রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৩ হাজার ৫৯২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত বৃহস্পতি ও শুক্রবার এসব মামলা করা হয়।

আজ শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, এ সময় ৪২৪টি গাড়ি ডাম্পিং ও ১৪৯টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড এমপ

এছাড়াও পড়ুন:

আইএসইউ–আইএনটিআই এর মধ্যে সহযোগিতা জোরদার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এবং মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যকার এমওইউ-এর ধারাবাহিকতায় একাডেমিক সহযোগিতা আরো সুদৃঢ় করতে অনুষ্ঠিত হলো উচ্চশিক্ষায় প্রস্তুতি বিষয়ক ওয়েবিনার। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আয়োজিত এই ভার্চুয়াল সেশনে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

“উচ্চশিক্ষার প্রস্তুতি: ভবিষ্যতের চ্যালেঞ্জ ও প্রস্তুতি” শীর্ষক ওয়েবিনারে প্রধান বক্তা হিসেবে যুক্ত ছিলেন আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইআরসিসি পরিচালক ড. খান সারফারাজ আলী। তিনি উচ্চশিক্ষায় আবেদনের প্রস্তুতি, আন্তর্জাতিক স্কলারশিপের সুযোগ, গবেষণা দক্ষতা বৃদ্ধি, একাডেমিক ক্যারিয়ার গঠন এবং ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

আইএসইউ–এর সিএসই বিভাগের প্রধান ড. মো. হাকিকুর রহমানের সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়েবিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। 

ড. রহমান বলেন, “আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে এই একাডেমিক অংশীদারিত্ব আইএসইউ শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করবে এবং যৌথ গবেষণা কার্যক্রমকে গতিশীল করবে।”

 উল্লেখ্য, দুই প্রতিষ্ঠানের এমওইউ অনুযায়ী স্বল্পমেয়াদী ওরিয়েন্টেশন প্রোগ্রাম, পূর্ণ সেমিস্টার এক্সচেঞ্জ, গবেষণা ফেলোশিপ, যৌথ গবেষণা ও প্রকাশনা, ফ্যাকাল্টি ও শিক্ষার্থী বিনিময়সহ শিক্ষাবিনিময় কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ঢাকা/এস

সম্পর্কিত নিবন্ধ