তাপপ্রবাহ ৬২ জেলায়, বেড়েছে তাপজনিত রোগ
Published: 10th, May 2025 GMT
টানা চার দিন ধরে তাপপ্রবাহ বইছে দেশের বিভিন্ন অঞ্চলে। শুরু হয়েছিল বুধবার। দিন দিন এর পরিধি বেড়েছে। শুক্রবার দেশের ৪৫ জেলায় বয়ে গিয়েছিল তাপপ্রবাহ। আজ শনিবার এ তাপ ছড়িয়ে পড়ে দেশের ৬২ জেলায়। আগের দিনের চেয়ে গতকাল বেড়েছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের এলাকাও।
আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলছে, আগামীকাল রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে সেই সঙ্গে দুই বিভাগে সামান্য বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছে আবহাওয়া অফিস। তাতে তাপমাত্রার খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা কম।
এদিকে টানা এই তাপপ্রবাহে বেড়ে গেছে ডায়রিয়াসহ নানা অসুখ। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন স্থানে গরমের কারণে জ্বর, ডায়রিয়াসহ নানা রোগ বেড়ে গেছে। চিকিৎসকেরা বলছেন, এখন যে অবস্থা, তাতে ঝুঁকিতে আছে শিশু ও বয়স্ক ব্যক্তিরা। গরমের এ সময়ে তাঁদের যত্নে নজর দিতে হবে। এ ছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি এবং গর্ভবতী নারীর স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দেওয়া দরকার।
সিলেট ও সুনামগঞ্জ বাদ দিয়ে আজ দেশের ৬২টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। এর মধ্যে আজ চুয়াডাঙ্গায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলায় টানা তৃতীয় দিনের মতো দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় গতকাল। কয়েক দিনের মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহের পর আজ চুয়াডাঙ্গার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। গরমে হাঁসফাঁস অবস্থা চারদিকে, কোথাও স্বস্তি নেই। আগামীকাল এ জেলায় তাপমাত্রা খানিকটা বাড়তে পারে—এমনটাই পূর্বাভাস আবহাওয়া অফিসের।
রোদে-গরমে ঘেমে-নেয়ে একাকার। এরই মধ্যে ধান শোকানো ,বস্তা বন্দী ও গুদামে ভর্তির কাজে ব্যস্ত কয়েকজন শ্রমিক। কাজের ফাঁকে তৃষ্ণা মেটাচ্ছেন শ্রমিক সর্দ্দার মিরাজুল ইসলাম। সদর উপজেলার হাতিকাটা এলাকা। ১০ মে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সালাহকে কি লিভারপুল দল থেকে বাদ দেওয়ার সময় এসেছে
ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুম। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গোল করা ও করানোয় শীর্ষে থেকে মৌসুম শেষ করেন মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগের মৌসুমসেরাও হন লিভারপুল তারকা। লিভারপুল কোচ হিসেবে সেটা আবার আর্নে স্লটের প্রথম মৌসুম। স্লটের হাতে লিগ শিরোপা তুলে দেওয়ায় বড় অবদান ছিল সালাহর।
কিন্তু স্লটকে এখন সেই হাত দিয়ে কাঁচি চালাতে হবে। লিভারপুল কোচ নিজে কিছুই বলেননি। তবে লিভারপুল দলে তাঁকে কাঁচি চালানোর পরামর্শটা দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনি—সালাহকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন স্লটকে।
কেন? সে প্রশ্নের উত্তর কারও কারও জানা থাকলেও চলতি লিগে লিভারপুলের তথৈবচ অবস্থা নিশ্চয়ই সবার জানা। গত শনিবার রাতে ঘরের মাঠে নটিংহাম ফরেস্টের কাছে ৩-০ গোলে হারে লিভারপুল। ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ১১ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে ১১তম স্থানে নেমে গেছে লিভারপুল। ১২ ম্যাচে তাদের জয় ৬টি, হারও ৬টি। লিগে সর্বশেষ ৭ ম্যাচের মধ্যে ৬টিতেই হেরেছে স্লটের দল। এর মধ্যে শেষ দুই ম্যাচেই ৬ গোল হজম করেছে তারা। রুনির পর্যবেক্ষণ হলো, লিভারপুলের এই ১২ ম্যাচে মাত্র ৫ গোল করা সালাহ দলকে রক্ষণভাগে সহায়তা করছেন না।
নটিংহামের বিপক্ষে লিভারপুলের হারের ম্যাচে ভালো খেলতে পারেননি সালাহ