টানা চার দিন ধরে তাপপ্রবাহ বইছে দেশের বিভিন্ন অঞ্চলে। শুরু হয়েছিল বুধবার। দিন দিন এর পরিধি বেড়েছে। শুক্রবার দেশের ৪৫ জেলায় বয়ে গিয়েছিল তাপপ্রবাহ। আজ শনিবার এ তাপ ছড়িয়ে পড়ে দেশের ৬২ জেলায়। আগের দিনের চেয়ে গতকাল বেড়েছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের এলাকাও।

আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলছে, আগামীকাল রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে সেই সঙ্গে দুই বিভাগে সামান্য বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছে আবহাওয়া অফিস। তাতে তাপমাত্রার খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা কম।

এদিকে টানা এই তাপপ্রবাহে বেড়ে গেছে ডায়রিয়াসহ নানা অসুখ। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন স্থানে গরমের কারণে জ্বর, ডায়রিয়াসহ নানা রোগ বেড়ে গেছে। চিকিৎসকেরা বলছেন, এখন যে অবস্থা, তাতে ঝুঁকিতে আছে শিশু ও বয়স্ক ব্যক্তিরা। গরমের এ সময়ে তাঁদের যত্নে নজর দিতে হবে। এ ছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি এবং গর্ভবতী নারীর স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দেওয়া দরকার।

সিলেট ও সুনামগঞ্জ বাদ দিয়ে আজ দেশের ৬২টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। এর মধ্যে আজ চুয়াডাঙ্গায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলায় টানা তৃতীয় দিনের মতো দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় গতকাল। কয়েক দিনের মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহের পর আজ চুয়াডাঙ্গার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। গরমে হাঁসফাঁস অবস্থা চারদিকে, কোথাও স্বস্তি নেই। আগামীকাল এ জেলায় তাপমাত্রা খানিকটা বাড়তে পারে—এমনটাই পূর্বাভাস আবহাওয়া অফিসের।

রোদে-গরমে ঘেমে-নেয়ে একাকার। এরই মধ্যে ধান শোকানো ,বস্তা বন্দী ও গুদামে ভর্তির কাজে ব্যস্ত কয়েকজন শ্রমিক। কাজের ফাঁকে তৃষ্ণা মেটাচ্ছেন শ্রমিক সর্দ্দার মিরাজুল ইসলাম। সদর উপজেলার হাতিকাটা এলাকা। ১০ মে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আন্তর্জাতিক বিরতি শেষে ফিরল ক্লাব ফুটবল: কোন লিগে কোন দল এগিয়ে

আন্তর্জাতিক বিরতি কাটিয়ে আবারও বাজতে শুরু করেছে ক্লাব ফুটবলের দামামা। ইউরোপের লিগগুলোয় মৌসুমের এক–তৃতীয়াংশ ম্যাচ হয়ে গেছে। পয়েন্ট তালিকায় শিরোপার লড়াইটা একটু একটু করে পরিষ্কার হতে শুরু করেছে। এখন লিগ যত এগোবে, তত বেশি বোঝা যাবে, কারা থাকছে শিরোপার লড়াইয়ে। ইউরোপের শীর্ষ ৫ লিগে কোন দলের কী অবস্থান, চলুন দেখে নেওয়া যাক।আর্সেনালের সামনে ‘সুবর্ণ সুযোগ’

গত কয়েক মৌসুমে বেশ কয়েকবার তীরের খুব কাছে গিয়েও তরি ডুবেছে আর্সেনালের। তবে এবার গানারদের সামনে দুই দশকের শিরোপা–খরা কাটানোর দারুণ সুযোগ। আর্সেনাল নিজেরা যেমন ছন্দে আছে, তেমনি প্রতিদ্বন্দ্বীরাও তাদের পথটা সহজ করে দিচ্ছে।

বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল তো পথ হারিয়ে ধুঁকছে! ১১ ম্যাচের ৫টিতেই হেরে তারা নেমে গেছে আট নম্বরে। ম্যানচেস্টার সিটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তাদের সেই খুনে মেজাজটা এখনো অনুপস্থিত।

আর্সেনালের রাস্তা তাই অনেকটাই পরিষ্কার। এখন শুধু গুরুত্বপূর্ণ সময়ে স্নায়ুচাপে ভেঙে পড়ার পুরোনো অভ্যাসটা ফিরে না এলেই হয়। নিজেদের অবস্থান শক্ত করার লক্ষ্যে রোববারই বড় পরীক্ষা দিতে হবে তাদের। ঘরের মাঠে তারা লড়বে পাঁচে থাকা টটেনহামের বিপক্ষে। নর্থ লন্ডন ডার্বি জিতলে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে যাবে তারা। এদিকে দুইয়ে থাকা ম্যান সিটি লড়বে লিডস ইউনাইটেডের বিপক্ষে। এ ছাড়া চেলসি নামবে বার্নলির বিপক্ষে এবং লিভারপুলের প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট।

রিয়ালের ঘাড়ে বার্সার নিশ্বাস

রিয়াল মাদ্রিদ আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল কিছুটা অস্বস্তি নিয়েই। দুর্দান্ত ফর্মে থেকেও রায়ো ভায়েকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করে বসে তারা। এই হোঁচটে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানটা ৫-এ নিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়। ওদিকে সেল্তা ভিগোকে হারিয়ে বার্সা এখন রিয়ালের ঘাড়ে নিশ্বাস ফেলছে।

আরও পড়ুনআলোনসোর হাত ধরে ৬ দশকের মধ্যে রিয়ালের সেরা শুরু০২ নভেম্বর ২০২৫

১২ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৩১, আর সমান ম্যাচে বার্সার ২৮। ব্যবধান এতটাই সামান্য যে একটু পা হড়কালেই সিংহাসন উল্টে যেতে পারে। তাই জয়ের ধারায় ফেরাটা রিয়ালের জন্য খুবই জরুরি। রোববার রাতে রিয়াল লড়বে এলচের বিপক্ষে। তার আগে আগামীকাল রাতে বার্সা নামবে অ্যাথলেটিক বিলবাওয়ের পরীক্ষায়।

বুন্দেসলিগায় সেই বায়ার্নই রাজা

জার্মানির গল্পটা সেই পুরোনো। বুন্দেসলিগার চাবিটা বায়ার্ন মিউনিখের হাতেই। দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগের চেয়ে তারা ৬ পয়েন্টে এগিয়ে। বায়ার্নের ২৮ পয়েন্ট, লাইপজিগের ২২। বায়ার্ন যেন জার্মান লিগটাকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছে! আগামীকাল লিগ ম্যাচে বায়ার্ন লড়বে ফ্রেইবুর্গের বিপক্ষে। আর দুইয়ে থাকা লাইপজিগ খেলবে ভেরডার ব্রেমেনের সঙ্গে। কোনো অলৌকিক বিপর্যয় না ঘটলে বায়ার্নই যে মৌসুম শেষে হাসবে, সেটা এখনই বাজি ধরে বলে দেওয়া যায়।

ইতালিতে লড়াই সেয়ানে সেয়ানে

ইতালিয়ান সিরি ‘আ’-র চিত্রটা অবশ্য জার্মানির মতো একপেশে নয়, বেশ জমজমাট। সেখানে কেউ কাউকে ছাড়ছে না। ১০ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান। কিন্তু স্বস্তিতে নেই তারা; কারণ, সমান পয়েন্ট নিয়ে ঘাড়ে নিশ্বাস ফেলছে এএস রোমা।

আরও পড়ুনইউনাইটেডকে জিততে দেয়নি নটিংহাম, আর্সেনাল জিতেই চলেছে০১ নভেম্বর ২০২৫

এসি মিলান আর নাপোলিও খুব একটা পিছিয়ে নেই, ২২ পয়েন্ট নিয়ে তারা আছে তিন ও চারে। এই সপ্তাহে ইন্টারের জন্য অপেক্ষা করছে অগ্নিপরীক্ষা। রোববার রাতে হাইভোল্টেজ ‘মিলান ডার্বি’তে এসি মিলানের মুখোমুখি হবে তারা। চোখ রাখতে হবে নাপোলি ও আতালান্তার ম্যাচের দিকেও।

পিএসজির রাজত্বে হানা

ফ্রেঞ্চ লিগ ‘আঁ’-তে সচরাচর পিএসজির একচ্ছত্র দাপটই দেখা যায়। গতবারও তারা হেসেখেলে শিরোপা জিতেছিল। কিন্তু এবার রাস্তাটা বেশ কণ্টকাকীর্ণ। পিএসজি শীর্ষে থাকলেও মার্শেই ও লাঁস তাদের ভালোই চ্যালেঞ্জ জানাচ্ছে। ১২ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ২৭। সমান ম্যাচে মার্শেই ও লাঁসের পয়েন্ট ২৫ করে। পিএসজি এই সপ্তাহে খেলবে লা হাভরের বিপক্ষে, আর আজ রাতে মার্শেইয়ের প্রতিপক্ষ নিস।
সব মিলিয়ে ইউরোপিয়ান ফুটবলের এই সপ্তাহটা হতে যাচ্ছে বারুদে ঠাসা। ফুটবলপ্রেমীরা প্রস্তুত তো?

*সব পরিসংখ্যান ২১ নভেম্বর রাতের ম্যাচগুলোর আগ পর্যন্ত

সম্পর্কিত নিবন্ধ