চালকবিহীন ট্যাক্সিতে শিশুর জন্ম
Published: 12th, December 2025 GMT
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে ওয়েমো কোম্পানির একটি চালকবিহীন ট্যাক্সিতে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। এই কোম্পানির স্বচালিত গাড়ি সাম্প্রতিক সময়ে নানা কারণে সমালোচিত হয়েছে। এসব গাড়ির নিচে চাপা পড়ে বিড়াল মারা গেছে, কখনো আবার পুলিশের সামনে নিষিদ্ধ জায়গায় ইউটার্ন নিয়েছে। কিন্তু নিরাপদে নবজাতকের জন্মদানের মাধ্যমে সমালোচনা থেকে কিছুটা রেহাই পেল ওয়েমোর স্বচালিত গাড়ি।
ঘটনাটি ঘটেছে গত সোমবার। সেদিন এক গর্ভবতী নারী সান ফ্রান্সিসকোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার মেডিকেল সেন্টারে যাচ্ছিলেন। যাওয়ার পথে হঠাৎ তাঁর প্রসববেদনা শুরু হয়। তিনি ওয়েমোর চালকবিহীন একটি গাড়িতে ছিলেন। সেখানে তিনি সন্তানের জন্ম দেন। বুধবার কোম্পানিটি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গাড়িটি রোবোট্যাক্সি নামে পরিচিত। এসব গাড়িতে কোনো চালক থাকেন না। সান ফ্রান্সিসকোসহ যুক্তরাষ্ট্রের কিছু শহরে এই গাড়ি পরিচালনার অনুমতি রয়েছে। এগুলো উবারের মতো ভাড়ায় চলে। ওয়েমো গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের মালিকানাধীন।
ওয়েমো জানায়, যাত্রাপথে গাড়ির রাইডার সাপোর্ট টিম ‘অস্বাভাবিক গতিবিধি’ লক্ষ রে। এরপর তারা যাত্রীর সঙ্গে যোগাযোগ করে এবং জরুরি সেবাকর্মীদের খবর দেয়। গাড়িতে অস্বাভাবিক কিছু হচ্ছে, এটা তারা কীভাবে বুঝতে পেরেছে, তা কোম্পানি জানায়নি। তবে ট্যাক্সিটি যথাসময়ে মা ও নবজাতককে হাসপাতালে পৌঁছে দেয়।
ইউসিএসএফের মুখপাত্র জেস বার্থোল্ড জানান, মা ও সন্তানকে হাসপাতালে আনা হয়েছে। তবে মা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতেরাজি হননি।
ওয়েমো বলেছে, প্রসূতি ও নবজাতককে হাসপাতালে পৌঁছে দেওয়ার পর গাড়িটিকে সেবা থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। সেটিকে পরিষ্কার করে আবার সেবায় নামানো হবে। তারা আরও জানায়, এবারই প্রথম নয়, এর আগেও তাদের ট্যাক্সিতে নবজাতকের জন্ম হয়েছে।
যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে সফলভাবে কার্যক্রম চালালেও ওয়েমোর স্বচালিত গাড়ি নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। গত সেপ্টেম্বরে নিষেধাজ্ঞার সাইন থাকা সত্ত্বেও একটি ওয়েমোর গাড়ি ইউটার্ন নেয়। ক্যালিফোর্নিয়ার আইনের কাছে পুলিশ চালকবিহীন গাড়িটিকে জরিমানাও করতে পারেনি।
অক্টোবর মাসে মিশন ডিস্ট্রিক্ট এলাকায় স্থানীয় বাসিন্দাদের প্রিয় ‘কিট ক্যাট’ নামের একটি বিড়াল ওয়েমোর ধাক্কায় মারা গেলে তীব্র সমালোচনা হয়। এসব সমালোচনা সত্ত্বেও নিজের সেবাকে আরও নিরাপদ করার বিষয়ে আত্মবিশ্বাসী ওয়েমো।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তফসিল বাতিলের দাবিতে শরীয়তপুরে আওয়ামী লীগের মশালমিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে শরীয়তপুরে মশালমিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরা উপজেলার মিরাশা এলাকায় মিছিলটি হয়। মিছিলে অংশ নেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ, উদ্ধার করা হয়েছে ৬৪টি মশাল।
জাজিরা থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে জাজিরার মিরাশা এলাকার মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। দুই শতাধিক মানুষ হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া রাতে সদর উপজেলার একটি এলাকায় আওয়ামী লীগের আরও কিছু লোক মশাল নিয়ে মিছিল করেন। তবে সদরের কোনো এলাকায় ওই মিছিল হয়েছে, তা জানতে পারেনি পুলিশ।
গতকাল রাতের ওই দুটি মিছিলের দুটি ভিডিও আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, মশাল হাতে দলটির নেতা-কর্মীরা তফসিলকে অবৈধ দাবি করে এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় অনেকের মুখে মাস্ক ছিল।
আরও পড়ুনজাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি ১৬ ঘণ্টা আগেজাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরার মিরাশা এলাকায় মিছিল হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ততক্ষণে মিছিলকারীরা সেখান থেকে পালিয়ে যায়। ওই স্থান থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মিছিল করার কাজে ব্যবহৃত ৬৫টি মশাল উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেব।’