দীর্ঘ ১০ মাস পর আজ রোববার থেকে চালু হতে যাচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম। এরআগে বুধবার দিবাগত রাত ১২ টা ১ মিনিট থেকে অনলাইনে পাসপোর্টের আবেদন প্রক্রিয়া শুরু হয়।

রোববার থেকে পূর্বের ন্যায় জেলার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে পাসপোর্ট অফিসে এসে আবেদনপত্র জমা, ছবি ও ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো.

জামাল হোসেন। 

এদিকে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সকাল সাড়ে ১০টার দিকে পাসপোর্ট অফিসের সেবাদান কার্যক্রম পরিদর্শনে যাবেন ।

উল্লেখ্য, গত বছরের ১৮ই জুলাই রাতে এক বেদনাদায়ক ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতকারীরা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগুন ধরিয়ে দেয়। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে বিতরণের অপেক্ষায় থাকা প্রায় আট হাজার পাসপোর্ট পুড়ে ছাই হয়ে যায়। শুধু তাই নয়, পুরো অফিস ভবনটিই ধ্বংসস্তূপে পরিণত হয় এবং আগুন প্রায় পুরোটা দিন ধরে জ্বলতে থাকে।

এরপর নারায়ণগঞ্জের সাতটি উপজেলার (সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার, বন্দর, সোনারগাঁ, ফতুল্লা ও সদর) বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হন। পাসপোর্ট সংক্রান্ত কাজের জন্য তাদের পার্শ্ববর্তী কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদীতে ছুটতে হয়েছে।

এরপর ঘটনার ছয় মাস পর গণপূর্ত বিভাগ পাসপোর্ট অফিসটির সংস্কার কাজ শুরু করে শুরু করে। কাজ শেষ হওয়ার পর অফিসটি নতুন করে সাজানো হয়। 

এদিকে, পাসপোর্ট অফিসের আশপাশের দোকানগুলোও নতুন করে রঙ করা হয়েছে। আবার বসানো হয়েছে কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি মেশিন। দোকানিরা বলছেন, ৯ মাসের মন্দা কাটিয়ে আবার বেচাকেনা বাড়বে বলে আশা করছেন তারা।

অপরদিকে, দীর্ঘ ১০ মাস পর আবারও পাসপোর্ট অফিসটি পূর্ণদমে চালু হওয়ার সংবাদে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নারায়ণগঞ্জবাসী। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ইনজুরির শঙ্কা, উত্তেজনার ঝড়: শেষ হাসি হাসল মেসিহীন মায়ামি

লিওনেল মেসিকে হারানোর ধাক্কা নিয়ে যখন মায়ামির সমর্থকরা স্তব্ধ, তখনই যেন নাট্যরচকের কলমে লেখা হলো এক রুদ্ধশ্বাস স্ক্রিপ্ট। যেখানে শেষ দৃশ্যে জয়ের মঞ্চে দাঁড়িয়ে হাসলেন জর্দি আলবা ও তার সতীর্থরা। লিগস কাপের এক উত্তেজনাকর লড়াইয়ে ইন্টার মায়ামি রবিবার (৩ আগস্ট) ঘরের মাঠে মেক্সিকোর ক্লাব নেকাসার বিপক্ষে জয়ের স্বাদ পেল টাইব্রেকারে। ম্যাচ শেষে স্কোরলাইন ৫-৪, কিন্তু তার চেয়েও বড় ঘটনা প্রথমার্ধেই ইনজুরিতে মাঠ ছাড়েন লিওনেল মেসি।

ম্যাচের মাত্র ৭ মিনিটেই প্রতিপক্ষের বক্সে চমৎকার এক ড্রিবলে ঢোকার চেষ্টা করেন মেসি। কিন্তু নেকাসার রক্ষণভাগের কড়া চ্যালেঞ্জে পড়ে যান। কিছুটা অস্বস্তি নিয়েই উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও খেলায় ফিরতে পারেননি। ১১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তরুণ ফেদেরিকো রেদোনদো। মেসির চোট গুরুতর না হলেও, তার মাঠ ছাড়ার দৃশ্য যেন কাঁপিয়ে দিয়েছিল স্টেডিয়ামের আবেগ।

মেসির মাঠ ছাড়ার এক মিনিট পরেই ডি পলের পাস থেকে গোল করেন তেলাস্কো সেগোভিয়া, এগিয়ে যায় মায়ামি। কিন্তু ১৭ মিনিটেই বড় ধাক্কা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন। দশজনের সুবিধা কাজে লাগিয়ে ৩৩ মিনিটে নেকাসাকে সমতায় ফেরান থমাস বাদালোনি।

আরো পড়ুন:

ভারত সফরে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি

মেসির জাদুতে জয়ে ফিরল ইন্টার মায়ামি, ডি পলের অভিষেকে উচ্ছ্বাস

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে নেকাসার ক্রিশ্চিয়ান ক্যালদেরনও লাল কার্ড দেখলে খেলাটি ১০ বনাম ১০ এ রূপ নেয়। এরপর ৮১ মিনিটে রিকার্দো মনরিয়ালের গোলে এগিয়ে যায় নেকাসা। ম্যাচ তখন মায়ামির নিয়ন্ত্রণের বাইরে। যখন সবাই ধরেই নিচ্ছিলেন, জয় বুঝি নেকাসার পকেটে, তখনই নাটকীয় প্রত্যাবর্তন ঘটান স্প্যানিশ তারকা জর্দি আলবা। যোগ করা সময়ের প্রথম মিনিটেই ডি পলের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে গোল করে ম্যাচ ২-২ সমতায় ফেরান তিনি।

এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে মায়ামির শ্যুটাররা সবাই সফল হন। নেকাসার হয়ে বাদালোনি একমাত্র মিসটি করায় ৫-৪ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিহীন মায়ামি। আগের ম্যাচে আটলাসের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতায় দুই ম্যাচে এখন মায়ামির সংগ্রহ ৫ পয়েন্ট।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ জাভিয়ের মাসচেরানো মেসির চোট নিয়ে বলেন, “আমরা এখনই কিছু নিশ্চিত বলতে পারছি না। তবে ব্যথা নেই, এটা ভালো খবর। হালকা অস্বস্তি আছে মাত্র।”

ইন্টার মায়ামির পরবর্তী চ্যালেঞ্জ বৃহস্পতিবার, প্রতিপক্ষ মেক্সিকোরই আরেক ক্লাব পুমাস।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • সংসার ভাঙার কারণ জানালেন শোলাঙ্কি
  • ইনজুরির শঙ্কা, উত্তেজনার ঝড়: শেষ হাসি হাসল মেসিহীন মায়ামি
  • ৮ গোলের থ্রিলার শেষে ব্রাজিলের টানা ৫ম কোপা আমেরিকা জয়
  • কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা
  • সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত
  • ওয়েস্ট ইন্ডিজকে আবারও হতাশায় ডুবিয়ে এগিয়ে গেল পাকিস্তান
  • জুলাই অভ্যুত্থানের সময় ভিপিএনও বন্ধ করে দেওয়া হয়েছিল
  • রূপ নয়, সাহস দিয়ে জয় করা এক নায়িকা
  • টানা দুই জয়ের পর এবার হার বাংলাদেশের যুবাদের
  • ভারতের অর্থনীতি মৃত, ট্রাম্প ঠিকই বলেছেন: রাহুল