কক্সবাজার হানাদারমুক্ত দিবস ১২ ডিসেম্বর
Published: 12th, December 2025 GMT
আজ ১২ ডিসেম্বর, পর্যটনশহর কক্সবাজার হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এদিন শহরের শহীদ দৌলত ময়দানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই জেলাকে আনুষ্ঠানিকভাবে শত্রুমুক্ত ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধারা।
প্রতিবছর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হলেও এবার কোরনা আয়োজন নেই বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো.
আরো পড়ুন:
আদিল একাই পিলখানার বাঙ্কার উড়িয়ে দিয়েছিলেন
২২টি যুদ্ধের পর শত্রুমুক্ত হয় কুষ্টিয়া
মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার-বান্দরবান অঞ্চলের অধিনায়ক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুস ছোবাহান তার ‘মুক্তিযুদ্ধে কক্সবাজার-বান্দরবান’ গ্রন্থে উল্লেখ করেন, ১২ ডিসেম্বর সকালে বীর মুক্তিযোদ্ধাদের চারটি গাড়িবহর ‘জয় বাংলা’ ধ্বনি তুলে শহরে প্রবেশ করলে উচ্ছ্বাসে ফেটে পড়ে কক্সবাজারের মানুষ। সেই দিন সকাল ১০টায় শহরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করে বীর মুক্তিযোদ্ধারা কক্সবাজারকে হানাদারমুক্ত ঘোষণা করেন।
গ্রন্থটিতে ক্যাপ্টেন ছোবাহানের বক্তব্যের উদ্ধৃতি হিসেবে লেখা হয়েছে- “আপনারা যাদের হারিয়েছেন তাদের জন্য মন খারাপ করবেন না। বরং তাদের নিয়ে গর্ববোধ করুন। তারা স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন। তাদের তাজা রক্তের বিনিময়ে আজ পাকহানাদারমুক্ত আমাদের কক্সবাজার, বাঙালিদের কক্সবাজার।”
ওই দিনের অনুষ্ঠানে ক্যাপ্টেন (অব.) আবদুস ছোবাহান, মোজাফফর আহমদ, কামাল হোসেন চৌধুরীসহ সে সময়ের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
ঢাকা/তারেকুর/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তফসিল বাতিলের দাবিতে শরীয়তপুরে আওয়ামী লীগের মশালমিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে শরীয়তপুরে মশালমিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরা উপজেলার মিরাশা এলাকায় মিছিলটি হয়। মিছিলে অংশ নেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ, উদ্ধার করা হয়েছে ৬৪টি মশাল।
জাজিরা থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে জাজিরার মিরাশা এলাকার মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। দুই শতাধিক মানুষ হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া রাতে সদর উপজেলার একটি এলাকায় আওয়ামী লীগের আরও কিছু লোক মশাল নিয়ে মিছিল করেন। তবে সদরের কোনো এলাকায় ওই মিছিল হয়েছে, তা জানতে পারেনি পুলিশ।
গতকাল রাতের ওই দুটি মিছিলের দুটি ভিডিও আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, মশাল হাতে দলটির নেতা-কর্মীরা তফসিলকে অবৈধ দাবি করে এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় অনেকের মুখে মাস্ক ছিল।
আরও পড়ুনজাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি ১৬ ঘণ্টা আগেজাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরার মিরাশা এলাকায় মিছিল হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ততক্ষণে মিছিলকারীরা সেখান থেকে পালিয়ে যায়। ওই স্থান থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মিছিল করার কাজে ব্যবহৃত ৬৫টি মশাল উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেব।’