বরিশালের আগৈলঝাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে বাকাল ও রাজিহার ইউনিয়নে বিয়ে, খৎনা ও শিশুর জন্ম হলে সংশ্লিষ্ট পরিবার থেকে টাকা তোলে রিনা হিজড়ার দল। অন্যদিকে রত্নপুর, বাগধা ও গৈলা ইউনিয়নে টাকা তোলে পায়েল হিজড়ার দল। আজ সকালে বাকাল ইউনিয়নের গোবিন্দ মন্দির এলাকায় পায়েল হিজড়ার দল টাকা তুলতে গেলে রিনা হিজড়ার দল বাধা দেয়। এ সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। স্থানীয়রা সংঘর্ষে আহত রিনা, শাহীনুর, ফিরকী ও শাহনাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পায়েল হিজড়ার ভাষ্য, আগে উপজেলার হিজড়া দলগুলোর মধ্যে টাকা তোলার অঞ্চল ভাগ করা থাকলেও গত ৫ আগস্টের পর সেটা কেউ মানছে না। তারা একটি অনুষ্ঠানে যাওয়ার পথে রিনা হিজড়ার দল তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে থাকা বাদ্যযন্ত্র কেড়ে নিয়েছে তারা। 

আহত রিনা হিজড়া জানান, উপজেলার বাকাল ইউনিয়ন তার দলের নিয়ন্ত্রিত এলাকা। এখানে পায়েল হিজড়ার দল টাকা তুলতে আসায় তারা বাধা দেন। এ কারণে পায়েল হিজড়ার লোকজন তাদের ওপর হামলা চালান। এ ঘটনায় তারা থানায় অভিযোগ দেবেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম বলেন, দুই দল হিজড়ার মধ্যে সংঘর্ষের খবর পেয়ে থানা থেকে উপপরিদর্শক সোহরাফ হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল স ঘর ষ উপজ ল র স ঘর ষ এ ঘটন

এছাড়াও পড়ুন:

ইশরাকের নামাজ: সকালের আলোয় আল্লাহর নৈকট্য

সকালের প্রথম আলো যখন পৃথিবীকে আলোকিত করে, তখন ইশরাকের নামাজ মুমিনকে অগণিত পুণ্যের দিকে ডাকে। ইশরাকের নামাজ একটি নফল ইবাদত, যা ফজরের পর সূর্যোদয়ের কিছুক্ষণ পর পড়া হয়। এই নামাজ শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম নয়; বরং দিনের শুরুতে শান্তি, বরকত ও ইমানের নবায়নের উৎস। জীবনের ব্যস্ততার মধ্যেও এই নামাজ আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের একটি দারুণ সুযোগ।

আরও পড়ুননামাজ: দাসের মহিমা০৪ মার্চ ২০২৫ইশরাকের নামাজের ফজিলত

ইশরাকের নামাজের ফজিলত অপরিসীম। ওপরে উল্লিখিত হাদিসে নবীজি (সা.)–এর জন্য হজ ও ওমরাহর সওয়াবের কথা বলেছেন। এ ছাড়া এই নামাজ দিনের শুরুতে আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসে। নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ইশরাকের নামাজ পড়ে, তার গুনাহ মাফ হয় এবং তার দিন বরকতময় হয়।’ (মুসনাদে আহমদ, হাদিস: ১৭,২৫২)

আরও পড়ুনফজর নামাজ শয়তানের বিরুদ্ধে বিশ্বাসীদের বিজয়১৮ এপ্রিল ২০২৫যে ব্যক্তি ইশরাকের নামাজ পড়ে, তার গুনাহ মাফ হয় এবং তার দিন বরকতময় হয়।মুসনাদে আহমদ, হাদিস: ১৭,২২৫ইশরাকের নামাজের নিয়ম

ইশরাকের নামাজ পড়ার জন্য প্রথমে ফজরের নামাজ জামাতে আদায় করা উত্তম। নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, তারপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকে এবং দুই রাকাত নামাজ পড়ে, তার জন্য একটি হজ ও ওমরাহর সওয়াব রয়েছে।’ (সুনান তিরমিজি, হাদিস: ৫৮৬)

ইশরাকের নামাজের নিয়ম এমন—

সময়: সূর্যোদয়ের ১৫–২০ মিনিট পর থেকে দুপুরের আগপর্যন্ত। তবে সূর্যোদয়ের ঠিক পরে পড়া উত্তম।

রাকাত: সর্বনিম্ন দুই রাকাত, তবে চার বা ততোধিক রাকাতও পড়া যায়। প্রতি দুই রাকাতে সালাম ফিরিয়ে পড়তে হয়।

নিয়ত: মনে মনে নিয়ত করুন, ‘আমি দুই রাকাত ইশরাকের নফল নামাজ আল্লাহর জন্য আদায় করছি।’

পড়ার পদ্ধতি: ফরজ নামাজের মতোই পড়তে হয়। সুরা ফাতিহার পর যেকোনো সুরা পড়া যায়। তবে সুরা কাফিরুন, সুরা ইখলাস বা অন্য ছোট সুরা পড়া সুন্নাহ মেনে চলার জন্য উত্তম।

ফজরের পর মসজিদে বা ঘরে বসে জিকির, দোয়া বা কোরআন তিলাওয়াত করা। তারপর ইশরাক পড়লে পূর্ণ সওয়াব পাওয়া যায়।

আরও পড়ুনজীবনে একবার হলেও যে নামাজ পড়তে বলেছেন নবীজি (সা.)১৩ মার্চ ২০২৫সকালের কয়েক মিনিট ইশরাকের জন্য বরাদ্দ করুন, এবং আল্লাহর নৈকট্যে জীবনকে আলোকিত করুন।দোয়া ও জিকির

ইশরাকের নামাজের জন্য কোনো নির্দিষ্ট দোয়া হাদিসে উল্লেখ নেই। তবে নামাজের পর সাধারণ নফল দোয়া-কালাম পড়া যায়, যেমন আয়াতুল কুরসি, তাসবিহ (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার) ও দুরুদ শরিফ।

একটি প্রচলিত দোয়া হলো: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিজকান তাইয়্যিবান ওয়া ইলমান নাফি‘আন ওয়া আমালান মুতাকাব্বালান।’

অর্থ: ‘হে আল্লাহ! আমি তোমার কাছে পবিত্র রিজিক, উপকারী ইলম ও কবুলযোগ্য আমল প্রার্থনা করি।’ এটি সাধারণ নফল নামাজের পর পড়া যায়।

ইশরাকের নামাজ মাত্র দুই রাকাত, কিন্তু এর প্রভাব সারাদিনের জন্য। সকালের কয়েক মিনিট ইশরাকের জন্য বরাদ্দ করুন, এবং আল্লাহর নৈকট্যে জীবনকে আলোকিত করুন।

আরও পড়ুনজীবনকে ছন্দে ফেরাবে ‘ধীর নামাজ’২৪ মে ২০২৫

সম্পর্কিত নিবন্ধ