ঢাকা পলিটেকনিকে ঝোলানো হলো ২২টি তালা, লেখা ৬ দফা
Published: 29th, April 2025 GMT
ছয় দফা দাবিতে সারা দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ইনস্টিটিউটের ভেতরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বিভিন্ন ভবনের ফটক ও কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেন। তার আগে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের কক্ষগুলো থেকে সরিয়ে দেওয়া হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের কার্যালয়, ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়, পরীক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র, প্রশাসনিক ভবন, ইনস্টিটিউটের সাউথ ও নর্থ করিডরের ফটক আর কক্ষের দরজাসহ মোট ২২টি তালা ঝোলানো হয়েছে।
কারিগির শিক্ষা আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি আনিল মাশরাফি জানান, তাঁরা সব মিলে ২২টি তালা ঝুলিয়েছেন।
দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইনস্টিটিউটের বাইরে মূল ফটকের সামনে অবস্থান করছেন পুলিশ সদস্যরা। ভেতরে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা দলে দলে অবস্থান করছিলেন। নিজেদের মধ্যে নানা বিষয়ে কথাবার্তা বলছিলেন তাঁরা।
একাডেমিক ভবনের নিচতলায় ১১৩ নম্বর কক্ষটি অধ্যক্ষের। কক্ষের দরজায় তিনটি তালা ঝোলানো রয়েছে। একটির সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ৬ দফা ঝুলছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তালাটি তাঁরা ঝুলিয়েছেন।
ইনস্টিটিউটের বিভিন্ন ভবনে গিয়ে দেখা যায়, সবগুলো তালা সিল করে দেওয়ার মতো সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো হয়েছে। এর ওপরে মার্কার দিয়ে লেখা হয়েছে ‘৬ দফা’। তার ওপরে ছোট সাদা কাগজে লেখা, ‘কারিগরি সেক্টরের সংস্কার কাজ চলমান। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’
আরও পড়ুনদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি৬ ঘণ্টা আগেকমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরুর পর কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাশফিক ইসলাম জরুরি সংবাদ সম্মেলন বলেন, সাত মাস ধরে তুলনামূলক শিথিল কর্মসূচি দিয়ে আন্দোলন চলেছে। কিন্তু কারিগরি শিক্ষা বিভাগ থেকে কোনো ফলাফল পাওয়া যায়নি। দাবি বাস্তবায়ন না করে বারবার আশ্বাস দেওয়া হয়েছে। এরপর গত ১৬ এপ্রিল চূড়ান্ত কর্মসূচি হিসেবে সারা দেশে ব্লকেড কর্মসূচি পালন করা হয়। আবারও বৈঠকে ডাকা হয়। শিক্ষার্থীরা ওই বৈঠকে সন্তুষ্ট হতে পারেননি। কারণ, যাঁদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল সেসব দায়িত্বশীল কোনো ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন না।
মাশফিক ইসলাম আরও বলেন, ‘আমাদের দাবি বাস্তবায়নে কারিগরি মাদ্রাসা বিভাগ রূপরেখা বাস্তবায়নে একটি কমিটি করে দিলেও, এখন পর্যন্ত কমিটির একটি মাত্র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা কোনো সফলতা দেখছি না। আমাদের দাবি ও দফাগুলো নিয়ে ভবিষ্যতে কীভাবে কাজ করা হবে—এ সংক্রান্ত কোনো তথ্য আমরা পাচ্ছি না। তাই সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছি। ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন চলবে। একাডেমিক ও প্রশাসনিকসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।’
দরজায় ঝোলানো তালার ওপর ছোট সাদা কাগজে ‘ছয় দফা’ লিখে দেওয়া হয়েছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ২৯ এপ্রিল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন করছ
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট