‘পরিবার ছাড়া দেখা নিষেধ’, এমন ব্যতিক্রমী স্লোগান নিয়ে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ‘উৎসব’। তানিম নূরের পরিচালনায় এই সিনেমায় কাজ করেছেন বাংলাদেশের খ্যাতনামা একঝাঁক অভিনয়শিল্পী। এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি। সম্প্রতি ‘উৎসব’–এর নাম ঘোষণা ও শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হয় সংবাদ সম্মেলনে। সেখানেই জীবনের অজানা অনেক কথা ভাগ করে নিয়েছেন মিমি। জানান, কমার্শিয়াল সিনেমায় অভিনয় না করলেও নেপথ্যে ছিলেন—শাবনাজ, পপি, সিমলা, ঋতুপর্ণাসহ অনেকের ডাবিং করেছেন তিনি।

আরও পড়ুনজাহিদ-অপি-জয়া-চঞ্চলদের ‘উৎসব’ পরিবার ছাড়া দেখা নিষেধ১৪ মে ২০২৫

আফসানা মিমি সংবাদমাধ্যমকে জানান, জীবনে অনেক বাণিজ্যিক সিনেমার প্রস্তাব পেলেও শুধু আজিজুর রহমানের ‘দিল’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটির পর আরও অনেক কমার্শিয়াল সিনেমার প্রস্তাব পেতে থাকেন তিনি। সেই সময়ে মোহাম্মদ হোসেনের পরিচালনায় ‘জনম জনম’ সিনেমায় শাবনাজের ডাবিংয়ের প্রস্তাব পান তিনি। এই থেকে শুরু, শাবনাজের বেশির ভাগ সিনেমায় কণ্ঠ ব্যবহার হয় আফসানা মিমির।
মিমির কথায়, ‘নিজের কণ্ঠ নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম না আমি। বলা যায়, হোসেন ভাইয়ের উৎসাহে ডাবিং করি। কিন্তু দেখলাম, শাবনাজের চেহারা আর অভিনয়ের সঙ্গে আমার কণ্ঠ যেন মিলে যায়। এরপর দেখা যায়, একটা লম্বা সময় শাবনাজের কত সিনেমায় যে ডাবিং করেছি, তার হিসাব নেই। তবে এর মাধ্যমে আমি অনেক সমৃদ্ধ হয়েছি। কারণ, পুরো ইন্ডাস্ট্রির অনেক বাঘা বাঘা অভিনেতা ও পরিচালকের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে। যেমন একজনের কথা এখন বলতে ভীষণ ইচ্ছা করছে—রোজী সামাদ, ওনার মতো একজন মানুষের পাশে দাঁড়িয়ে আমি যখন ডাবিং করছিলাম, তখন আমার মনে হচ্ছিল, “ও উনাকে আমি এইভাবে সিনেমায় দেখে বড় হয়েছি।” এ রকম অনেক অনেক মানুষ।’
আফসানা মিমি আরও বলেন, ‘শহিদুল ইসলাম খোকন, উনি তো অনেক নতুন নায়িকাকে নিয়ে কাজ করতেন। ওদের ডাবিং আমার করতে হতো। বা কলকাতা থেকে যখন কেউ আসত, ইন্দ্রানী হালদার বা ঋতুপর্ণাদেরটা করে দিতাম, পপির শুরুর দিকে সিনেমায়ও করেছি।’

আফসানা মিমি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ বন জ র আফস ন

এছাড়াও পড়ুন:

এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ

দ্বিতীয় বছরের মত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোনো সিনেমাা বা তথ্যচিত্র দেখানো হচ্ছে না। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির তরফে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়ছে। পরবর্তীতে কমিটির তরফে তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে যে ছবি তালিকা প্রকাশ করা হয়েছে তাতে কোন ক্যাটাগরিতেই বাংলাদেশি সিনেমার নাম উল্লেখ নেই। 

মূলত ভিসা জটিলতা এবং রাজনৈতিক কারণেই এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের উপস্থিতি থাকছে না। 

বিষয়টি নিয়ে গত বছরই উদ্বেগ প্রকাশ করেছিলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন পরিচালক গৌতম ঘোষ। সেসময় তাকে বলতে শোনা গিয়েছিল, “এবারের পরিস্থিতি ভিন্ন। সেদেশে ভিসা সমস্যা রয়েছে। আর বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে অনেকটা সময় লাগবে। স্বাভাবিকভাবেই এই অবস্থায় চলচ্চিত্র উৎসবের তালিকায় বাংলাদেশের কোনো ছবি নেই। আমরা আশা করব চলচ্চিত্র উৎসবের পরবর্তী এডিশনের (৩১ তম) আগে প্রতিবেশী দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”

কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও অবস্থার যে কোনো পরিবর্তন হয়নি তা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের অনুপস্থিতির ঘটনাটাই পরিষ্কার। 

যদিও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি কমিটির এক সদস্য  বলেছেন, “আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশ থেকে শুধুমাত্র একটি ছবি জমা দেওয়া হয়েছিল। তানভীর চৌধুরীর ‘কাফ্ফারাহ’। কিন্তু দুঃখের বিষয় এটি আমাদের কাঙ্ক্ষিত মানদণ্ড পূরণ করতে পারেনি। ফলে চলচ্চিত্র উৎসবে এই ছবিটি জায়গা পায়নি।”

চলতি বছরের ৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এক সপ্তাহব্যাপী এই উৎসব চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। এই উৎসবে ৩৯ টি দেশের ২১৫ টি ছবি দেখানো হবে। ভারত ছাড়াও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, বেলজিয়াম, ইতালি, ব্রাজিল, মরক্কো, অস্ট্রিয়া, তুরস্ক, বলিভিয়া, গুয়েতেমালা, শ্রীলংকা, চীন, জাপান, ইরান, সিঙ্গাপুর, তাইওয়ান, ফিলিস্তিন, ইরাক, সৌদি আরব, মিশর, সুদান, লেবানন।

সুচরিতা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ডাইনির সাজে শাবনূর!
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • বিজ্ঞান উৎসব উদ্বোধন করল রোবট নাও
  • ‘ফাতেমা রানীর তীর্থোৎসবে’ আলোয় ভাসল গারো পাহাড়
  • টোকিওতে জমেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • সন্ধ্যা নদীর দুকূলে উৎসবের ঢেউ, উজিরপুরে নৌকাবাইচে মাতলেন হাজারো মানুষ
  • রাঙামাটি রাজবন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব শুরু