টানা চার দিন ধরে তাপপ্রবাহ বইছে দেশের বিভিন্ন অঞ্চলে। শুরু হয়েছিল বুধবার। দিন দিন এর পরিধি বেড়েছে। শুক্রবার দেশের ৪৫ জেলায় বয়ে গিয়েছিল তাপপ্রবাহ। আজ শনিবার এ তাপ ছড়িয়ে পড়ে দেশের ৬২ জেলায়। আগের দিনের চেয়ে গতকাল বেড়েছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের এলাকাও।

আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলছে, আগামীকাল রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে সেই সঙ্গে দুই বিভাগে সামান্য বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছে আবহাওয়া অফিস। তাতে তাপমাত্রার খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা কম।

এদিকে টানা এই তাপপ্রবাহে বেড়ে গেছে ডায়রিয়াসহ নানা অসুখ। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন স্থানে গরমের কারণে জ্বর, ডায়রিয়াসহ নানা রোগ বেড়ে গেছে। চিকিৎসকেরা বলছেন, এখন যে অবস্থা, তাতে ঝুঁকিতে আছে শিশু ও বয়স্ক ব্যক্তিরা। গরমের এ সময়ে তাঁদের যত্নে নজর দিতে হবে। এ ছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি এবং গর্ভবতী নারীর স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দেওয়া দরকার।

সিলেট ও সুনামগঞ্জ বাদ দিয়ে আজ দেশের ৬২টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। এর মধ্যে আজ চুয়াডাঙ্গায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলায় টানা তৃতীয় দিনের মতো দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় গতকাল। কয়েক দিনের মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহের পর আজ চুয়াডাঙ্গার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। গরমে হাঁসফাঁস অবস্থা চারদিকে, কোথাও স্বস্তি নেই। আগামীকাল এ জেলায় তাপমাত্রা খানিকটা বাড়তে পারে—এমনটাই পূর্বাভাস আবহাওয়া অফিসের।

রোদে-গরমে ঘেমে-নেয়ে একাকার। এরই মধ্যে ধান শোকানো ,বস্তা বন্দী ও গুদামে ভর্তির কাজে ব্যস্ত কয়েকজন শ্রমিক। কাজের ফাঁকে তৃষ্ণা মেটাচ্ছেন শ্রমিক সর্দ্দার মিরাজুল ইসলাম। সদর উপজেলার হাতিকাটা এলাকা। ১০ মে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাতীয় দলে খেলে ফুটবলাররা চোট পেলে ক্লাব কি ক্ষতিপূরণ পায়

যেকোনো ক্লাবের কোচের কাছেই ব্যাপারটা দুঃস্বপ্ন; আন্তর্জাতিক বিরতিতে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়তে হয়। ১০ দিন পর দেখা যায়, দেশের হয়ে খেলে তাঁরা ফিরছেন চোট নিয়ে। তাতে ক্লাবগুলোর পরবর্তী কিছু ম্যাচে চোট পাওয়া এই খেলোয়াড়দের পাওয়ার সুযোগ থাকে না।

ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক ফুটবল পাশাপাশি চলার এই এক ঝুঁকি। এটা প্রতিরোধের বাস্তবসম্মত কোনো উপায়ও নেই।

আর্সেনালকে জিজ্ঞেস করতে পারেন, গত শনিবার সেনেগালের বিপক্ষে ২-০ গোলে জয়ের প্রীতি ম্যাচে ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল চোট পেয়ে মাঠ ছাড়ার সময় তাদের কেমন লেগেছে? দুঃখ প্রকাশ করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, ‘আমরা হতাশ এবং খুবই দুঃখিত। (চোটের ধরন) কতটা খারাপ? ঠিক বলতে পারব না। সে অ্যাডাক্টরে চোট পেয়েছে। চিকিৎসক দল দেখভাল করছে।’

চলতি মৌসুমে আর্সেনালের রক্ষণে অবিচ্ছেদ্য অংশ গ্যাব্রিয়েল। স্বাভাবিকভাবেই তাঁকে যত দ্রুত সম্ভব সুস্থ অবস্থায় ফিরে পেতে চাইবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। সামনের দুটি সপ্তাহে আর্সেনালের সামনে প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ (প্রতিপক্ষ টটেনহাম ও চেলসি) এবং চ্যাম্পিয়নস লিগেও মাঠে নামতে হবে।

প্রিমিয়ার লিগের আরেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেডও একই সমস্যায় ভুগেছে গত সেপ্টেম্বরে। তাদের ফরোয়ার্ড ইয়োনে উইসা নিজের দেশ ডিআর কঙ্গোর হয়ে ম্যাচে চোট পান। বুন্দেসলিগার দল বায়ার্ন মিউনিখও আলফন্সো ডেভিসকে নিয়ে একই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। গত মার্চে কানাডার হয়ে ম্যাচে এসিএল চোট পেয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন ডেভিস।

আলফন্সো ডেভিস চোট পেয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে

সম্পর্কিত নিবন্ধ