হজয ত র দ র পর ষ ব প রব ন
এছাড়াও পড়ুন:
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্টে দেশি প্রযুক্তি
দেশি প্রযুক্তি, উদ্ভাবন ও আত্মনির্ভরতার এক অনুপ্রেরণামূলক প্রতিচ্ছবি হয়ে ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবের সবুজ মাঠে এবারের ‘৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’ আয়োজনটি ছিল ব্যতিক্রমী। সেনাবাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টটি শুধু একটি প্রতিযোগিতা নয় বরং বন্ধুত্ব, শৃঙ্খলা ও মানসিক প্রশান্তির এক মহামিলনমেলা।
খেলাধুলা ও সুস্থ জীবনধারার প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে আসা ড্যাফোডিল গ্রুপ এ বছরও সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল গর্বিত অংশীদার। গত শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫), সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ড্যাফোডিল গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ও কেজিসি ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। এ ছাড়া দেশ-বিদেশের গলফার, সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দ এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ আয়োজনে অংশগ্রহণ করেন।
তিন দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন গলফ ক্লাবের প্রায় ৬৫২ জন গলফার। টুর্নামেন্ট শেষে কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন চ্যাম্পিয়ন, কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম রানার আপ এবং মিসেস জিন সুক ইউন লেডিস উইনার হওয়ার গৌরব অর্জন করেন।
আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫এই বছরের টুর্নামেন্টে ব্যবহৃত গলফ ছাতাটি ছিল সম্পূর্ণ দেশি উদ্যোগে তৈরি, যা বাংলাদেশের ব্যবসা ও উদ্যোগের জগতে এক নতুন অধ্যায়। এটি প্রমাণ করে বাংলাদেশেও স্পোর্টসের সামগ্রী দেশিভাবে তৈরি ও রপ্তানি করা সম্ভব। এ নিয়ে মো. সবুর খান বলেন, ‘এই ধরনের সব খেলার সামগ্রী আমাদের সাধারণত বাইরে থেকে আমদানি করতে হয়। তবে আমরা চাইলে খেলার সামগ্রীগুলোর ক্ষেত্রে আমদানিমুখী না হয়ে নিজেদের উদ্যোক্তাদের ব্যবহার করে বাইরের দেশে উল্টো রপ্তানি বাড়াতে পারি। এই ছাতার মান হয়তো প্রথমবারেই শতভাগ আন্তর্জাতিক নয়, কিন্তু এই সামান্য ছাতাই আমাদের সাহসের প্রতীক, দেশি উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
বিজ্ঞপ্তি