কয়েক দিন আগে অনুষ্ঠিত হয়েছে ছোট পর্দার অভিনয়শিল্পীদের অন্যতম সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। এ নির্বাচনে ‘প্রিয়জন’ প্ল্যাটফর্ম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন তরুণ অভিনয়শিল্পী, যাদের মধ্যে চারজনই জয়ী হয়েছেন। এই সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘প্রিয়জন বিজয় সংবর্ধনা ২০২৫’।

বিজয়ী চারজন হলেন— তানভীর মাসুদ (দপ্তর সম্পাদক), এম এ সালাম সুমন (অনুষ্ঠান সম্পাদক), আর এ রাহুল (তথ্যপ্রযুক্তি সম্পাদক), ইমরান হাসো (কার্যকরী সদস্য)।

অনুষ্ঠানে প্রিয়জনের সদস্যগণ, সিনিয়র শিল্পীবৃন্দ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে বিজয়ীদের শুভেচ্ছা জানান। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আরো পড়ুন:

মামলার গ্যাঁড়াকলে ইরেশ যাকের, শোবিজ তারকাদের ক্ষোভ

মা হতে যাচ্ছেন শিরিন

২০১৮ সালের ৫ জুন যাত্রা শুরু করা প্রিয়জন শুরুতে মাত্র পাঁচজন সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। সপ্তম বর্ষে এসে সংগঠনটি এখন শতাধিক সদস্য নিয়ে একটি দৃঢ় সাংগঠনিক অবস্থানে পৌঁছেছে। এই সংগঠন শুধুই শিল্পীদের প্ল্যাটফর্ম নয়; এটি একটি সচেতন, মানবিক এবং সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবেও পরিচিত।

২০২২–২০২৫ মেয়াদের নির্বাচনেও প্রিয়জন থেকে তানভীর মাসুদ ও আইনুন পুতুল বিজয়ী হয়েছিলেন।

প্রিয়জন শুধু সাংগঠনিক উন্নয়নেই থেমে নেই— তারা তাদের সদস্যদের আর্থিক সহায়তায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নিয়মিত শিক্ষা উপকরণ বিতরণ করে থাকে।

অনুষ্ঠানে প্রিয়জনের সভাপতি অপু আহমেদ বলেন, “বর্তমানে আমাদের শিক্ষা সহায়তা কার্যক্রম শহরকেন্দ্রিক হলেও, আগামী ৫ জুন থেকে তা সারা দেশের গ্রাম পর্যায়েও বিস্তৃত করা হবে।”

নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের সক্রিয় অংশগ্রহণ ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক প র য জন অন ষ ঠ ন স গঠন সদস য

এছাড়াও পড়ুন:

এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে ১৩টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘দ্য স্টুডিও’। এর মধ্যে সেরা কমেডি সিরিজের পুরস্কারও রয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেট বারগেৎজি।

এমি বিজয়ী হলেন যারা—
সেরা কমেডি সিরিজ: দ্য স্টুডিও
সেরা ড্রামা সিরিজ: দ্য পিট
সেরা লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: অ্যাডোলেসেন্স

আরো পড়ুন:

সত্যিই কি ফের বাবা হয়েছেন তাহসান?

রিসোর্ট খুঁজছেন ফারিয়া, সারজিস কী পরামর্শ দিলেন?

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, (দ্য পিট)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ): সেঠ রোগেন (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার (সেভারেন্স)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস)

সেরা অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স) 
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি (দ্য পেঙ্গুইন)

সেরা পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র‍্যানডাল, (স্লো হর্সেস, হ্যালো গুডবাই)
সেরা পরিচালক (কমেডি সিরিজ): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ (দ্য স্টুডিও, দ্য অনার)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি (অ্যাডোলেসেন্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): হান্না আইনবাইন্ডার (হ্যাকস)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): জেফ হিলার (সামবডি সামহোয়ার)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): ক্যাথেরিন লানাসা (দ্য পিট)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): ট্রামেল টিলম্যান (সেভারেন্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)

ভ্যারাইটি টক সিরিজ: দ্য লেট শো
ভ্যারাইটি স্ক্রিপ্টেড সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার

 

তথ্যসূত্র: ভ্যারাইটি

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
  • এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা