সুনামগঞ্জের পৃথক স্থানে বজ্রপাতে রিংকু দাস (২৫) ও মানিক মিয়া (৩০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে ) বিকালে জেলার শাল্লা উপজেলার চকোয়া গ্রামে উদ্গল হাওরে ও জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে বজ্রপাতে তারা নিহত হয়।

নিহত রিংকু দাস জেলার দিরাই উপজেলার গোপালগঞ্জ গ্রামের মৃত রণবীর দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে শাল্লা উপজেলার উদ্গল হাওর থেকে ধান আনতে যান পার্শ্ববর্তী উপজেলা দিরাইয়ের রিংকু দাসসহ তিনজন। হাওর থেকে ট্রাক্টরে ধান নিয়ে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় ঝড়বৃষ্টির শুরু হয়। পথে বজ্রপাতে তিনজন গুরুতর আহত হন। পরে হাওরের অন্য কয়েকজন কৃষক তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক রিংকু দাসকে মৃত ঘোষণা করেন। অন্য আহত দুজনের মধ্যে রাজেসকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যুু

কিশোরগঞ্জে বজ্রপাতে ৪ জন নিহত

বিষয়টি রাইজিংবিডি-কে নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, শাল্লায় আজ দুই জায়গায় বজ্রপাত হয়েছে। উপজেলার চকোয়া গ্রামে বজ্রপাতে একজন মারা গেছে ও দুজন আহত হয়েছে।

তিনি আরো জানান, শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামের পাশের হাওরে একজন গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হয়েছেন। 

অন্যদিকে, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে বজ্রপাতে মানিক মিয়া (৩০ ) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মানিক মিয়া উপজেলা লক্ষ্মীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাগনার হাওরে ধান কাটায় ব্যস্ত ছিলেন মানিক মিয়াসহ একদল কৃষক। দুপুরে আকস্মিক বজ্রপাতে মানিক মিয়া গুরুতর আহত হয়। পরে হাওরের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মানিক মিয়াকে মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 

ঢাকা/মনোয়ার/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত জ ম লগঞ জ উপজ ল র র হ ওর

এছাড়াও পড়ুন:

গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ

গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, আজ শুক্রবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।

উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও এর রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে রাজপথে নামছে এনসিপি।

সম্পর্কিত নিবন্ধ