বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় কৃষিবিদদের অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল ১ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ ছিল।

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার জব্বারের মোড় রেল ক্রসিংয়ে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। 

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন রেললাইন অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাকৃবি শিক্ষার্থী ও পুলিশ জানিয়েছে, কৃষিবিদদের অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এতে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ফাতেমানগর ও ঢাকাগামী হাওর এক্সপ্রেস ময়মনসিংহ স্টেশনে আটকে ছিল। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সচল রয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অবর ধ

এছাড়াও পড়ুন:

১১ বছর পর সম্মেলনে নেত্রকোনা সদর উপজেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন

নেত্রকোনা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ১১ বছর পর অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার শহরের মোক্তারপাড়া এলাকার জেলা পাবলিক হলে এই সম্মেলনে সরাসরি ভোটের মাধ্যমে মো. মজিবুর রহমান খান সভাপতি এবং তাজউদ্দিন ফারাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৪ সালে সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে মো. মজিবুর রহমান খানকে সভাপতি এবং মো. তাজেজুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এরপর ২০১৯ সালের আগস্টে আহ্বায়ক কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়েছে। ১১ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতি পদে আনারস প্রতীকে মো. মজিবুর রহমান খান ও চেয়ার প্রতীকে মো. তাজেজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে তাজউদ্দিন ফারাস এবং ঘোড়া প্রতীকে মো. আবদুর রাজ্জাক প্রতিদ্বন্দ্বিতা করেন।

গতকাল দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক মো. আনোয়ারুল হক জাতীয় সংগীত পরিবেশন এবং দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী এবং প্রধান বক্তা ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

সন্ধ্যায় দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে অনুষ্ঠিত নির্বাচনে ১২টি ইউনিয়নের ৮৫২ ভোটারের মধ্যে ৮৪১ জন ভোট দেন। এতে ৪২৪ ভোট পেয়ে মো. মজিবুর রহমান সভাপতি নির্বাচিত হন এবং ৪৭৮ ভোট পেয়ে তাজউদ্দিন ফারাস সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সম্পর্কিত নিবন্ধ

  • যতীন সরকারকে শেষবিদায় জানালেন ময়মনসিংহের মানুষ, আজ রাতে নেত্রকোনায় শেষকৃত্য
  • দুই দশক পর ফিরছে ‘নতুন কুঁড়ি’
  • শিক্ষাবিদ ও প্রাবন্ধিক যতীন সরকার আর নেই
  • চলে গেলেন শিক্ষাবিদ যতীন সরকার
  • ময়মনসিংহে ‘টর্চার সেলে’ নির্যাতন চালানো ছাত্রদল নেতাকে স্থায়ী বহিষ্কার, রিমান্ড মঞ্জুর
  • ময়মনসিংহ মেডিকেলের হোস্টেল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ
  • ময়মনসিংহে ছাত্রদল নেতার ‘টর্চার সেল’, গান বাজিয়ে চলত নির্যাতন
  • ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের শঙ্কা, ভারী বৃষ্টির পূর্বাভাস
  • ‘টর্চার সেলে’ নির্যাতন চালানো ছাত্রদল নেতা গ্রেপ্তার, দল থেকে অব্যাহতি
  • ১১ বছর পর সম্মেলনে নেত্রকোনা সদর উপজেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন